অনেকদিন ধরে টেকটিউনস অ্যাকাউন্টটা ব্লক হয়েছিল বুঝতে পারছিলাম না কিভাবে অ্যাকাউন্টটা আবার খুলবো। অনলাইনে আয় বিষয়ে একটা টিউন করেছিলাম সেই টিউনে আমার রেফারাল লিঙ্ক দেওয়ার জন্য আমার অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়। অনেকদিন পরে আজকে ব্লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখলাম কিভাবে অ্যাকাউন্ট আবার খুলতে হয় টা লিখা আছে। সে অনুযায়ী করে দেখলাম ২-৩ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে।
ব্লক হয়ে যাওয়া টেকটিউনস অ্যাকাউন্ট আবার খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- আপনার টেকটিউনকে লগ ইন করুন, তারপর আপনার নামে ক্লিক করে আপনার টিউনারবোর্ড এ প্রবেশ করুন।
- আপনার টিউনারবোর্ড এ যাওয়ার পরে যেভাবে লিখা আছে সেভাবে করলেই আপনার অ্যাকাউন্ট খুলে দেয়া হবে।
- তারপরেও যদি না বুঝেন তাহলে প্রথমে টেকটিউনস ডেস্ক এ যান।
- টেকটিউনস ডেস্ক এ যাওয়ার পরে একটু নিচে নেমে +Add a new one এ ক্লিক করুন।
- +Add a new one এ ক্লিক করার পর এমন একটা ফর্ম দেখতে পারবেন।
- ফর্মের Header এ লিখুন "টিউনারশিপ ফেরত পেতে চাই"
- Description এ নিচের লেখা কপি করে পেস্ট করুন
- টিউনার আইডি: [আপনার ইউজার নাম]
- টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে) :[ যে পোষ্টের জন্য অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল তার লিঙ্ক]
- নিজ থেকে বুঝতে পারা টিউন স্থগিতে কারণ : [ টেকটিউনস এর কোন নীতিমালা ভঙ্গ করার জন্য আপনার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে সেটা লিখুন]
-- আমি নিজ থেকে টেকটিউনস নীতিমালা ভঙ্গের বিষয় বুঝতে পেরেছি এবং টেকটিউনসের অনন্যা সকল নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। আমি সম্মতি জানাছি যে আমার টিউনারশীপ ফেরত দেওয়া হলে আমি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গ হয় এমন কোন কাজ আমার টিউন ও টিউনে প্রকাশ পাবে না। যদি পুনরায় কোন নীতিমালা ভঙ্গ হয় তবে টেকটিনস থেকে স্থায়ী ভাবে আমার সকল টিউন স্থগিত ও টিউনারশীপ স্থগিত করা সহ যে কোন ব্যবস্হা গ্রহণ করতে পারবে।
- Post In এ জানান সিলেক্ট করুন।
- ফর্মটি পূরণ করা হলে Post এ ক্লিক করুন।
- ফর্মটি পূরণ করার পর কিছুটা এমন দেখা যাবে
 |
| আমি আমার মত করে ফর্মটি পূরণ করেছি। | |
আপনি যদি ফর্মটি সঠিকভাবে পূরণ করে Post এ ক্লিক করার পর অপেক্ষা করেন তাহলে কয়েক ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলে দিবে। আমার অ্যাকাউন্ট মাত্র ৩ ঘণ্টার মধ্যেই খুলে দিয়েছে।
আশা করি টিউন পরে আপনাদের উপকার হবে। কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। ভাল কিংবা খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন
vai deikhn eta lekhar karone abr block na koira dei