নীতিমালা ভঙ্গ করার জন্য টেকটিউনস অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে খুলতে পারছেন না, নিয়ে নিন সহজ সমাধান (যারা জানেন না তাদের জন্য)

 

অনেকদিন ধরে টেকটিউনস অ্যাকাউন্টটা ব্লক হয়েছিল বুঝতে পারছিলাম না কিভাবে অ্যাকাউন্টটা আবার খুলবো। অনলাইনে আয় বিষয়ে একটা টিউন করেছিলাম সেই টিউনে আমার রেফারাল লিঙ্ক দেওয়ার জন্য আমার অ্যাকাউন্ট ব্লক করে দেয়া হয়। অনেকদিন পরে আজকে ব্লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখলাম কিভাবে অ্যাকাউন্ট আবার খুলতে হয় টা লিখা আছে। সে অনুযায়ী করে দেখলাম ২-৩ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে।

ব্লক হয়ে যাওয়া টেকটিউনস অ্যাকাউন্ট আবার খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • আপনার টেকটিউনকে লগ ইন করুন, তারপর আপনার নামে ক্লিক করে আপনার টিউনারবোর্ড এ প্রবেশ করুন।
  • আপনার টিউনারবোর্ড এ যাওয়ার পরে যেভাবে লিখা আছে সেভাবে করলেই আপনার অ্যাকাউন্ট খুলে দেয়া হবে।
  • তারপরেও যদি না বুঝেন তাহলে প্রথমে  টেকটিউনস ডেস্ক এ যান।
  • টেকটিউনস ডেস্ক এ যাওয়ার পরে একটু নিচে নেমে +Add a new one এ ক্লিক করুন।
  •  +Add a new one এ ক্লিক করার পর এমন একটা ফর্ম দেখতে পারবেন।
  • ফর্মের Header এ লিখুন "টিউনারশিপ ফেরত পেতে চাই"
  • Description এ নিচের লেখা কপি করে পেস্ট করুন
  1. টিউনার আইডি: [আপনার ইউজার নাম]
  2. টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে) :[ যে পোষ্টের জন্য অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল তার লিঙ্ক]
  3. নিজ থেকে বুঝতে পারা টিউন স্থগিতে কারণ : [ টেকটিউনস এর কোন নীতিমালা ভঙ্গ করার জন্য আপনার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে সেটা লিখুন]
-- আমি নিজ থেকে টেকটিউনস নীতিমালা ভঙ্গের বিষয় বুঝতে পেরেছি এবং টেকটিউনসের অনন্যা সকল নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। আমি সম্মতি জানাছি যে আমার টিউনারশীপ ফেরত দেওয়া হলে আমি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গ হয় এমন কোন কাজ আমার টিউন ও টিউনে প্রকাশ পাবে না। যদি পুনরায় কোন নীতিমালা ভঙ্গ হয় তবে টেকটিনস থেকে স্থায়ী ভাবে আমার সকল টিউন স্থগিত ও টিউনারশীপ স্থগিত করা সহ যে কোন ব্যবস্হা গ্রহণ করতে পারবে।
  • Post In এ জানান সিলেক্ট করুন।
  • ফর্মটি পূরণ করা হলে Post এ ক্লিক করুন।
  • ফর্মটি পূরণ করার পর কিছুটা এমন দেখা যাবে
আমি আমার মত করে ফর্মটি পূরণ করেছি।
আপনি যদি ফর্মটি সঠিকভাবে পূরণ করে Post এ ক্লিক করার পর অপেক্ষা করেন তাহলে কয়েক ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলে দিবে। আমার অ্যাকাউন্ট মাত্র ৩ ঘণ্টার মধ্যেই খুলে দিয়েছে।
আশা করি টিউন পরে আপনাদের উপকার হবে। কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। ভাল কিংবা খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন

Level 0

আমি মোহাম্মাদ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মাদ শুভ। নতুন নতুন জিনিস জানতে চাই এবং অন্যকে জানাতে চাই কিন্তু বেশি কিছুই জানি না। আমার ১৪ বছর বয়সে আমার ব্লগিং শুরু করলাম। আমার ব্লগঃ http://MuhammadShuvo.blogspot.com সময় পেলে ঘুরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai deikhn eta lekhar karone abr block na koira dei

ব্লক থেকে উইঠাই আবার আজাইরা টিউন।
এটা নিয়ে টিউন করা আর কম্পিউটার চালু করার পদ্ধতি নিয়ে টিউন করা একই কথা 🙁

    @জাবেদ ভূঁইয়া: অনেকের জন্য এই টিউন সোনার হরিন। এভাবে একটা টিউন কে অপমান কেন করেন?
    আপনার কাজে না লাগতে পারে, কিন্তু অন্য কারও লাগবে না এটা আমরা বলব কিভাবে?
    এই সম্পর্কিত অনেক জিজ্ঞাসা আসে টেকটিউনসে।
    অনেক সুন্দর টিউন ভাই,
    Welcome ব্যাক।

    জাবেদ ভাই, আপনি কিছু মনে নিয়েন না,
    নতুনদের উৎসাহ তো দিবেন।
    <3

      @আই,টি সরদার:
      যেকারণে টিউনটির সাথে একমত নই ।
      ১. টেকটিউনে সজিপ্রতে এ বিষয়ে বিস্তারিত লেখা আছে ।
      সেটা অনেকে নাও জানতে পারে ।
      ২. যে ব্যক্তি ব্যান হয়েছে তার ড্যাসবোর্ডে বড় বড় হরফে লাল কালার দিয়ে বিশেষ বিশেষ অংশ হাইলাইট করে দেয়া আছে ।
      সেটাও চোখে না পড়তে পারে ধরলাম ।
      ৩. টিউনটার উদ্দেশ্য কি আদৌ নতুনদের হেল্প করা ?
      আপনি সন্মানিত টিউনার ,আমার বড় ভাই তুল্য তাই তর্কে যেতে চাইনা। একটু টিউনটা পড়ে দেখুন । এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওনার সাইটের বিজ্ঞাপন। অপরিমিত তথ্যের এই টিউনটি ব্যান সদস্যদের কি কাজে লাগবে বুঝলাম না ভাই।

        @জাবেদ ভূঁইয়া: ভাই, ধন্যবাদ। যদি স্প্যাম হয়, তাহলে আপনি ঠিক আছেন। এটা টিউনআরের প্রথম টিউন তো এজন্য বলছি।

        যাই হোক টেকটিউনস শেখার জায়গা, আমরা এক সঙ্গে শিখবো, কি বলেন?

      @আই,টি সরদার: আপনার টিউমেন্ট এর জন্য ধন্যবাদ

    @জাবেদ ভূঁইয়া: ভাইয়া আমি তো লিখেই দিলাম যে যারা জানে না তাদের জন্য

    @জাবেদ ভূঁইয়া: ভাই মধ্য রাতে চরম ভাবে হাসলাম।

Level New

thanks a lot

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

ভাল হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো হয়েছে । অসংখ্য ধন্যবাদ। এতো রাতে হিডেন ফিচার ধরিয়ে দেওয়ার জন্য । ভবিষ্যতে কাজে লাগতে পারে।

ধন্যবাদ জারা জানে না তাদের সত্যি অনেক উপোকারে আসবে…।

একবার বাঁশ খাইয়া আবেদন দিয়ে টিউনারশিপ ফেরত পাইছেন ভালো কথা।সুন্দর মত টিউন দিয়েন এর পর থেকে তবে আবার এমন সব লিঙ্কস দিতে যাইয়েন না যে দ্বিতীয় বারের মত ব্যান খাওয়া লাগবে।তখন যতই আবেদন করেন কাজ হবেনা।সব তো রেকর্ড করা।good luck to you……

    @dip mazumder: ধন্যবাদ পরের বার থেকে খেয়াল রাখবো আর দয়া করে বাঁশ টাইপ এর কমেন্ট করবেন না।

bhi apnake onek onek thanks ami amar TT account ta fere paise……$$$$

    @TrueTips24.Com: আপনাকেও ধন্যবাদ। আশা করি পরেরবার থেকে টেকটিউনস নীতিমালা মেনে টিউন করবেন।