IDM এর একটা গুরুত্বপূর্ণ টিপস্। আশা করি আপনার কাজে আসবেই!!

সবাই কেমন আছেন ।আশা করছি ভালই আছেন।কিছুদিন দিন হয়ে গেল টেকটিউনসে কোন পোষ্ট দেওয়া হয়ে উঠেনি।আজ একটু সময় পেলাম তাই টিউনটি লিখলাম।টিউনটি কিন্তু শুধুমাত্র IDM ব্যবহারকারীর জন্য৷যাই হোক এবার আসি মূল আলোচনাই।অনেক সময় অনেক ফাইলই কিন্তু IDM দিয়ে ডাউনলোড করা যায় না।অন্যতম একটি উদাহারণ দিই,ধরুন আপনি যদি এন্ড্রোয়েডের কোন ফাইল IDM দিয়ে ডাউনলোড করতে যান তাহলে কিন্তু IDM দিয়ে কোন সময়ই তা  ডাউনলোড হবে না। কারন আই.ডি.এম এর File Types এর মধ্যে এটি ডিগলিয়ার করা নাই।বাট আপনি যদি এই টিপস্‌টি ব্যবহার করলে,এন্ড্রোয়েডের ফাইল ছাড়াও অন্য সব এক্সটেনশনের ফাইলই ও ডাউনলোড করতে পারবেন যেসব আগে idm দিয়ে ডাউনলোড করতে পারেননি।

ধাপ ১:

IDM রান করার পর Downloads থেকে চলে যান Options এ। ঠিক নিচের দেখানো ছবির মত৷

ধাপ ২:

এবার যে মেনুবারটি আসল ওখানে থেকে File types ট্যবটি সিলেক্ট করুন।এবার যেখান লেখা আছে Automatically start  downloading the following file types এর নিচে যে বক্স আছে তার নিচে মাউসের কারর্সাস দিয়ে একটা ক্লিক করুন।এরপর একটা স্পেস দিয়ে আপনার ফাইলের এক্সটেনশনের নামটা লিখে দেন। যেমন ধরুন আমি লিখেছি APK আপনারা আপনাদের ইছামত ফাইলের এক্সটেনশন লিখে দিবেন।

তাহলে যে এক্সটেনশনের নামটা লেখে দিয়েছেন সেটিই ডাউনলোড হবে। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।

কোন সমস্যা হলে জানাবেন। আর আমাকে ফেসবুকেও নক করতে পারেন: https://www.facebook.com/hasibur.rahmanbd

Level 0

আমি হাসিবুর (HR)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন। এই টিপসটা অনেক আগেই ব্যবহার করেছি। তবে এই এক্সটেনশনটা যোগ করা হয় নি। ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই টিউনটা পড়ার জন্য। 🙂

Level 0

thanks ! i badly needed it………

Thanks……….টিউনটা share korar jonno…………..

কোন ফাইলের এক্সটেনশন কী ডাউনলোডের আগে এটা বুঝবো কীভাবে। যেমন আপনি লিখেছেন APK , আর একটি কথা আমারা IDM দিয়ে ডাউনলোডের সময় অনেক ফাইল IDM দিয়ে ডাউনলোড না হয়ে ব্রাউজার দিয়ে ডাউনলোড হয় এই সমস্যা থেকে পরিত্রানের উপায় কী…? আশাকরি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন।

    @মাহমুদ কলি।: আপনি দেখবেন যেকোন ফাইল এর শেষে .exe .mp3 .msi ইত্যাদি থাকে তেমনি আপনি যে ফাইল চাইতেছেন সেটি ফাইলের নাম দেখে ওখানে লেখে দিন।

    আর একটি কথা আমারা IDM দিয়ে ডাউনলোডের সময় অনেক ফাইল IDM দিয়ে ডাউনলোড না হয়ে ব্রাউজার দিয়ে ডাউনলোড হয় এই সমস্যা থেকে পরিত্রানের উপায় কী…?
    টিউটোরিয়ালটি এই বিষয়ের ওপরের দেখান হয়েছে, যেভাবে করেছি সেভাবে আপনিও করেন। আশা করি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।

Level 0

ভাই idm দিয়া আমি ইউটিউব থেকে ১০৮০p ভিডিও ডাউনলোড করতে পারছি না । সমাদান চাই plz plz

    @sabbirkhan: YouTube এর সব ভিডিও 1080p এর হয় না। আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন হয়তবা সেটি 1080p এর নয় তাই IDM এর ডাউনলোড অপশনে শো করছে না। যেসব ১০৮০ পিক্সেল এর ভিডিও সেটি অবশ্যই সো করবে।

Level 0

downld link e right btn click kore “downld with idm” e click korlei idm diye dwnld hy

Level 0

আমি ল্যাপটপ থেকে IDM দিয়ে ডাউনলোড করতে পারছি না। কারো কাছে কি এর সমাধান আছে?