এক সময় টেপ ক্যাসেট এর জনপ্রিয়তাটা তুঙ্গে ছিল। কিন্তু প্রযুক্তি তো আর তুঙ্গে উঠে বসে থাকে না! দ্রুতগতিতে আরো তুঙ্গেই ধাবিত হতে থাকে। তারই ফলপ্রসু হিসেবে আমরা পাই সিডি ডিভিডি। এক পর্যায়ে প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসেছে আজ সেই টেপ রেকর্ডার। ঘরে ঘরে আজ ডিভিডি প্লেয়ার আর পিসি গ্রাস করে ফেলেছে এই টেপ কে। অনেকে কিন্তু আজও সেই টেপে রেকর্ড করা গানের ক্যাসেট তুলে রেখেছেন। হয়ত কোন একদিন প্রযুক্তি আসবে কনভার্ট করার।প্রযুক্তি কিন্তু চলে এসেছে, কিন্তু ইসলামপুরের মার্কেটে গিয়ে এই সব কনভার্সানের চার্য শুনলে চোখ কপালে না উঠে সরাসরি মাথায় উঠে যায়। অথচ কিন্তু সহজে এই দক্ষতা এবং কিছু টুল আমাদের হাতে থাকলে সেই কনভার্সনও আমরা সহজে করতে পারি।
আজ সেই প্রসেসটি নিয়েই কথা বলব টিউনার বন্ধুদের সাথে। আসুন তাহলে সেই প্রসেসটা দেখে নেয়া যাক -


এটি হচ্ছে সেই টুল যার সাহায্যে আপনার কনভার্সন প্রসেসটি এক্সিকিউট করানো হবে



প্রথমেই আপনাকে এই অডাসিটি ওপেন সোর্স ফ্রিওয়্যার টুলটি ডাউন করে ইন্সটল করে নিতে হবে।
এইবার আরসিএ জ্যাক টু বেবি প্ল্যাগ ক্যাসেট প্লেয়ারের আউটপুট থেকে পিসি অথবা ল্যাপটপের সাউন্ড কার্ডে কানেক্ট করতে হবে (লাইন ইন স্লটে)






আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 17 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 36 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
দারুন