Facebook মেইল নোটিফিকেশন বন্ধ করুন এখনই!

এমনও অনেক দিন গেছে যখন আমার মেইলবক্সে গিয়ে দেখি শত শত মেইল জমা হয়ে আছে, সবগুলোই facebook notification. আমার বন্ধুর অবস্থা আরো ভয়াবহ, তার মেইলের সংখ্যা প্রায় ২০০০ হাজার যার ৮০%  facebook notification

এখন আপনারই বলুন, এর কি কোন মানে হয়? অযথা নিজের মেইল বক্সে automated মেইল জমা করে ইনবক্স ভর্তি করা। এতগুলো মেইলের মধ্যে তো আপনি আসল মানুষের মেইলগুলাই খুজে পাবেন না। যারা এ পোস্ট পড়ছেন, তারা অনেকেই facebook এ খুব জনপ্রিয় এবং তাদের অহরহ বিভিন্ন নোটিফিকেশন আসে। ফলস্বরূপ facebook আপনাকে মেইল পাঠায় আর আজেবাজে এসব মেইলে একাউন্ট ফুল!!!

তাই আপনাদের প্রতি আমার উপদেশ, এসব notification mail দ্বারা একাউন্ট ভর্তি কইরেন না। এতগুলো মেইলের মধ্যে কোনটা যে মানুষের আর কোনটা যে facebook এর সেটা তো বোঝাই মুশকিল। আর তাই তো facebook ব্যবহারকারীদের জন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, কীভাবে এই notification বন্ধ করত হয়। তাহলে দেরি কিসের? এখনই দেখে নিন। আর হ্যাঁ, প্লিজ শেয়ার করুন। আমাকে ধন্যবাদ দেয়ার একমাত্র উপায় শেয়ার, শেয়ার, শেয়ার।

Youtube Link: http://youtu.be/ZGhfYyn5U1c  (HD)

ভিডিও HD তে দেখতে Youtube প্লেয়ারের Settings পরিবর্তন করে 720p নির্বাচন করুন।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank u vai owsome tricks ta deowar jonno.atodin ata niya jamelay chilam.

আমার মতে পার্সনোল ব্যবহার আইডি দিয়ে ফেসবুজ মেইল ব্যবহার করা উচিত নয়। পারলে নতুন জিমেল ব্যবহার করুন । জিমেল এই জন্য বলছি কারন জিমেল মেইল আসলে তা এস এস এস মাধ্যমে আপনি মোবাইলে নোটিপিকেশন পাবেন।