
বিসমিল্লাহর রাহমানির রাহিম
সবার দুয়া নিয়ে আজ আমি আপনাদের মাজে ২য় টিউন করবো । সবাই দুয়া করবেন আমি যেনো এই ভাবে আপনাদের পাশে থেকে টিউন করতে পারি ।
আজকের বিষয়ঃ তাল-মাত্রা-লয় এর বিবরণ (আজকে আমরা এই বিষয় জানবো)
১ তাল বলতে কি বুঝায় এবং সঙ্গীতের এর মাহাত্ন্য কি?
উঃ (ক) তাল অর্থ তালি । দুই হাতের আঘাত এর কারনে যে গীত, বাদ্য ও নৃতের বিশেষ বিশেষ স্থানের ঝোকগুলিকে বুঝানো হয় তাকে তাল বলে ।
(খ) ভাষা প্রসঙ্গে ঃ বিভিন্ন আর্থেও তাল-শব্দ ব্যভার করা হয় । যেমনঃ তালপাকানো, তাল সামলানো ইত্যাদি । আবার সঙ্গীতের ভাষায় - ঝাপতাল, একতাল, চৌতাল ইত্যাদি । কয়েক প্রকার তালের নামঃ প্রথম তাল, দিতীয় তাল, তৃতীয় তাল, ইত্যাদি বিভাগ জনিত তালাঘাতের নাম ।
২ মাত্রা কেকে বলে ?
উঃ (ক) মাত্রা অর্থ পরিমাপ । এই শব্দ টা বিভিন্ন ষেত্রে ব্যাবহার হয় । যেমনঃ ঔষধের পরিমাপ , গতির পরিমাপ , তাপের পরিমাপ ইত্যাদি পরিমাপ ।
(খ) সঙ্গীতের ক্ষেত্রে মাত্রা বলতে কাল বা সময়ের পরিমাণকে বুঝাই ।
৩ লয় কাকে বলতে কি বুঝায়, কাকে বলে এবং কয় প্রকার ?
উঃ(ক) গীত, বাদ্য ও নৃত্য একত্রে আথবা পৃথকরুপে নিষ্পন্ন হতে যে একটি বিশেষ গতির প্রয়োজন, তাকেই সঙ্গতের ভাষায় লয় বলে ।
(খ) লয় তিন প্রকারঃ যথাঃ- বিলম্বিত-লয়, মধ্য-লয়, দ্রুত-লয়
৪ উদারন সুরুপ বিলম্বিত-লয়, মধ্য-লয়, দ্রুত-লয় । যথা----
উঃ(ক) বিলম্বিত-লয়ঃ সা-া-রা-া-গা-া-মা-া-পা-া-ধা-না-া-সা-া---১৬
(খ) মধ্য-লয়ঃ সা রা গা মা না ধা না র্সা =৮
(গ) দ্রুত-লয়ঃ সরা গমা পধা নর্সা =৪
৫ সঙ্গীত কয় প্রকারতালের প্রচলন ?
(ক) এদেশের য়ে কয়েকটি তাল সাধারণ রুপে প্রচলিত, নিচে তাদের নাম দেওয়া হল । যথাঃ--
দাদ্রা, কাহারবা, ত্রিতাল, তিলোয়ালা, ঝুমরা, একতাল, ঝাপতাল, চৌতাল, আড়া চৌতাল, ধামার তেওরা, পশতু, রুপক, ঝৎ, সিতারখানী ইত্যাদি
বিঃ দ্রঃ উপরের তালগুল অঙ্গ নিবিশেষে ধ্রুপদ, খেয়াল ও হালকা অঙ্গের গান-বাঞ্জনায় ব্যবহ্যত হয়ে থাকে ।
৬ প্রাথমিক শিষায় কি কি তাল শিক্ষণীয় ?
উঃ প্রাথমিক শিক্ষায়= দাদার, কাহারবা, তেওরা, রুপক, ত্রিতাল, ঝাপতাল, তালগুলি শিক্ষনীয় ।
আজ এই পর্যন্ত অন্য দিন অন্য কনো পার্ট নিয়ে দেখা হবে । কেউ ভুল বুঝবেন না । ভুল হলে মাফ করে দিবেন ।
সবাই কে আমন্তন বাংলাই নতুন অনলাইন রেডিওঃ আজব!!!রেডিও.কম
ভালো লাগলে মনে করে একটু শুনে যাবেন আমাদের রেডিও আজব!!!রেডিও.কম
আল্লাহ হাফেজ
আমি Sohag.hossian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ