চলুন একটু সময় করে সা রে গা মা শিখি (পার্ট-2)

বিসমিল্লাহর রাহমানির রাহিম

সবার দুয়া নিয়ে আজ আমি আপনাদের মাজে ২য় টিউন করবো । সবাই দুয়া করবেন আমি যেনো এই ভাবে আপনাদের পাশে থেকে টিউন করতে পারি ।

আজকের বিষয়ঃ তাল-মাত্রা-লয় এর বিবরণ (আজকে আমরা এই বিষয় জানবো)

১   তাল বলতে কি বুঝায় এবং সঙ্গীতের এর মাহাত্ন্য কি?

উঃ (ক) তাল অর্থ তালি । দুই হাতের আঘাত এর কারনে যে গীত, বাদ্য ও নৃতের বিশেষ বিশেষ স্থানের ঝোকগুলিকে বুঝানো হয় তাকে তাল বলে ।

(খ)  ভাষা প্রসঙ্গে ঃ বিভিন্ন আর্থেও তাল-শব্দ ব্যভার করা হয় । যেমনঃ তালপাকানো, তাল সামলানো ইত্যাদি । আবার সঙ্গীতের  ভাষায় - ঝাপতাল, একতাল, চৌতাল ইত্যাদি । কয়েক প্রকার তালের নামঃ প্রথম তাল, দিতীয় তাল, তৃতীয় তাল, ইত্যাদি বিভাগ জনিত তালাঘাতের নাম ।

২ মাত্রা কেকে বলে ?

উঃ (ক) মাত্রা অর্থ পরিমাপ । এই শব্দ টা বিভিন্ন ষেত্রে ব্যাবহার হয় । যেমনঃ ঔষধের পরিমাপ , গতির পরিমাপ , তাপের পরিমাপ ইত্যাদি পরিমাপ  ।

(খ) সঙ্গীতের ক্ষেত্রে মাত্রা বলতে কাল বা সময়ের পরিমাণকে বুঝাই ।

৩ লয় কাকে বলতে কি বুঝায়, কাকে বলে এবং কয় প্রকার ?

উঃ(ক) গীত, বাদ্য ও নৃত্য একত্রে আথবা পৃথকরুপে নিষ্পন্ন হতে যে একটি বিশেষ গতির প্রয়োজন, তাকেই সঙ্গতের ভাষায় লয় বলে ।

(খ) লয় তিন প্রকারঃ যথাঃ- বিলম্বিত-লয়, মধ্য-লয়, দ্রুত-লয়

৪ উদারন সুরুপ  বিলম্বিত-লয়, মধ্য-লয়, দ্রুত-লয় । যথা----

উঃ(ক) বিলম্বিত-লয়ঃ সা-া-রা-া-গা-া-মা-া-পা-া-ধা-না-া-সা-া---১৬

(খ) মধ্য-লয়ঃ সা রা গা মা না ধা না র্সা =৮

(গ) দ্রুত-লয়ঃ সরা গমা পধা নর্সা =৪

৫ সঙ্গীত কয় প্রকারতালের প্রচলন ?

(ক) এদেশের য়ে কয়েকটি তাল সাধারণ রুপে প্রচলিত, নিচে তাদের নাম দেওয়া হল । যথাঃ--

দাদ্রা, কাহারবা, ত্রিতাল, তিলোয়ালা, ঝুমরা, একতাল, ঝাপতাল, চৌতাল, আড়া চৌতাল, ধামার তেওরা, পশতু, রুপক, ঝৎ, সিতারখানী ইত্যাদি

বিঃ দ্রঃ উপরের তালগুল অঙ্গ নিবিশেষে ধ্রুপদ, খেয়াল ও হালকা অঙ্গের গান-বাঞ্জনায় ব্যবহ্যত হয়ে থাকে ।

৬ প্রাথমিক শিষায় কি কি তাল শিক্ষণীয় ?

উঃ প্রাথমিক শিক্ষায়= দাদার, কাহারবা, তেওরা, রুপক, ত্রিতাল, ঝাপতাল, তালগুলি শিক্ষনীয় ।

আজ এই পর্যন্ত অন্য দিন অন্য কনো পার্ট নিয়ে দেখা হবে । কেউ ভুল বুঝবেন না । ভুল হলে মাফ করে দিবেন ।

সবাই কে আমন্তন বাংলাই নতুন অনলাইন রেডিওঃ আজব!!!রেডিও.কম

ভালো লাগলে মনে করে একটু শুনে যাবেন আমাদের রেডিও আজব!!!রেডিও.কম

আল্লাহ হাফেজ

Level 0

আমি Sohag.hossian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

ভাই এইটা কি সা রা গা মা শেখার site? খুবই বিরক্ত হলাম tune টা দেখে । admin দের কাছে অনুরোধ থাকবে এই type এর tune remove করার জন্য ।

ভাই, দয়া করে ক্ষ্যামা দেন। আপনারকে এই কথাটা বলার অনেকগুলো কারণ আছেঃ
১. এই ব্লগটা সঙ্গীত শিক্ষার জন্য নয়। এর নামের মধ্যেই “টেক” লিখা আছে, তাই টেকনোলজিকাল টিউনই এখানে গ্রহণযোগ্য।
২. আপনি এখানে এগুলো বাংলা ভাষা ব্যবহার করতেছেন নাকি আপনার নতুন আবিষ্কৃত কোন ভাষা?? দয়া করে আগে সঠিকভাবে বাংলা লিখতে শিখুন, তারপর টিউন করুন। কারণ আপনার লিখার ভুলে টিউনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আপনি নিজেই একবার পড়ে দেখুন, লেখক হিসেবে নয়, পাঠক হিসেবে। তাহলে বুঝবেন আপনি কি লিখছেন আর আমরা কি পড়ছি।
৩. উপরের ২টা কারণ শুধুমাত্র কথার কথা। আপনাকে আমি মূল যে কথাটা বলতে চাইছি তা হলোঃ “ভাই, আগে নিজে শিখে আসেন, তারপর অন্যদের শেখান।”
ক) আপনার আজকের টিউনের প্রথম লাইনটাই তো মহা ভুল। “তাল মানে তালি”- কোন মহান সঙ্গীতজ্ঞ আপনাকে এই কথা বলেছেন? নাকি আপনি নিজেই এটা বানিয়ে নিয়েছেন?
খ) আপনি টিউনে উল্লেখ করেছেন “প্রথম তাল, দিতীয় তাল, তৃতীয় তাল, ইত্যাদি বিভাগ জনিত তালাঘাতের নাম ।”
ভাই, আপনি কোন গুরুর কাছে এই প্রকার তাল শিক্ষা লাভ করিয়াছেন? আমি কি দয়া করিয়া জানিতে পারি? আমিও গিয়ে একটু জ্ঞান লাভ করে আসি!!!
গ) “গীত, বাদ্য ও নৃত্য একত্রে আথবা পৃথকরুপে নিষ্পন্ন হতে যে একটি বিশেষ গতির প্রয়োজন, তাকেই সঙ্গতের ভাষায় লয় বলে ।”- ভাই, ও ভাই, আপনি কি “সঙ্গীত” আর “সঙ্গত” এর পার্থক্য বোঝেন?? আপনি কি জানেন যে “সঙ্গীতের একটা মহামূল্যবান উপাদান হলো সঙ্গত”??? তাহলে আপনি কিভাবে এই কথাটা বললেন?
ঘ) বাংলাদেশে প্রচলিত তালগুলোর নামের মধ্যে আপনি এমন কিছু তালের কথা উল্লেখ করেছেন যার নাম আমি জীবনে এই প্রথমবার শুনিলাম। এই নিয়ে কিছু বলার নাই, কারণ আমি নিজেকে সবজান্তা মনে করি না। আমার জানার মধ্যে ঘাটতি থাকা অস্বাভাবিক না।
কিন্তু ভাই,আপনি লেখার মধ্যে এত বিভ্রান্তি সৃষ্টি করেন কেন?
• আপনি ৫(ক) তে তালের নামের মধ্যে লিখেছেন “দাদ্রা” আর ৬ এ লিখেছেন “দাদার”। ভাই, এই নামের কোন তাল আছে বলে তো মনে হয় না, যদি না আপনি নতুন সৃষ্টি করে থাকেন। প্রথমটা নাহয় মানা গেল যে “দাদরা” লিখতে গিয়ে ভুল করে “দাদ্রা” লিখেছেন। কিন্তু পরেরটা কি বলবেন?
• “ঝুমরা” নামে কোন তাল নাই, “ঝুমুর” আছে।
• “তিলওয়ালা” তাল নাই, “তিলওয়াড়া” আছে।
• আপনি লিখেছেন “প্রাথমিক শিক্ষায়= দাদার, কাহারবা, তেওরা, রুপক, ত্রিতাল, ঝাপতাল, তালগুলি শিক্ষনীয় ।” ভাইজান, আমাকে ক্ষমা করিবেন, কিন্তু না বলে পারছি না যে “তেওড়া, ঝাপতাল, রুপক” এই তালগুলি প্রাথমিক তো দূরে থাক, মাধ্যমিক শিক্ষাতেও কোন প্রয়োজন হয় না। শুধু শুধু আপনি মানুষের মাথা নষ্ট করতিছেন।
ঙ) ভাই, এভাবে টিউন করে গান শেখানো সম্ভব না। অসম্ভবের উপরে যদি কোন বেসম্ভব নামক কিছু থাকে, তাহলে বলব এটা একটা বেসম্ভব কাজ। কিছু সংজ্ঞা মুখস্ত করে শিল্পী হওয়া যায় না। কাজেই আপনি শুধু শুধু কষ্ট করতেছেন।

মূল কথা, আপনার প্রথম পোস্টটা সহ্য করা গেলেও এই পোস্টটা সহ্য করিতে পারিলাম না। ৯বছর ধরে গান করতেছি, কিন্তু এই পোস্টে আপনি যা বলছেন, এমন আজগুবি কথা এই প্রথমবার শুনলাম। তাই প্রতিবাদ না করে পারলাম না।

শেষবেলা আপনার জন্য একটা উপদেশঃ টিউন পাবলিশ করার আগে দয়া করে, আবার বলতেছি, “দয়া করে” নিজে একবার পড়ে দেখবেন। আপনার লেখার মধ্যে বানানের যে অবস্থা, একবার পড়ে দেখলে এর আরো উন্নতি হবে।