নিজের পছন্দমত ছবি দিয়ে সাজান USB Drive এর Background

আমরা প্রায় সকলেই USB Drive ব্যবহার করি।কিন্তু আমরা অতি সহজেই এসব  USB Drive এর background এ নিজের পছন্দমত ছবি দিতে পারি। এছাড়াও এতে কোন Folder এর Icon নিজের পছন্দমত দিতে পারি।আর এজন্য আমাদের প্রয়োজন হবে USB Personalizer নামক 3.56 MB এর একটি Portable Software। যা download করা যাবে এই লিংক হতে

usb2

USB Personalizer Icon এ Double click করার পর  Software টি চালু হবে।এখন Drive লেখা Box এ যে Drive এর background পরিবর্তন করতে চাই তা select করে দিতে হবে।এরপর নিচের Root Menu তে click করে Icon এবং background select করে দিতে হবে।ইচ্ছে করলে নিচের Text color Menu থেকে পছন্দমত Text color দিতে পারেন।এবার ডান পাশ্বের টিক চিহ্নে click করতে হবে।ব্যস হয়ে গেল আপনার পছন্দমত USB এর background।

usb1

এছাড়াও আপনি Folder Menu হতে একইভাবে Folder এর background এবং Icon পরিবর্তন করতে পারবেন।এর File Menu হতে Drive এ অবস্থিত সকল ফাইল দেখতে পাবেন। শুধু তাই নয় এর মাধ্যমে বিভিন্ন Hidden File দেখতে পারবেন, যার মাধ্যমে আপনারা Auto run virus সহ বিভিন্ন virus delete করতে পারবেন। উপরের Skin Mode হতে বিভিন্ন ধরনের Skin select করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।

বি:দ্র: software টি চালাতে Computer এ .Net Framework Install থাকতে হবে।

Level New

আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ খালেদ ভাই, আমি এই রকম একটি সফট খুজছিলাম..