ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল [পর্ব-১২] :: একাউন্ট ইনফরমেশন

ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল

একাউন্ট ইনফরমেশন এর মধ্যে লিস্ট একাউন্ট , লিস্ট পার্ক ডোমেইন, লিস্ট সাব ডোমেইন লিস্ট, সাসপেন্ড একাউন্ট লিস্ট,  সার্চ একাউন্ট , ব্যান্ডউইথ এর কতটুকু ব্যবহৃত হয়েছে সব দেখায়।

information
লিস্ট একাউন্টঃ এখানে নির্দিষ্ট WHM এ হোস্টকৃত সাইটের লিস্ট থাকবে। List accounts এ ক্লিক করলে নিচের ছবির মত একটা তালিকা পাবেন।

পার্ককৃত ডোমেইন লিস্ট : List Parked Domains  এ ক্লিক করলে পার্ককৃত ডোমেইনের তালিকা আসবে
সাব ডোমেইন লিস্ট: List Subdomains এ ক্লিক করলে সকল সাবডোমেইনের তালিকা আসবে।

subdomains
সাসপেন্ড সাইটের লিস্টঃ List Suspended Accounts এ ক্লিক করলে সাসপেন্ড সাইটের তালিকা দেখাবে।

suspend site

অ্যাকাউন্ট সার্চ করাঃ এখান থেকে একাউন্ট সার্চ করা যাবে।
ব্যবহৃত ব্যান্ডউইথ এর পরিমাণঃ কোন সাইট কতটুকু ব্যান্ডউইথ খরচ করল সেটার পরিমাণ দেখাবে।

view bandwidth

কোন সাইট যদি লিমিট ক্রস করে তাহলে সেটার ব্যাকগ্রাউন্ড লাল কালিতে দেখাবে।

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস