
আসসালামুয়ালাইকুম।কেমন আছেন।
হইত টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজ কি লিখবো।আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারকে দ্রুতগামী করা যাই।
তাহলে আর কথা না বাড়িয়ে কাজে লেগে পরেন।
আপনারা চাইলে আমার পূর্বের পোস্ট দেখতে পারেন।
পোস্টের প্রথমে আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই।
নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচাইতে লঘু শাস্তি প্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এই যে, তার দুই পায়ের তালুর নিচে আগুনের দু’টি অংগার রাখা হবে এবং তাতে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। সে মনে করবে, তার চাইতে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি। অথচ সে-ই জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা শাস্তিপ্রাপ্ত।
_____________________________
[أخرجه : البخاري 8/144 ( 6562 ) ، ومسلم 1/135 ( 213 ) ( 363 )و( 364 )]
[বুখারী: 8/144 ( ৬৫৬২ ), মুসলিম: 1/135 ( ২১৩ ) ( 363 ) ও ( 364 )]
তাহলে আল্লাহ্র নাম নিয়ে শুরু করা যাক।
এইটা বিশেষ করে আপনার WINDOWS 7 এর জন্য প্রযোজ্য।

আপনার কম্পিউটারের ভিসুয়েল এফেক্ট কমিয়ে পারফরম্যান্স বাড়ানো যায়।ভিসুয়েল এফেক্ট কমাতে নিচের দেখানো মত করে কাজ করুন।
১)আপনার COMPUTER এর PROPERTIES এ ক্লিক করুন | তারপর বাম পাশ থেকে ADVANCED SYSTEM SETTING এ ক্লিক করুন।তারপর ADVANCED ট্যাব থেকে PERFORMANCE এর SETTING এ ক্লিক করুন।
২)তারপর VISUAL EFFECTS ট্যাব থেকে চাইলে আপনি সব আনচেক করতে পারেন। অথবা চাইলে ADJUST FOR BEST PERFORMANCE এ ক্লিক করতে পারেন।আপনি চাইলে শেষের ৪টি ছাড়া আর সব আনচেক করতে পারেন।
৩)তারপর APPLY করে SAVE করতে পারেন।
১) প্রথমে আপনার স্টার্ট মেনুতে জান তারপর mmsys.cpl টাইপ করে ENTER মারুন।
২)তারপর SOUNDS ট্যাব এ ক্লিক করুন।
৩)তারপর SOUND SCHEME এ NO SOUNDS এ ক্লিক করুন।
৪)আপনি চাইলে Play Windows Startup sound আনচেক করতে পারেন।
৫)তারপর APPLY করে SAVE করতে পারেন।
১) স্টার্ট মেনু থেকে msconfig সার্চ করে ওপেন করুন।
২)তারপর STARTUP ট্যাবে যান।
৩)তারপর আপনার যা যা লাগবে না টা আনচেক করুন।
৪)তারপর APPLY করে SAVE করতে পারেন।
১)এইখানে যান Start > All Programs > Accessories > System Tools > Disk Cleanup
২)তারপর Clean up system files এ ক্লিক করে পরিস্কার করুন আপনার পিসি।
১)এইখানে যান Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter
২)তারপর আপনি ড্রাইভ সিলেক্ট করে Analyze disk এ ক্লিক করুন।
৩)তারপর হয়ে গেলে Defragment disk এ ক্লিক করুন।
৪)তারপর CLOSE করে দিন।
ইনশাআল্লাহ্ এই পদ্যটি আপনার কাজে লাগবে।
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks bhai,,,,,plzzz 1 subject a amk help korben?
amr pc sudenly shutdown hoy,,,,plzz ai subject a aktu help koren…
[email protected]…..aita amr email…..