ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল [পর্ব-০৭] :: একাউন্ট সাসপেন্ড আনসাসপেন্ড করা

ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল

একাউন্ট সাসপেন্ড করা মানে হল সাইটটি সাময়িকভাবে অচল রাখা। সাসপেন্ড করলে সাইট দেখা যায়না। সিপ্যানেল WHM এ ও লগিন করা যাবেনা। অর্থাৎ কার্যক্রম সব স্থগিত থাকবে।
বিভিন্ন কারণে একাউন্ট সাসপেন্ড করার প্রয়োজন পরে। এসকল সাসপেন্ড সাইটকে আবার সচল করার জন্য আনসাসপেন্ড করার প্রয়োজন পরে।
যেভাবে সাইট সাসপেন্ড করতে হয়-
Account Functions>Manage Account Suspension এ গিয়ে যে সাইট সাসপেন্ড করতে হবে সেটি সিলেক্ট করে Suspend বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবির মত-


সাসপেন্ড সাইটগুলো লাল রঙের দেখাবে লিস্ট এ-

suspend site list

Account Functions>Manage Account Suspension এ গিয়ে যে সাইট সাসপেন্ড করতে হবে সেটি সিলেক্ট করে unsuspend বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবির মত-

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!