পাসওয়ার্ড পরিবর্তন অনেক গুরুত্বপূর্ন একটি কাজ। কেননা সময়ে-অসময়ে বিভিন্ন কারণে সিপ্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন পড়ে।
পাসওয়ার্ড মডিফিকেশন থেকে প্রথমে যে সি প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে সেই ডোমেইনটি সিলেক্ট করতে হবে নিচের ছবির মত করে।
তারপর পাসওয়ার্ড এ পাসওয়ার্ডটি বসাতে হবে । নিচে এগেইন পাসওয়ার্ডে আবার নির্দিষ্ট পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি কেমন শক্তিশালী তা নিচে দেখাবে।
অথবা চাইলে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করে পাসওয়ার্ড বসানো যাবে।
Password Generator এ ক্লিক করলে নিচের মত টেক্সট আসবে।
তখন পাসওয়ার্ডটি কপি করে নিয়ে তা I have copied this password in a safe place এর সামনের চেক বক্সে চেক দিলেই পাসওয়ার্ডটি Password এবং Password again এ শো করবে ।
এবার Change Password এ ক্লিক করতে হবে।
নিচের মত টেক্সট আসবে। তাহলে বুঝা যাবে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
lerning priod a asi gain korbo ki na jani na………