ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল [পর্ব-০৪] :: সি-প্যানেল একাউন্ট তৈরি করা

ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল

নতুন সিপ্যানেল তৈরি করতে হলে Account Function এ ক্লিক করতে হবে।নিচের ছবির মত পেজ আসবে-

Create a New Account এ ক্লিক করতে হবে। নিচের মত ছবি আসবে-


Domain Information এর নিচের অংশে যা থাকবে-
Domain: এখানে যে ডোমেইন এর জন্য সিপ্যানেল তৈরি করতে হবে তার নেম দিতে হবে।
যেমন-tutorial.com (ছবিতে)
Usernameঃ ইউজারনেম নিজে নিজে তৈরি হবে।
Passwordঃ পাসওয়ার্ড দিতে হবে
Re-type Passwordঃ পুনরায় পাসওয়ার্ড দিতে হবে।
Strengthঃ  এখানে দেখাবে পাসওয়ার্ড কেমন শক্তিশালী হয়েছে। এখানে উল্লেখ্য, সিপ্যানেল পাসওয়ার্ড অবশ্যই কঠিন করে দেওয়া উচিত।
চাইলে পাসওয়ার্ড জেনারেটর ও ব্যবহার করা যাবে password generator থেকে।

Emailঃ ইমেইলে সিপ্যানেল ওনারের নাম দিতে হবে।
যেমন- আমি দিলাম [email protected]
এখানে ইনফরমেশন অংশ শেষ এর নিচে থাকবে প্যাকেজ।
Packageঃ প্যাকেজ এর তালিকা থেকে কোন প্যাকেজ দিব তা সিলেক্ট করে দিতে হবে।

এর নিচে একাউন্ট তৈরি করার মত কেমন রিসোর্স আপনার  রিসেলারে রয়েছে তার তালিকা দেখাবে।
Account Creation Resource Informationএ যা থাকবেঃ
Account Limitsঃ এখানে Disk Space কতটুকু এর মধ্যে ব্যবহার হয়েছে এবং আর কতটুকু বাকি তা দেখানো হয়েছে। Bandwidth তে ব্যান্ডউইথ এর পরিমান দেখায়।

নিচের ছবিতে দেখানো হয়েছে , রিসেলারটির ডিস্ক স্পেস এবং ব্যান্ডউইথের ব্যবহারের পরিমাণ। ছবিতে ৫০০০০ ডিস্ক স্পেস থেকে ১৮৭৯৮.৭৪ ব্যবহার হয়েছে।


Accounts Limits Based on Resourcesঃ এখানে কোন প্যাকেজে কেমন স্পেস ব্যবহৃত হয়েছে তা দেখানো হয়েছে।

ছবিতে প্যাকেজগুলোর অবস্থা দেখানো হয়েছে।   বাম পাশে নির্দিষ্ট প্যাকেজের অধীনে কয়টি সিপ্যানেল তৈরি করা হয়েছে তা দেখায়। আর ডান পাশে আর কয়টি সিপ্যানেল তৈরি করা যাবে প্যাকেজটির  অধীনে তা দেখায়।

এর পর create বাটনে ক্লিক করতে হবে ।

এর পর নিচের মত তথ্য আসবে।

info of new account

অর্থাৎ একাউন্ট তৈরি হয়ে গেল।

যে তথ্যগুলো আসবে তার মাঝের New Account Info (ছবিতে লাল বক্স করা) অংশটা কপি করে তা সিপ্যানেল ওনারকে অর্থাৎ আপনার নির্দিষ্ট গ্রাহকটিকে মেইল করে দিতে হবে।

পোস্ট লিখেছেন-  নিলুফার ইয়াসমিন।

একই সাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডিতে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার সহজবোধ্য উপস্থাপনা সত্যিই অসাধারন…।

Level 0

আত সুন্দর টিউটরিয়াল জন্য ধন্যবাদ । কিন্তু আপনাদের টিউটরিয়াল এর ত কোন ছবি show করতেছে না । আমি এ জন্য Tunerpage এ ও গিলাম সেই খানেও একি অবস্থা । please আপনাদের Toturial post image গুলা যদি ঠিক করতেন খুবি help হত । আপনাদের whm Toturial টি দেখার জন্য অপেক্ষা থাকলাম । দয়া করে খুব সিগরই ঠিক করবে এই আসা ব্যাক্ত করছি ।

ধন্যবাদ ।

আপনাদের টিউটরিয়াল এর ত কোন ছবি show করতেছে না