মাঝে মাঝে প্যাকেজ এডিট করার প্রয়োজন পরে। তখন যেভাবে প্যাকেজ এডিট করতে হয় তার নিচে দেখানো হল।
প্যাকেজ এডিটঃ
কোন প্যাকেজ এডিট করতে হলে edit a package এ ক্লিক করতে হবে।
তারপর যে প্যাকেজটি এডিট করতে হবে সেটা সিলেক্ট করে Edit বাটনে ক্লিক করতে হবে।(নিচের ছবি)
Disk quota (MB)ঃএখান থেকে ডিস্ক স্পেস পরিবর্তন করা যাবে।
Monthly bandwidth(MB) ঃএখান থেকে ব্যান্ডউইথ পরিবর্তন করা যাবে।
Max FTP Accountsঃ কোন প্যাকেজের সিপ্যানেল থেকে FTP (ফাইল ট্রান্সফার পোটোকল) একাউন্ট কয়টা তৈরি করবে তার সংখ্যা বাড়াতে বা কমাতে চাইলে এখান থেকে করা যাবে।
Max Email Accountsঃ কোন প্যাকেজের সিপ্যানেল থেকে Email একাউন্ট কয়টা তৈরি করবে তার সংখ্যা বাড়াতে বা কমাতে চাইলে এখান থেকে করা যাবে।
একই রকমভাবে
Max Databases
Max Sub Domains
Max Parked Domains
Max Addon Domains
ও পরিবর্তন করা যাবে।
cPanel Themeঃ সিপ্যানেলের জন্য থিম পরিবর্তন করা যাবে ।
উল্লেখ্য কোন প্যাকেজ ইডিট করলে ঐ প্যাকেজের একাউন্টগুলোও প্যাকেজ অনুসারে আপডেট হয়ে যাবে।
কোন প্যাকেজ ডিলিট করতে হলে Delete a Package এ ক্লিক করতে হবে. তারপর প্যাকেজটি সিলেক্ট করে Delete বাটনে ক্লিক করতে হবে।(নিচের ছবি)
পোস্ট লিখেছেন নিলুফার ইয়াসমিন
একই সাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডিতে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
১.২৩ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।
১.১২ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।