কিছু অনলাইন টুলস । ওয়েব মাষ্টার এর জন্য

সবাই কেমন আছেন ??

আজ আপনাদের কে কিছু ওয়েব মাষ্টার  টুলস এর  সাথে পরিচয় করিয়ে দিব। জারা নতুন অনলাইন কাজ করতে আগ্রহী তাদের অনেক উপকারে আসবে।

১ আমরা অনেকে অনলআইন  কাজ  করি। অনেক সময় আমাদের HTML ফাইল চুরি করে অন্নরা ব্যবহার করে। জাতে কপি করার পর ও ব্যাবহার না করতে পারে তার জন্য আপনি আপনার কোড কে encrypt  করে রাখতে পারবেন। তার জন্য আপনি HTML encrypter ব্যবহার করতে পারন।

২ আমরা জারা  meta tag code  লিখতে সমস্যা হয় তারা মেটা ট্যাগ জেনারেটর ব্যাবহার করতে পারেন।

৩হেক্ক কালার কোড(hex color code) জেনারেট করতে পারবেন। অনেক সময় আমরা কালার কোড এর দরকার হয়। বিভিন্ন কাজে।

৪ আপনি আপনার HTML কোড কে  java script, php, perl  এ কনভার্ট করতে পারবেন।

৫ আমরা অনেক এ প্রাইভেসি পলিসি লিখতে জানি না। কিন্তু আপনি এই টুলস  এর মাদ্দমে আপনার সাইট আর জন্য প্রাইভেসি পলিসি জেনারেট করতে পারবেন।

৬ আপনি  চাচ্ছেন আপনার সাইট এ মিউজিক প্লেয়ার এর মাদম্মে গান বাজবে। আপনি  এই টুলস এর মাদম্মে আপনার সাইট এর জন্য গান চালাতে পারবেন।

৭. যারা নিউ এইচটিএমএল সম্পরকে জানে না। তারা এইচটিএমএল কোড এডিট করতে পারবেন এইচটিএমএল এডিটর এর মাদম্মে।

চলুন এক জলক দাখে নেই টুলস গুলো।  এইখানে ক্লিক করুন

আসলে এই টুলস গুলা নিউ যারা ওয়েব ডিজাইন শিখছেন। এবং যারা কাজ করছেন তাদের অনেক উপকার এ আসবে।

যদি ভালো লাগে থেঙ্কস দিতে ভুলবেন না  😛

Level 0

আমি game। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এত বানান ভুল হলে কি হয় ১৫ লাইনের টিউন এ?

    Level 0

    @swordfish: bhai ami bangla kokhono lakhi na.. khub kosto kore bangla lkahi,,, ami naijew jani onek banan vul.. ki r kora… kunta dile j oi keyword ta asbe khuje pai na 🙁

      Level 0

      @game: সময় নিয়ে টিউন করবেন। বানান ভুল থাকলে সেটা দৃষ্টিকটু লাগে। আশাকরি সামনের টিউনগুলোতে সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে 🙂

    Level 0

    @swordfish: Swordfish- ওরফে- মাহবুব ভাই, •একটু আগে আপনারও একটা পোস্টে ২-৩ টা বানান ভুল দেখে আসলাম!! একটা ভালো পোস্ট করছে, কোথায় একটু উৎসাহ দিবেন তা..না, ডায়রেক অপমান জনক কমেন্ট শুরু কইরা দিলেন!! (onnovabeo bolte parten)♫
    ——————————————————————————————————————-

      Level 0

      @halimrox: thanks buddy 🙂

      Level 0

      @halimrox: আমার টিউনে বানান ভুল খুবই কম হয়। সময় নিয়ে টিউন করলে কোন সমস্যা হয় না। দ্রুত টিউন লিখে রিভিউ না দিয়ে পাবলিশ করা হলে বানান ভুলের সম্ভাবনা থাকে বেশি। আর কোন টিউনে ভুল হয়েছে বানান একটু দেখিয়ে দেবেন। 😉 বাংলায় অনার্স মাস্টার্স করাই বৃথা হয়ে গেল আপনার কথা শুনে 😀

        Level 0

        @swordfish: @swordfish: ohh apni banglay hons, masters korate manus er ato vul khujen mone hosse *ermm* …. khikz dnt mind 😛

          Level 0

          @game: অযথা ভুল বলে কাউকে বিভ্রান্ত করার কোন ইচ্ছে নেই। আর নিজের টিউনে যাতে কোন ভুল না হয় সেই ব্যাপারে সব সময় সর্তক থাকি। টেকটিউনস এর মডারেটর হিসেবে সেই অধিকারটুকু আছে কাউকে ভুল ধরিয়ে দেওয়ার ব্যাপারে। যাতে করে পরবর্তী সময়ে তিনি সঠিক ভাবে টিউন করেন। ভুল বানানে এর জন্য কথা না শুনতে হয়।

Level 0

প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিস টা সেয়ার করার জন্য।যারা website এর কাজ করে site code চুরি না হওয়ার জন্য এটি খুব কাজে লাগবে।বানান ভুল আপনার হইছে তো কি হইছে আমরা সঠিক বুইঝা নিলেই হল।thanks that’s a lot to it………..

thanks

thanks thanks thanks

Level 0

thanks all 🙂

hm thank u