দেখে নিন কিছু ইংরেজী (IELTS, BBC JANALA, GRE, TOEFL)শেখার সাইট!!!

সবাই নিশ্চই ভাল আছেন। আজ পুরানো কিছু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ইন্‌শাল্লাহ!! আপনাদের ভাল লাগবে।

বর্তমান জীবনে পরালেখার পাশাপাশি অনেক কিছু জানতে হয়। আমরা বাংলা ভাষাভাষির মানুষ। তবে সকল ক্ষেত্রে এখন ইংরেজির ব্যবহার। তাই এখন ইংরেজিতে কথা বলতে, লিখতে বা বুঝতে না পারলে নিজেক অনেক ছোট মনে হয়। আবার অনেক কিছু হতে বঞ্চিত হতে হয়। এখন সকল ক্ষেত্রে ইংরেজির ব্যবহার। চাকরি ক্ষেত্রে, কম্পিউটারে, ইন্টারনেটে, ভার্সিটিতে, মোবাইলে ইত্যাদি। তাই আমাদের ইংরেজি জানা খুবই প্রয়োজন। বিশেষ করে যারা বাহিরে বা বিদেশে পড়ালেখা করতে চান, তাদের জন্য  তো ইংরেজী অপরিহার্য। তাই আমাদের দেশে অনেক ইংরেজী শিক্ষার প্রতিষ্ঠান আছে। যার মধ্যে IELTS, GRE, GMAT, TOEFL আরও অনেক। তবে এগুলো খুব  সহজ নয়। প্রাথমিক ভাবে সহজে শেখার জন্যও অনেক প্রতিষ্ঠান আছে। তাদের মধ্যে Sayfur's, FM ইত্যাদি। ইংরেজি শেখার বিভিন্ন সাইট ও বাংলাদেশে চালু আছে। সেগুলিই নিম্নে দেওয়া হল।

দেখে নিন এবং শিখতে থাকুন!!!

১. বি বি সি জানালা- যেখানে খুব সহজে ইংরেজী শিখতে পারবেন। এখানে দেখুন

২. ব্র্যাক এর ইংরেজী শেখার লিংক এখানে।

৩. IELTS -এর সব তথ্য পাবেন এখানে

৪. TOFEL-এর সব তথ্য পাবেন এখানে

কোন কিছু ভুল হলে মাফ করবেন। আজ এই পর্যন্তই।  আল্লাহ হাফেজ!!!

Level 0

আমি Golam Muhammad Sabbir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thaks but need speaking course tutorial.

need more specefic link on GRE.