ফটোসপে ইফেক্ট দিন মাত্র ৫ ধাপে!

এর আগে দেখিয়েছিলাম কিভাবে মাত্র তিন ধাপে ফটোসপে ইফেক্ট দেওয়া যায়। এখন দেখাব মাত্র ৫ ধাপে আপনি সহজেই কিভাবে আরেকটি ইফেক্ট দিতে পারেন।

তো আসুন শুরু করি। প্রথমে ফটোসপ ওপেন করে নতুন ফাইল নিন। একটু বড় মাপের নিন। হাই ডেফিনেশন ইমেজ তৈরি করব তো তাই।

তারপর Filter > Render > Clouds এ যান। পছন্দ না হলে Filter > Render > Difference Clouds এ যান। আপনার ইমেজ এমন হবে

তারপর কিবোর্ড থেকে Ctrl-L অথবা Image > Adjustments > Levels এ যান এখানে নিচের মত মান দিন

তারপর Filter > Stylize > Extrude এ যান। চিত্রের মত মান বসান

তারপর কিবোর্ড থেকে Ctrl-I চাপুন অথবা Image > Adjustments > Invert এ যান।

তারপর নতুন লেয়ার তৈরি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। Filter > Blur > Radial Blur এ যান এবং চিত্রের মত মান বসান

//
//

তারপর আমরা কুইক মাস্ক মুডে কাজ করব। এ অংশটি এনাবল করার জন্য লেয়ারের এই অংশে খেয়াল করুন। অথবা টুল বারের নিচে খেয়াল করে দেখাতে পারেন।

তারপর নতুন করা লেয়ারের উপরে Gradient tool প্রয়োগ করব প্রথমে চিত্রে দেখেনিন কোন গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে তারপর তার উপর অ্যাপ্লাই করুন

এরপর আমরা কালার ব্যালেন্স করব। এজন্য Image > Adjustments > Hue/Saturation এ গিয়ে চিত্রে দেখানে মান বসিয়ে ওকে করুন

তাহলে কিন্তু হয়ে গেল। তবে একটা ছোট্ট কাজ করুন। আপনার করা আজটি আরও ভাল লাগবে। লেয়ার অপশন থেকে আগের লেয়ারটি ওভালে করে দিন।

তাহলে আপনার ফাইনাল ইমেজ এমন হবে

সূত্র- আমার টিউটোরিয়াল ব্লগ

জুমলার টিউটোরিয়াল বাংলাতে দেখার জন্য এখানে দেখুন।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার টেকটিউনে শুধু আপনার টিউনগুলো পড়লেই মনে হয় যে এটা আমি নতুন জানলাম। ধন্যবাদ।

আমার খুব ইচ্ছা ফটোসপের কাজ শিখার এজন্য এগুলো মিস করি না।আপনাকে ধন্যবাদ-আরও চাই

আপনাকে ধন্যবাদ-আরও চাই

ধন্যবাদ।