যেভাবে ভালবাসাকে জীবন্ত করে তুলবেন!

টেকটিউনে আজ আমার ৫০ পোষ্টের পূর্তি হবে। তাই আজও একটা ফটোসপের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ পোষ্ট এর বিষয় বস্তু ভালবাসা জীবন্ত করে তোলা...............

আসুন ভালবাসা জীবন্ত করে তুলি। আসলে একটা ভালবাসা করতে পারি না তো তাই ফটোসপেই ভালবাসা জীবন্ত করে তুলতে চেষ্টা করি। তো আসুন দেখি কিভাবে একটা ভালবাসা জীবন্ত করা যায় দেখি। প্রথম অবস্থায় ভালবাসা থাকে এমন

আর আস্তে আস্তে ভালবাসা জীবন্ত করে তুললে ভালবাসা হবে এমন

তো আসুন দেখি কিভাবে ভালবাসা জীবন্ত করা যায়। প্রথমে আপনার প্রথম ভালবাসা অর্থাৎ প্রথম ইমেজ টা ফটোসপে ওপেন করুন। তারপর লেয়ার অপশন থেকে Bevel & Emboss এ ক্লিক করে চিত্রের মত মান বসান

তাহলে আপনার ভালবাসা এমন হবে (এটিকে ইমেজ নং-১ ধরুন) এটিকে সেভ করুন Love alive-1 নামে।

তারপর আবার লেয়ার অপশন থেকে Bevel & Emboss এ ক্লিক করে চিত্রের মত মান বসান

তাহলে আপনার ভালবাসা এমন হবে (এটিকে ইমেজ নং-২ ধরুন) এটিকে সেভ করুন Love alive-2 নামে।

তারপর আবার লেয়ার অপশন থেকে Bevel & Emboss এ ক্লিক করে চিত্রের মত মান বসান

তাহলে আপনার ভালবাসা এমন হবে (এটিকে ইমেজ নং-৩ ধরুন) এটিকে সেভ করুন Love alive-3 নামে।

//
//

তারপর আবার লেয়ার অপশন থেকে Bevel & Emboss এ ক্লিক করে একটু বেশী মান বসিয়ে এমন করুন। (এটিকে ইমেজ নং-৪) ধরুন। এটিকে সেভ করুন Love alive-4 নামে।

আপনার কাছে চারটি ইমেজ হয়েছে সেগুলো হল যথাক্রমে
Love alive-1
Love alive-2
Love alive-3
Love alive-4

তারপর Love alive-3 এর আরেকটি কপি করুন নাম দিন Love alive-5 এবং Love alive-2 এর আরেকটি কপি করুন নাম দিন Love alive-6

অর্থাৎ আপনার কাছে এখন ভালবাসার ছয়টি কপি আছে। (হৃদয় ভেঙ্গে ছয়কুটি হয়েছে :-P )

এই ছয়টি ইমেজ অ্যাডোব ইমেজ রেডিতে ওপেন করুন। তারপর Love alive-1 এর উপর ক্লিক করে চিত্রের মত করে নতুন ফ্রেম নিন। এবং কিবোর্ড থেকে Ctrl+J চাপুন।

তারপর ফ্রেম-২ এর কনটেন্ট কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে ব্লক করে নিন। তারপর ফ্রেম ১ এর উপর পেষ্ট করুন। তারপর নতুন লেয়ার তৈরি করার জন্য Ctrl+J চাপুন। তারপর আবার নতুন ফ্রেম নিন। তারপর আবার ফ্রেম-৩ কনটেন্ট কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে ব্লক করে নিন। তারপর ফ্রেম ১ এর উপর পেষ্ট করুন। এভাবে ৬ নং ফ্রেম পর্যন্ত করুন। (এই অংশটুকু ভালকরে পড়ুন। না বুঝলে আবার পড়ুন)

তারপর টাইমিং করুন।

সবগুলো ০.১৫ সেকেন্ড করুন।

তারপর সেভ করার পালা

অ্যানিমেশনটি আপনি দুইভাবে সেভ করতে পারেন
১) জিফ ইমেজ হিসেবেঃ এজন্য File > Save Optimized As এ যান।
২) ফ্লাস অ্যানিমেশন হিসেবেঃ এজন্য File > Export>Macro media Flash SWF এ যান।

তাহলেই হয়ে যাবে

//
//

সূত্র- আমার ব্লগ(এরকম কিছু অ্যানিমেশন তৈরি করতে চান? তাহলে এখানে ক্লিক করুন

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোবাসার চমৎকার ও বিস্ময়কর ডিজিটাল রুপ। তবে ভালোবাসার মৌলিকত্ব যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায়। ধন্যবাদ রাসেল ওরফে ফটোশপ ভাইকে।

কি বলে ধন্যবাদ দিব ভাষায় খুজে পাচিছ না। এই ধরনের আরো লেখা চাই॥

Level 0

ধন্যবাদ…………………………………….