All in One Driver CD – ড্রাইভার সমস্যা থেকে চীর মুক্তি লাভ করুন

Computer চলে Hardware আর Software দুটি জিনীসের সমন্বয়ে। Hardware গুলো কাজ করে Driver নামের এক প্রকার সফটওয়ারের মাধ্যমে। প্রয়োজনীয় Driver এর অনুপস্থিতি বা সঠিক Driver এর অভাবে Hardware গুলো ১০০% সার্ভিস দেয় না। বিশেষ করে Chip Set Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver এ তিনটি Hardware Driver পিসিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই Motherboard Driver ছাড়া পিসি অচলই বলা যায়। কিন্তু অনেক সময় Motherboard এর Driver CD পাওয়া সম্ভব হয় না। বিশেষ করে পুরাতন PC তে Motherboard এর Driver CD হারিয়ে গেলে বিপাকে পড়তে হয় সবাইকে। এ অবস্থায় Windows 7 এ সমস্যা না হলেও এক্সপিতে ড্রাইভার সমস্যা থেকেই যায়। তাই এমন একটা Driver CD দরকার যা সব পিসিতে, সব Motherboard এ কাজ করবে। আজকে আমরা তেমন একটি AIO Driver CD (All in One Driver CD) তৈরি করবো যা যে কোন পিসিতে, যেকোন Motherboard এ Driver সমস্যার সমাধান দেবে। আর তা CD/DVD, Pendrive বা যেকোন জায়গায় রাখা যাবে, ব্যবহারও করা যাবে।

যা যা লাগবেঃ
কাজ করার জন্য আমাদের লাগবে DPs_BASE নামে একটি সফটওয়ার আর প্রয়োজনীয় Driver Packs। এর আগে আমরা Unattended Windows XP বা Windows XP Customize এর উপরে চেইন টিউন করেছিলাম। সেখানে Windows XP সিডিতে সব ধরনের Motherboard এর জন্য কিভাবে Driver সংযুক্ত করতে হয় তা দেখেছিলাম। ওখানে যে ড্রাইভারগুলো আমরা ব্যবহার করেছিলাম এখানেও সেই Driver Packs গুলোই ব্যবহার করবো। ঐ Driver Packs গুলো যাদের ডাউনলোড করা আছে তাদের নতুনভাবে ডাউনলোড করার দরকার নেই।
আমাদের ব্যবহৃত Driver Packs এর সবগুলো Driver কিন্তু Brand Driver নয়। কিছু Driver অভিজ্ঞ প্রোগ্রামারদের Customize করা। তাই এ ড্রাইভারগুলো Signing করা নয়। তাই বলে কিন্তু এ ড্রাইভারগুলোকে ভাইরাসের সন্দেহ করার দরকার নেই। DriverPacks.net হলো ড্রাইভার সমস্যার জন্য একমাত্র বিশ্বস্ত আর টপ চার্টে থাকা ওয়েব সাইট। তারপরও কারো কোন সন্দেহ থাকলে স্ক্যান করে নিতে পারেন।

ডাউনলোঃ
Driver Packs গুলো Torrent File. তাই ডাউনলোড করার জন্য Torrent Downloader লাগবে। Torrent ফাইল কিভাবে ডাউনলোড করতে হয় তার জন্য আমার Torrent Download এর পোষ্টটি দেখুন। ডাউনলোড পেজে গিয়ে এক্সপি’র উপযোগী Driver Packs গুলো ডাউনলোড করুন। Desktop PC ’র জন্য Chipset Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver, LAN আর Laptop এর জন্য হলে WLAN, Mass Storage, CPU, HID (Human Interface Device) গুলোও ডাউনলোড করুন। এক্সপি সিডিতে কিভাবে ড্রাইভারগুলো এড করতে হয় তার জন্য আমার Windows XP সেটাপ দিন যেকোন ল্যাপটপে পোষ্টটি দেখতে পারেন।
Download: Driver Packs    DPs_BASE

১ম পদ্ধতি
কিভাবে তৈরি করবোঃ

আমি ধরে নিলাম আপনারা Driver Packs আর DPs_BASE দুটিই সংগ্রহ করেছেন। Driver Pack গুলো ডাউনলোড করার পর Rename করবেন না। যে নামেই আছে সেই নামেই রেখে দেবেন।

১। DPs_BASE সফটওয়ারটি ডাউনলোড করে কোন ফোল্ডারে রাখুন এবং আনজিপ করুন। আনজিপ করার পর মূল প্যাকটি ছাড়া বাকিগুলো নিচের চিত্রের মত দেখবেন।



২। ডাউনলোড করা Driver Packs গুলো DriverPacks নামের ফোল্ডারে কপি করুন (কালো তীর চিহ্নিত)Chipset Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver, LAN, WLAN, Mass Storage, CPU ছাড়া অন্য Driver Packs এড করতে চায়লে তা 3rd Party DriverPacks ফোল্ডারে রাখুন।

আমি নিচের ড্রাইভারগুলো এড করেছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় ড্রাইভারগুলো এখানে কপি করুন ।

৩। এবার DPs_BASE সফটওয়ারটি (কালো তীর চিহ্নিত) রান করুন।


চের চিত্রেরর মত আসবে। Next দিন।


৪। নিচের উইন্ডোটি আসা পর্যন্ত Next দিতে থাকুন  নিচের উইন্ডোটিআসলে Stand Alone Drivers অপশনটি সিলেক্ট করুন (কালো তীর চিহ্নিত)
নিচের মত মেসেজ আসতে পারেYes দিন
এবার Browse বাটনে ক্লিক করে আপনার তৈরি করা ড্রাইভারগুলো কোথায় Save করবেন তা দেখিয়ে দিন

আমি D Drive D নামে ফোল্ডার রাখাবো আপনারা যারা যার ইচ্ছেমত জায়গায় রাখতে পারেন কোন সমস্যা নেই

Browse এর পর Next দিন
এখানে Drive সিলেক্ট  করার জন্য নিচের মত উইন্ডোটি আসবে
Select All এ ক্লিক করুনতাহলে আপনার সব Drive সিলেক্ট হয়ে যাবে আপনি ইচ্ছে করলে পছন্দের কোন Drive থেকে টিক মার্ক তুলে  দিয়ে বাদও দিতে পারেন এক কথায় আপনি যে যে ড্রাইভারটি চায়বেন সেটার উপর টিক মার্ক দিন এর পর Next দিন
১০ নিচের মত উইন্ডোটি আসবে ওখানে Method 1 (সবুজ তীর চিহ্নিত) দিয়ে Next দিন

১১ নিচের উইন্ডোটি আসা পর্যন্ত Next দিতে থাকুননিচের মত উইন্ডোটি আসবে এটি সর্বশেষ উইন্ডো এখানে Slipstream! বাটনে ক্লিক করুন


১২ নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুতে হবে কাজটি শেষ হতে প্রায় এক ঘন্টা পর্যন্ত লাগতে পারে পাশাপাশি আপনি অন্য কাজ করতে পারেন তবে এসময় পিসি স্লো থাকবে


১৩ সবশেষে নিচের মত Slipstream Finished মেসেজ আসবে আপনার ড্রাইভার তৈরি হয়ে গেছে
 
১৪ এবার আপনি ৬ নং স্টেপে Browse করে যে Destination ঠিক করেছিলেন সেখানে যান (যেমন আমারটা D:\ D) ওখানে নিচের মত DriverPacks.net নামে একটি ফোল্ডার দেখবেন
১৫ DriverPacks.net ফোল্ডারটি টি ওপেন করুন এর ভিতর D নামে আরেকটি ফোল্ডার পাবেন (সবুজ চিহ্নিত) সেই ফোল্ডারের ভিতর যা  আছে তাই হলো আমাদের প্রয়োজনীয় ড্রাইভার অর্থাৎ D ফোল্ডারটিই আমাদের All in One Driver CD ’র ফোল্ডার বা কষ্টের ফসল 
D ফোল্ডারটি আপনি আপনার পেনড্রাইভ, সিডি/ডিভিডি বা আপনার পছন্দের জায়গায় কপি করে Save করে রাখুনআপনার যদি অন্য কোন মাদারবোর্ডের সিডি, প্রিন্টার ড্রাইভার, স্ক্যানার ড্রাইভার বা অন্য যেকোন ড্রাইভার থাকে তাহলে তাও ঐ ফোল্ডারে (Dফোল্ডারে ভিতর) কপি করে রাখতে পারেনএতে আপনার ড্রাইভার সংগ্রহ আরো বেশি হবেতবে মজার ব্যাপার হলো আপনি যদি আপডেট Driver Pack গুলো ব্যবহার করেন তাহলে মাদারবোর্ডের জন্য আর কোন ড্রাইভার আপনার দরকার হবে না। হাজার হাজার মাদারবোর্ডের ড্রাইভার এই Driver Pack গুলোতে আছে। বলতে পারেন এ পর্যন্ত তৈরি করা সকল ব্রান্ডের সকল মডেলের Mother Board Driver এই Driver Pack গুলোতে যুক্ত করা হয়েছে। তাছাড়া আপনার Mother Board Driver গুলোর চেয়ে এগুলো আরো আপডেট

তারপরও ইচ্ছে করলে পুরো মাদারবোর্ড সিডিটি কপি করে (autorun.inf ফাইলটি বাদ দিয়ে) একটি ফোল্ডারে নিন (ফোল্ডারের নামে কোন ফাঁকা থাকবে না)। তারপ ঐ ফোল্ডারটি আপনার All in One Driver CD’র ফোল্ডারে কপি করে দিন। যেমন নিচের চিত্রে আমি উদাহরণ হিসেব Intel এর দুটি মাদারবোর্ড এড করে দেখালাম।

ইচ্ছে করলে ফোল্ডারটিRename করে নিন নিজের পছন্দমত নাম দিয়েযেমন আমি Driver নামে Rename করেছি

২য় পদ্ধতি
কিভাবে ব্যবহার করবোঃ
উপরে আমরা ড্রাইভার সিডি তৈরি করে ফেলেছি এখন এই সিডির মাধ্যমে যে কোন মাদারবোর্ডে কিভাবে ড্রাইভার ইন্সটল করবো তা দেখবো কাজ শুরু করার আগে সম্ভব হলে MS.Net Framework 2.0 টা Install করে নিনআমার কাছে এটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে Driverগুলো Install করার সময় আপনার Internet Security বা Firewall থাকলে বার বার Permission চায়তে পারেPermission চায়লে Permission দেবেন প্রয়োজন মনে করলে এগুলো DriverInstall করা পর্যন্ত ডিজেবল করে রাখতে পারেন এবার চলুন ব্যবহার পদ্ধতি দেখি
My Computer এ রাইট ক্লিক করে Properties>Hardware>Driver Signing এ ক্লিক করুন

 

নিচের মত উইন্ডো আসবেচিত্রের মত সেটিংস করে নিন (সবুজ চিহ্নিতগুলো দিন, লাল চিহ্নিতটি দেবেন না) সিলেক্ট করা শেষে OK দিয়ে Window Close করে দিন

এখন আপনার D ফোল্ডারটি (অর্থাৎ All in One Driver CD’র ফোল্ডারটি পেনড্রাইভ, সিডি বা পিসিতে যেখানে কপি করা আছে সেখান  থেকে) ওপেন করুন। আমারটা পেনড্রাইভে কপি করা থাকেকাজ করার সময় C ড্রাইভে (যে ড্রাইভে Windows আছে) কপি করে সেখান থেকেই ব্যবহার করি সেটাই আমার কাছে বেশি নিরাপদ বলে মনে হয় All in One Driver CD’র ফোল্ডারটি খোলার পরDPINST নামের সফটওয়ারটি রান করুন (সবুজ চিহ্নিত)

নিচের মত Window আসবে Next দিন

আপনার পিসিতে থাকা HardwareSearch করে সে অনুযায়ী Driver Install হওয়া শুরু হবেঅপেক্ষা করুন


৬। কাজ চলাবস্থায় নিচের মত মেসেজ আসতে পারে Continue Anyway বাটনে ক্লিক করুন

সবশেষে Finish Window আসবে Finish বাটনে ক্লিক করুনআপনার Driver Install হয়ে গেছেএ ব্যবস্থায় পুরাতন কোন Driver থাকলে সেগুলোও আপডেট হয়ে যায়

পিসি রিস্টার্ট চায়বেYes বাটনে ক্লিক করুনতাহলে রিস্টার্টের পর আপনার Driver গুলো কাজ শুরু করবে 

Driver সম্পর্কিত তথ্যের জন্য প্রয়োজনে Device Manager Check করে দেখুনআর Sound Driver Problem থাকলে Fix করার জন্য আমার পরবর্তীতে লেখা Windows XP HD Sound Problem পোষ্টটি দেখতে পারেন। এছাড়া বিভিন্ন ব্রান্ডের ড্রাইভার পাওয়ার জন্য DownloadWindowsDrivers.info পেজটি ভিজিট করতে পারেন।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

durdhhsho post , arkom ekta post khujtachilam ,
chalaiye jaan ,
Thank You.

মাশাআল্লাহ এত সুন্দরভাবে বিস্তারিত শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার টিউনগুলো বরাবরই ভালো হয় , আসলে ঝড়ের বেগে টিউন করার চেয়ে সুন্দর কোন বিষয় নিয়ে বিস্তারিত দেখাতে পারলে উভরের জন্যে ভালো ঠিক যেমন টি আপনি করে থাকেন ।

শুভ কামনা রইল আপনার জন্যে

ধন্যবাদ

nice tune…………..thnx bro

আপনার টিউন গুলু অসাধারন হয়,সাবলীল এবং মান সম্মত,আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টিউন করার জন্য।

Level 3

কামরুল ভাই আমাকে লগইন করতেই হলো আপনার এ অসাধারণ টিউন দেখে। আপনার টিউনগুলো বরাবরই ভালো হয় , আসলে ঝড়ের বেগে টিউন করার চেয়ে সুন্দর কোন বিষয় নিয়ে বিস্তারিত দেখাতে পারলে উভয়ের জন্যেই ভালো ঠিক যেমন টি আপনি করে থাকেন ।
@প্রিন্স মাহমুদ ভাই এর সাথে একমত…..
আর @প্রিন্স মাহমুদ ভাই আপনার পোষ্ট কবে পাবো.

Apanke thanks na jania parlamna. Erokom details tune pore kichu sekhar mojai alada. Tunta amar khub kaj dise. God bless u bro..

কামরুল cox. ভাই….আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ……

যে সকল ড্রাইভার যুক্ত করা হবে শুধু সেইগুলোই কি কাজ করবে নাকি সব ধরনের পিসিতে কাজ করবে এটা ? একটি পিসি দেখে কি করে সেই পিসির জন্য মাদারবোর্ডের ড্রাইভার বেড় করা যাবে বলবেন কি ? আর হ্যা, আপনার পোস্টটির জন্য ধন্যবাদ।

    Level 2

    @এলিন: ধন্যবাদ এলিন ভাই আপনাকে।
    সাধারণত আপনি যে সব মাদারবোর্ডের ড্রাইভার এখানে এড করবেন সেই ড্রাইভারগুলিই কাজ করবে। তবে আমি যে ড্রাইভারপ্যাক গুলোর লিংক দিয়েছি তাতে অসংখ্য মাদারবোর্ডের ড্রাইভার এড করা আছে। তাই এগুলো প্রায় সব মাদারবোর্ডেই কাজ করে।
    মাদারবোর্ডের ড্রাইভার বের করার জন্য কিছু সফটওয়ার আছে সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনি নিজে নিজেই কোন সফটওয়ার ছাড়াও তা করতে পারেন। এ জন্য Device Manager এ গিয়ে আপনার প্রয়োজনীয় ড্রাইভারটি’র উপর রাইট ক্লিক করে Properties>Details> তে গিয়ে Device Instance ID সিলেক্ট করুন। নিচে ডিভাইচটি’র আইডি দেখতে পাবেন। সাধারণত এটি PCI\VEN_8086&DEV_1C3A এরকম একটি লাইন হবে। ঐ লাইনটি গুগলে লিখে সার্চ দিলে এর ড্রাইভার লিংক বা ব্রান্ড সহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
    http://kamrulcox.blogspot.com/2012/03/device-manager.html

      @Kamrul Cox: ধন্যবাদ @Kamrul ভাই। সুন্দর করে বিস্তারিত এবং বিশাল করে আমাকে বুঝিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🙂

কামরুল ভাই সালাম নিবেন। আপনার সব টিউন খুবই সুন্দর হয়। কামরুল ভাই যখন DPs_BASE ‍সফটওয়্যারটি দিয়ে ৮। নং পর্যায়ে যাচ্ছি তখন সিলেক্ট অল দিলেও কোন টাই সিলেক্ট হচ্ছে না। কি করলে এটা কাজ করবে।

ড্রাইভার প্যাকগুলো সবগুলো একসঙ্গে যেমনঃ Windows Vista/7 (x64) DriverPacks, Windows Vista/7 (x86) DriverPacks, Windows 2000/XP/2003 (x86) DriverPacks এর ভিতর থাকা Chipset Driver, Sound Driver, VGA Driver, Graphics Driver, LAN, WLAN, Mass Storage, CPU সব ড্রাইভারগুলো একসঙ্গে দিয়ে কি একটি সিডি তৈরী করা যাবে? এখানে শুধু Windows 2000/XP/2003 (x86)-এর ড্রাইভার দিয়ে ‍শূধু সিডি তৈরী করতে সক্ষম হয়েছি। কিন্তু অন্যান্য ড্রাইভার দিয়ে যখন ৮। অর্থাৎ যখন সব নামগুলো সিলেক্ট করতে বলে তখন কোনটাই সিলেক্ট হয় না। কারণ কি? তা বুঝতে পারছি না। জানালে উপকৃত হবো।