ফটোসপে পানির ড্রপ ইফেক্ট দিন!

ফটেসপে বিভিন্ন ইফেক্ট তৈরি করা যায় ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। আজ আপনাদের দেখাব ওয়াটার ড্রপ ইফেক্ট। এতে আপনি সহজেই কোন পাতাতে বা কোন ছবিতে ওয়াটার ড্রপ ইফেক্ট দিতে পারবেন।

তো আসুন তৈরি করি। প্রথমে ফটোসপে আপনার কাঙ্খিত ছবিটি ওপেন করুন। তারপর Elliptical Marquee tool দিয়ে প্রয়োজনীয় অংশ ব্লক করে নিন।

তারপর এর foreground কালার দিন। ফরগ্রাউন্ড কালার দিতে এখানে দেখুন

তারপর ব্যবহার করে Paint Bucket Tool ব্লক করা অংশে কালারটা দিয়ে দিন। অথবা কিবোর্ড থেকে Alt+backspace দিন।

তারপর লেয়ার ষ্টাইল এর Inner Shadow চিত্রের মত করে দিন

আপনার ইমেজ এমন হবে

তারপর নতুন লেয়ার তৈরি করুন Gradient Tool দিয়ে চিত্রের মত করে গ্রিডেন্ট দিন এই গ্রিডেন্ট ব্যবহার করুন

তারপর লাল থেকে শুরু করে নীল বৃত্ত পর্যন্ত টান দিন

আপনার গ্রিডেন্ট এমন হবে

কিবোর্ড থেকে Ctrl+D চাপুন। ফরগ্রাউন্ড কালো হয়ে যাবে। তারপর কুইক মাস্ক মুডে রেডিয়াল গ্রিডেন্ট ব্যবহার করুন

তাহলে আপনার ইমেজ এমন হবে

তারপর আবার লেয়ার অপশনের Inner Shadow চিত্রের মতকরে প্রয়োগ করুন

এবং inner_glow

তাহলে আপনার ইমেজ এমন হবে

এরপর নতুন একটি লেয়ার তৈরি করে Brush Tool দিয়ে একটি পয়েন্ট দিন

তারপর Effects/Blur/Gaussian Blur এ গিয়ে ৫ দিয়ে ওকে করুন

লেয়ার অপশনের চিত্রের মত করে Outer Glow দিন

আপনার ইমেজ এমন হবে

তারপর একটি শ্যাডো দিন শ্যাডো দেওয়ার জন্য লেয়ার থেকে কপি করে নিন অপাসিটি ২৫% করুন

নতুন করা লেয়াটিতে Gradient Tool দিয়ে গ্রিডেন্ট দিন

তারপর কিবোর্ড থেকে Ctrl+T চেপে সিলেক্ট করে নিচে বসিয়ে এন্টার করুন

তাহলে দেখুন

এরপর শ্যাডোর ভেতরে একটু পেচানো করার জন্য শ্যাডো অংশটুকু ব্লক/সিলেক্ট করে Filter/Distort/Spherize… এ ক্লিক করুন এখানে ভ্যালু 100% এবং Normal মুড সিলেক্ট করলেই এমন হবে

সূত্র - আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর ধন্যবাদ।

এটাতো গ্লাস বল!

Level 0

ফটশপ CS2 ওপেন করলে pdf আকারে দেয়া আছে।আপনাকে অনেক ধন্যবাদ।

ভাই দাড়ুন তো.. plz আরও এই ধরনের টিউন করেন .

Nice গ্লাস বল Thanks http://www.moonbd.com

ধন্যবাদ রাসেল ভাই, আপনার কাছ থেকে ফটোশপের ব্যপারে অনেক এক্সক্লুসিভ জিনিস শিখতে পারলাম……চালিয়ে যান বস।