ছবি এডিট করুন ফটোসপ না জেনেই!!

 এই পোষ্টটা দেখে এই পোষ্টটি করতে উদ্যত হলাম। দেখে আসুন একটা সফটওয়ার নিয়ে কেমন মাতামাতি অথচ সফটওয়ারটির লিংক দিয়ে দিলে কত সহজেই সবাই ডাউনলোড করে নিতে পারে। তো আসুন বকবক না করে কথায় আসি।

প্রথমে নামক CPAC ImagingPro  এই সফটওয়ারটি ডাউনলোড করে নিন । ফুল ভার্সন। সিরিয়াল লাগবে না। আমি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করেছি। এটা একটি পোর্টেবল সফটওয়ার ইনষ্টল করা লাগবে না।

তারপর আসুন ব্যবহারবিধি নিয়ে দেখি। এটার সাহায্যে আপনি ছবি স্মুথ করতে পারবেন কোনরকম গ্রাফিক্স জ্ঞান ছাড়াই। আসুন দেখি কিভাবে করে প্রথমে সফটওয়ারটি ওপেন করে যে কোন একটি ছবি ওপেন করুন। আমি আমার ছবি ওপেন করলাম। (আমার ছবি দেখে হাইসেন না প্লিজ!! কম্পিউটারে অন্য ছবি ছিল কিন্তু নিজের বিজ্ঞাপন দেখানোর এই সুযোগটুকু মিস করলাম না!!)

http://www.rongmohol.com/uploads/1805_ppccss-1.jpg

তারপর Select Tool দিয়ে চিত্রের মত শুধুমাত্র ফেস এর অংশটুকু ব্লক বা সিলেক্ট করে নিন। এটা কিবোর্ড থেকে Ctrl+S চাপলে সক্রিয় হবে।

http://www.rongmohol.com/uploads/1805_ppccss-2.jpg

তারপর Erase Select Tool এর সাহায্যে চোখ ও মুখের স্থানে ডিসিলেক্ট করুন।  এটা কিবোর্ড থেকে Ctrl+E চাপলে সক্রিয় হবে।

http://www.rongmohol.com/uploads/1805_ppcss-3.jpg

তারপর Step 1 এর Natural  সিলেক্ট করুন তারপর Fine skin এবং সব শেষে Go to step ২ এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_pes-4.jpg

দেখুন ছবির অবস্থা !!!

http://www.rongmohol.com/uploads/1805_ppcss-6.jpg

এরপর আপনি MAKE UP থেকে ব্রাশ টুলের সাহায্যে ছবিকে ইচ্ছে মত ফর্সা করতে পারেন শুধুমাত্র ড্র্যাগ করেই!! যেমনটা আমি করেছি!!

http://www.rongmohol.com/uploads/1805_pes-8.jpg

হা হা!!! আমার ছবিটা কত সুন্দর ফর্সা হয়ে গেছে ফেয়ার অ্যান্ড লাভলি না ব্যবহার করেই!!!

http://www.rongmohol.com/uploads/1805_ppccss-7.jpg

তো আপনারাও শুরু করুন!!

ফলাফল

http://www.rongmohol.com/uploads/1805_pes-9.jpg

আবারও বলছি আমার ছবি দিয়েছি বলে হাসবেননা যেন!!!!!

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন… keep Rocking

    আরে……. এ যে দেখছি মিথুন ভাই….!!!!

    Level 2

    CPAC ImagingPro এর ফুল ভার্সন পেতে হলে নিচের লিংকে দেখতে পারেন যদি কারো প্রয়োজন হয়….

    https://www.techtunes.io/graphics-designing/tune-id/15023/

    বাবু ভাই, আমার দেওয়া লিংকটা কি ফুল ভারসন নয়???

    আপনি এত কিছু জানেন আর এটা জানেন না শেয়ারিং সাইটে কেউ কোন ট্রায়াল ভার্সন আপলোড করে না। ট্রায়াল ভার্সন থাকে মূল সফটওয়ারের ওয়েব সার্ভারে!!!

    আর আমি কিন্তু এই লিংক থেকেই ডাউনলোড দিয়ে টিউটোরিয়ালটা লিখেছি।

ভালো লাগলো

ধন্যবাদ ……..
ব্যবহার করার আরও বিস্তারিত বরননা দিন। প্লিজ……………

Level 0

জব্বের হয়েছে। মজাই লাগল দেখে। ফাটাফাটি বস।

    Level 2

    আপনারা ২জনের কি সম্পর্ক ????

    A.R+R ভাই বলে দিন আপনার সাথে আমার কি সম্পর্ক!!!

    বাবু ভাই মনোভাব ভালো করুন।

Level 0

সবগুলো কাজ ই Photo Instrument দিয়ে করা যায়, পার্থক্য হল Photo Instrument মাত্র 2.44 মেবা.
https://www.techtunes.io/review/tune-id/10792/

    সোহেল ভাই আপনাকে পাইছি। আমার কাছে Acronis True Image Home সফটওয়্যার আছে কিন্তু আমি ব্যবহার করতে পারি না। দয়া করে এর ব্যবহার বিধি বিস্তারিত্ আমাকে বলেন প্লিজ। আমার ইমেইল পাঠান প্লিজ প্লিজ প্লিজ

    [email protected]

    অ্যাক্রোনিস ট্রু ইমেজ কিভাবে ব্যবহার করা হয় তার একটি বিস্তারিত টিউটোরিয়াল এখানে দেখুন- http://raselblog.co.cc/archives/21

    Level 0

    @ রাসেল ভাই , আপনার ব্লগ পড়লাম ভালই লাগল, ধন্যবাদ বাংলা টিউটোরিয়াল কে সমৃদ্ধ করার জন্য…….
    আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের একটা ব্লগ খুলে লিখি….কিন্তু অলসতার জন্য কিছুই করতে পারিনা…
    ত যাই হোক আপনাকে ধন্যবাদ,
    কিন্তু একটা বিষয়, Acronis True Image দিয়ে রিস্টোর করার সময় ত সি ড্রাইভ ফরম্যাট করতে হয়,সেটাকে আপনি এড়িয়ে গেছেন যে….তার কারন টা কি ?
    সিড্রাইভ ফরম্যাট করা না হলে ত কাজ হবে না ?

    আপনাকেও স্বাগতম।

    আসলে মূলত আমি ওখানে ইমেজ ব্যাকআপ করার পদ্ধতি দেখিয়েছি। রিষ্টোর করার কথা সামান্যই বলেছি। কারন যারা ধাপে ধাপে ব্যাকআপ নিতে পারবে তারা অবশ্যই রিষ্টোর করতে পারবে। আর রিষ্টোর করলে তো পূরোনো সব মুছে গিয়ে যা ব্যাকআপনেওয়া হয়েছিল তাই ই হতে তা তো সবার জানার কথা। তাই এ ব্যাপারটি এড়িয়ে গেছি।

রাসেল ভাই, software টা ডাউনলোড করলাম…… কিন্তু রান করতে পারছি না…..
কিভাবে রান করবো বলবেন কি…???

    ওখানে অনেকগুলো .exe ফাইল আছে তার মধ্যে ImagingPro.exe এই নামের ফাইলটা ওপেন করতে হবে।

    তারপর Initializing License Key! দেখানোর পর এমন আসবে

    http://www.rongmohol.com/uploads/1805_swgv.jpg

    তারপর এমন

    http://www.rongmohol.com/uploads/1805_dcfdvcdavewgvew.jpg

    দুঃখিত রাসেল ভাই…… ওখানে ImagingPro.exe নামে কোন ফাইল আমি খুঁজে পেলাম না……
    আপনি একটু চেক করে দেখবেন কি…..??

    যে রার ফাইলটি ডাউনলোড করেছেন তার ভেতরে যা থাকে তা এক্সট্রাক্ট করুন। তাহলে একটি ফোল্ডার পাবেন। তার পর সেই ফোল্ডার ওপেন করে নিচের লিংকে ক্লিক করুন

    http://www.rongmohol.com/uploads/1805_spadfhioda.jpg

জটিল হইছে। আমি কাজ করতে পারছি। অ-নে-ক বড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড় ধন্যবাদ।

    ধন্যবাদ। বড়ই শান্তি পেলাম আপনি কাজ করতে পারছেন বলে।

কোট লাগা যাবে ভাই আপনার CPAC Imagin Pro সফট এ?

    ভাই সফটওয়ারটা তো আমার না। আমি গুগল সার্চ করে পেয়েছি। কোট লাগানোর জন্য আপনাকে কোর্টের ফাইলগুলো ডাউনলোড করতে হবে। সেজন্য মেইন সফটওয়ারের ওয়েবসাইটে গিয়ে পেতে পারেন।

রাসেল ভাই, অনেক ধন্যবাদ এতো সুন্দর পোষ্টের জন্য।ছবি থেকে ব্রনের দ্গ দূর করব কীভাবে?

কোন ফাইল আমি খুঁজে পেলাম না ???????
হাসান যোবায়ের ভাই, কাজ করতে পারছ but আমি খুঁজে পেলাম না ??