Fl Studio মিউজিক ট্রিটমেন্ট (১)

কেমন আছেন সবাই ? আশা করি ভালো।
Fl studio নিয়ে আমার প্রথম tune এ আপনাদের সাড়া দেখে আমার খুব ভালো লেগেছে। তাই পড়াশুনা ও আউটসোর্সিং এর ব্যস্ততার মাঝেও লিখতে বসে গেলাম। :-)আমি যেহেতু প্রাতিষ্ঠানিক ভাবে Fl studio এর কিছুই শিখিনি সেহেতু আমার টিউন গুলো অগোছালো মনে হতে পারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যারা প্রথম টিউন টি পরতে আগ্রহী তারা নিচের লিঙ্কে যেতে পারেন।
চলুন যাই মিউজিক এর দুনিয়ায় (মিউজিক ক্রিয়েশন টিউটরিয়াল)
FL studio তে মিউজিক তৈরি করতে গেলে প্রথমে যেটা দরকার হবে টা হল মিউজিক সম্পর্কে বেসিক ধারনা। নিচের লিঙ্ক থেকে আমি অনেক কিছু শিখেছি তাই তা শেয়ার করলাম। মিউজিক থিওরি নিয়ে কয়েকটা টিউন করার ইচ্ছে আছে তবে আরেকটু গুছিয়ে নেয়া প্রয়োজন। আর যেহেতু মিউজিক নিয়ে আমার ধারনাও সীমিত তাই আমি যেখান থেকে শিখছি তাই আপনাদের সাথে সেয়ার করলাম। আমি আপাতত শুধু Fl studio নিয়েই টিউন করব। লিঙ্ক - http://www.musictheory.net/ আচ্ছা যদি আপনি একটি মিউজিক তৈরি করতে চান আপনার কি কি করতে হবে ???? * আপনার ভালো কিছু সুর তৈরি করতে হবে। Genre অনুযায়ী ড্রাম বিট তৈরি করতে হবে। বেস লাইন তৈরি করতে হবে। আর আপনার প্রধান সুরকে আরও সুন্দর করার জন্য সাহায্যকারী কিছু সুর তৈরি করতে হবে। Fl studio তে এই কাজ বা প্রত্যেকটি আলাদা সুরকে বলা হয় এক একটি Pattern. এই pattern তৈরি করতে হবে channel window & step sequencer এ। তারমানে দাঁড়ালো যদি আপনি fl studio তে মিউজিক করতে চান তাহলে প্রথমেই আপনাকে channel window & step sequencer এ কাজ করতে হবে। * এরপর আসে কোন সময় লিড শুরু হবে , কখন ড্রাম বিট শুরু হবে কখন আপনি ব্রেক দিবেন বা ভিন্নতা আনবেন ইত্যাদি । মানে আপনার মিউজিককে arrange করা। সেটি আপনি করবেন playlist এ। * সর্বশেষ যেটা আসে তা হল mixing & mastering. এটি একটি এডভান্স টপিক। যেমন volume control , panning control, effects ইত্যাদি। এটি অনেক এক্সপেরিমেন্ট এর টপিক। যত বেসি আপনি বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করবেন তত আপনার সাউন্ড সুন্দর হবে। আপনার melody আর arrangment যত ইন্টারেস্টিং বা ভালো হোক না কেন সামান্য ভুল সাউন্ড কন্ট্রোল এর কারনে তা বৃথা যেতে পারে। চিন্তার কিছু নেই। একদিনে যেমন রোম তৈরি হয়নি তেমন একদিনে কিছুই হবে না। প্রাকটিস করতে থাকলে এটাও সম্ভব। যাই হোক চলুন আমরা একটু প্রাকটিস করে আসি। FL studio Browser থেকে নিচের ড্রামসগুলো channel window & step sequencer এ ওপেন করুন। A. packs -> legacy -> FPC -> Kick Drums -> FPC_Kick_GiReal_006 B. packs -> legacy -> FPC -> Hi hats -> FPC_ClHH_GCsta_001 C. packs -> legacy -> FPC -> Snare Drums -> FPC_Snr_2lI03 D. packs -> legacy -> FPC -> Hi hats -> FPC_ClHH_GSab_001 এবার A B C ও D ড্রামসগুলো কে step sequencer এ প্রোগ্রাম করুন এভাবে - এবার এই pattern টির একটি নাম দিন drums#1. এবার নতুন একটি pattern তৈরি করুন drumStart এখন এই pattern কে প্রোগ্রাম করুন এভাবে - উপরের মত আবার একটি pattern তৈরি করুন drumFill এবং প্রোগ্রাম করুন এভাবে - এবার arrangement এর পালা। প্রথমে টুলবার থেকে snap বার সিলেক্ট করুন। কারন আমরা যে pattern গুলো তৈরি করেছি তাদের টাইম দৈর্ঘ্য এক বার এবং আমরা playlist এ প্রত্যেকটাকে একবার দৈর্ঘ্যতে বসাব তাই এখন তা প্রতি বার অনুযায়ী snap করবে। playlist এ যান। Track 01 কে rename করে drums দিন। আপনি চাইলে color ও একটি icon ও ইউস করতে পারেন। তাতে চিনহিত করতে সুবিধা হয় যে কোনটা ড্রাম ট্রাক কোনটা বেস কোনটা melody ইত্যাদি। pattern clip source drumStart select করুন। এবং ব্রাশ টুল টি সিলেক্ট করুন। drams track এর প্রথম সেল এ ক্লিক করুন। দেখুন drumStart pattern টি ওখানে বসে গেছে। এভাবে নিচের ছবির মত করে pattern সিলেক্ট করুন ও বসান। 1 = drumStart 2 = drum#1 3 = drumFIll এবার toolbar থেকে song সিলেক্ট করে প্লে করুন।  দেখুন প্রথমে ড্রামসটির তিনটি pattern ই একটি arrangement এর আওতায় বাজছে। প্রজেক্ট ফাইলটি download করুন http://www.mediafire.com/?q9dgd3g95a25dvw আজ এ পর্যন্তই । আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

Level 0

আমি fifth-block। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Like to be creative, like to learn , like to share


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি ভাইজান আমরা আছি চালিএ যান

How to make “Electro Bassline + Hard Beat”
এটার একটি tutorial দিয়েন

    @আব্দুল্লাহ নাছের: আমি sequence অনুযায়ী দিয়ে যাই তাহলে সবার সুবিধা হবে। Elctro Bassline + Hard Beat তা মাথায় রাখলাম । যত তারাতারি সম্ভব দেয়ার চেষ্টা করব ।

আমার Dj style Music খুব পসন্দ

শুরুটা তো খুব সুন্দর ভাবেই করলাম। সাথে ছিলাম আছি।কিন্তু fifth-block ভাই আমিতো অনুরোধ করেছিলাম ভিডিও টিউন করার জন্য সে ব্যাপারে কিছুতো বললেন না। ভিডিও টিউন করলে খুটিনাটি বিষয়গুলো খুব সহজেই সবাই বুঝতে পারতাম।আর টিউন এতো ছোট ছোট করে করছেন কেন ছোট একটু কাজ আধ ঘন্টার মধ্যে করে ফেলেছি পরবর্তী টিউনের জন্য প্রতীক্ষায় রইলাম।ধন্যবাদ চালিয়ে যান

খুশি হলাম ভাই

আমি ভাই সফটওয়্যার টা আগেই কালেক্ট করেছিলাম। কিন্তু কিছুই বুঝি নাই…(:P) বলে কাজ করা হয় নাই.
আমি আছি ভাই আপানার সাথে……………চালিয়ে যান । ধন্যবাদ

Level New

ভাই ধারাবাহিক টিউন চালিয়ে যান। উপকৃত হবো, বিশেষ করে আমরা যারা থিয়েটারে কাজ করি, তাদের নিজেদের মিউজিক তৈরিতে বেশ কাজ দিবে। ধন্যবাদ।

vai amio eta use kori…khube valo ekta soft…bt ami sudhu etai na sathe ro bes kisu softo use kori…amr kase fl er full vedio tutorialo ase…bt vai amr j net speed tate upload kore dea possile na…so dite parci na…r amr kase music composing professonal kisu softo ase…apnara keu jodi can amr kas thke 35/=per gb kinte paren othoba new soft er sathe exchange o korte paren..amr mail id [email protected]..01961816553 eta amr no..

আপনার কাছে কি কি কালেকশন এ আছে জানতে আগ্রহী। মানে শুধু DAW সফট ছাড়া অন্য কি কি vst , vsti , soundfront, loops, samples আছে তা জানতে চাইছিলাম। যদি আমার দরকারি কিছু থেকে থাকে তাহলে আমি আগ্রহী।

ভাই আজকে আপনার পোস্টটাই সেরা পোস্ট।

ase vai soundfonts, stylus rmx,real gutar,elastic,indian loops, virtual bass electric edition, drums loops, fl refil pack….r new asce trillion r ominsphare..

ok as ur wish…:)

ভেবেছিলাম এটা নিয়ে একটা টিউন করবো। কিন্তু এই সফটওয়্যারের হাজার হাজার কাজ,তাই কত টিউটোরিয়াল আর দেবো।
ভাই ভাল হচ্ছে চালিয়ে যান।

আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনার টিউনটি খুব ভাল হয়েছে। টিউন চালিয়ে যান। FL Studio সমন্ধে বাংলা টিউন খুঁজতাম। কিন্তু পাইনি, আপনার টিউন দেখে খুব খুশি হয়েছি। দয়া করে মাঝখান থেকে টিউন বন্ধ করবেন না।

ভাই, আপনি ২১ মার্চ তারিখে “এবার নিজেই হয়ে যান একজন মিউজিক প্রোডিউসার !” শিরোনামে যে টিউনটি করেছিলেন সেটার প্যাচ ফাইলটা লিংক থেকে রিমুভড করা হয়েছে। কিন্তু আমার খুব দরকার। দয়া করে আমার ইমেইলে কি পাঠিয়ে দেবেন?? অনেক উপকৃত হতাম। আমার মেইল [email protected] ধন্যবাদ।

emn k k asen music somporke agrohi..biseskore composing…ami 320gb vora music soft nd high quality movie soho amr pc bikri korbo…keu interest thakle hat tolen…100% working…not a single problem…bikre korar coz ami i7 kinbo…tkr drkar..jara sotti karer agohi tarai jogajog koren….ullekkho amr pc te 17000 takar music soft e ase…

emn k k asen music somporke agrohi..biseskore composing…ami 320gb vora music soft nd high quality movie soho amr pc bikri korbo…keu interest thakle hat tolen…100% working…not a single problem…bikre korar coz ami i7 kinbo…tkr drkar..jara sotti karer agohi tarai jogajog koren….ullekkho amr pc te 17000 takar music soft e ase…01961816553 amr no.

Level 0

ভাই, FL Studio বাংলা টিউটোরিয়াল নেই বললেই চলে। যাদের বাবার বাদ্যযন্ত্র কেনার টাকা নেই কিন্ত মিউজিক বানানোর পাগলা শখ আছে তাদের এরকম সফট আর টিউটোরিয়াল দরকার। আমি বেসিক জানি, আপনার কাছ থেকে পুরোটা শিখতে চাই। আপনি দয়া করে টিউন করে যান, থামবেন না, আপনার পরের টিউন এর অপেক্ষায় থাকলাম।

subroto vai,ami apnar sathe contact korbo………….

i want so sell all of my professional music composing software…(500gb @ bdt 12000)
package include.. fl studio 11,kontakt, elastik, stylus Rmx, omnisphare, trillion, philharmonic, mastering package, ez drums,ez keys and a lots of sound loops,and so many.. its a great chance to get most of the professional soft in a little price. so don’t wait.. 01961816553 my no.. if u can’t reach me in call give me a sms.