অনলাইন এ আয় করার চিন্তা না করে এবার অফলাইন এ আয় করুন [নতুনদের জন্য বিশেষ গাইডলাইন]

প্রথমেই সবাইকে কে জানাচ্ছি “ঈদ মোবারক।” কেমন আছেন সবাই । আশা করি ভাল । আমি আল্লাহর অশেষ কৃপায় ভাল আছি । অনেক দিন ধরে টেকটিউনস এ লেখালেখি করি না ।

আমি আজ আলোচনা করবো “অনলাইন আয়” সম্পর্কে ।

  • এখন যারা মোটামুটি ইন্টারনেট চালাতে পারে তারা এখন সবাই চায় অনলাইন এ আয় করতে । অনেকে আছেন যারা গুগল চিনে না, অথচ তারা অনলাইন এ আয় করার জন্য এখন অস্থির । কিন্তু তারা কখনো ভেবে দেখে না অনলাইন এ কাজ করার জন্য তাদের যোগ্যতা কি? তারা ব্লগ এ আসে তারপর অনুসন্ধান করে কোথায় আছে “অনলাইন এ আয়।” তখন কোন অনলাইন এ আয় এর টিউটোরিয়াল পেলে মনোযোগ সহকারে পড়ে । তখন সে মনে করে, “আমি এখন ফ্রিলাঞ্চার হয়ে গেছি।” তারপর ফেইসবুক এ সুন্দর করে লিখে ফেলে “Works at Freelancer.”
  • আপনি যদি অনালাইন এ আয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে । এজন্য আপনাকে কাজ শিখতে হবে । আপনি যদি মনে করেন যে আপনি কাজ শেখা ছাড়া-ই অনলাইন এ আয় করতে পারবেন, তাহলে একটা কথা চিন্তা করুন যে, “দেশের অধিকাংশ মানুষ বেকার কেন?” তাহলে তহ সবাই অনলাইন এ আয় করে বেকারত্ব দূর করতো । এখন ধরুন আপনি আমার সাথে একমত হলেন যে আপনি কাজ শিখবেন । কিন্তু আপনার মনে এখন একটি প্রস্ন জাগবে যে আপনি কি কাজ শিখবেন । অনলাইন এ হাজার হাজার কাজ রয়েছে যেগুলো শিখে আপনি অনলাইন এ আয় করতে পারবেন । এবার আপনি নিশ্চয় বলবেন যে, কোনটা বেশি সহজ? অথবা কোনটা শিখে তাড়াতাড়ি আয় করা যাবে? । আপনি একটা কথা মনে রাখবেন কোন কাজ শেখা সহজ নয় ।
  • আপনার যদি আয় করার ইচ্ছা থাকে তাহলে কাজ শেখার সময় “অনলাইন এ আয়” এই চিন্তা মাথা থেকে বাদ দিন । আপনি কাজ শিখবেন আপনার নিজের জন্য ।আপনাকে কি শুধু “অনলাইন এ আয়” এর জন্যই কাজ শিখতে হবে? আপনি কোন কাজ শিখে না হয় কোন প্রতিষ্ঠানে কাজ করবেন । আর যদি তা না পারেন তাহলে আমি বলব অনলাইন এ আয় আপনার জন্য নয় । কারণ, এখানে ক্লিক করা জানলেই আয় করা সম্ভব নয় । তাই অনলাইন এ আয় এর রঙিন স্বপ্ন থেকে দূরে থাকুন ।
  • “অনলাইন এ আয়” করতে হবে এই লক্ষ্য ধরে রেখে আপনি কাজ সম্পূর্ণ শেষ না করেই আয় করতে গেলেন অনলাইন এ আয় করতে গেলেন । বায়ার (আপনি এখনও হয়ত বুঝতে পারছেন না “বায়ার” কি) আপনাকে কাজ দিলো তখন দেখা গেল আপনি কাজ করতে পারলেন না তখন আপনি কি করবেন? ব্যর্থ হয়ে ঘরে বসে থাকবেন । আপনার আয়-ও হলো না আবার কাজও হলো না ।
  • আপনি একবার চিন্তা করুন আপনি ইন্টারনেট ব্যবহার করছেন এখন ৩ মাস হয়নি । আপনি কিভাবে অনলাইন এ আয় এর চিন্তা করেন? আপনি কোন কাজ পারেন না আপনাকে বায়ার কেন কাজ দিবে আপনি একটু ভেবে দেখুন । অনলাইন এ তো টাকা উড়ে না । আপনি অনলাইন এ যে কাজ করবেন অফলাইন এ সেই কাজই করতে হবে । অনলাইন এ কাজ করলে আপনি কিছু সুবিধা পাবেন ।

তাই সময় নষ্ট না করে প্রথমে কাজ শিখুন । আপনি বিভিন্ন ধরনের কাজ শিখতে পারেন যেমন; ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি । আর আপতত অনলাইন এ আয় এর চিন্তা বাদ দিন । কারণ, লেখাপড়া না করে-ই চাকরি এর চিন্তা করবেন কিভাবে ।

কিভাবে ওয়েব ডিজাইন শিখবেন তা জানতে আমার এই পোষ্টটি দেখতে পারেন ।

ভালো লাগলে কমেন্ট করবেন ।

আমার সাথে ফেইসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন ।

সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা ।

আমি একটি নতুন ইংরেজি ব্লগ তৈরি করেছি । ইচ্ছে হলে এখান থেকে দেখতে পারেন ।

Level 0

আমি জিহান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good advice.many many thanks to you.

Level 2

ভাই আপনাকে অসংখ ধন্যবাদ। এরকম একটি টিউন চাচ্ছিলাম আসলে আমি ফ্রিল্যান্সি এ অনেক টাকা খোয়াইছি। কিন্তু তেমন আয় করতে পারিনি। এর অনেক পর একটি ব্লগ এর সাথে পরিচিত হই। সেখানে মানুষ যাতে ধোকা না খায় সে জন্য অনেক সচেতনতা মুলক টিউন প্রকাশ করা হয়। এবং সাবধান হই । আশাকরি টিউনটি সবার উপকারে আশবে।

    @mahmudkoli:

    আসলে আমি ফ্রিল্যান্সি এ অনেক টাকা খোয়াইছি

    এইডা কি কইলেন ভাই। ফ্রিল্যান্সিইং এ আবার টাকা লাগে নাকি? টাকা লাগে ত ডলেঞ্চিং এ

ভালো লিখেছেন

Level 0

vi valo ekta site er address dan..je khan thaka earn kora jabe