
আসসালামুয়ালাইকুম।। সবার ভালো থাকার প্রত্যাশায় প্রতিদিনের মত আজও শুরু করছি।
আজ আপনাদের দেখাবো কিভেবে মাত্র ১ মিনিটের মধ্যেই আপনার ব্লগস্পট ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যোগ করতে হয়।কমেন্ট বক্স যোগ করলে ফেসবুকেও একটু বিজ্ঞাপন হয়ে যায়। এতে ভিসিটর ও বারবে। আর কমেন্ট বক্স যোগ না করলে পোস্ট এ কমেন্ট পাওয়া যায় না।
Go to your blogger blog> Design > Edit Html > tick expand widget template.
Now Find this code in your html press ctrl+F .
<data:post.body/>
এখন নিচের কোড টি ঠিক <data:post.body/> এর নীচে Paste করুন।
<h3>Post Comment</h3>
<div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='5' width='500'/>
এবার সেভ করুন। ব্যাস হয়ে গেল।
আমি কিছু ব্লগসাইট বিক্রি করব। অথবা যদি কেউ চান তবে ব্লগ সাইট খুলে ডিজাইন ও করে দিতে পারব। কেউ কিনলে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগঃ ০১৯২৫-৪০৪৫০৩
আমি হাসনাত আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পর্কে বলার কিছু নাই। আমি সাদামাটা মানুষ, ডাল ভাত খাই আর সোজা পথে চলি...।।
vai, amer kisu valo template dorker silo. apni ki amake akto help korte parben?