এখন টাকার হিসাব করুন আরো সহজেই!!!

আমাদের অনেক সময় একদেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় পরিবর্তন করতে হয় কিন্তু অন্য দেশের মুদ্রার মান না জানায় তা সম্ভব হয়ে উঠেনা। এছাড়া মুদ্রার হিসাব নিকাশ জটিল হোয়ায় তা করা অনেক কষ্ট সাধ্য।কিন্তু  আমরা এই কষ্ট সাধ্য কাজ করতে পারি অনেক সহজেই Ace Currency Calculator এর মাধ্যমে।

Ace Currency

এটি 1.34 MB এর একটিSoftware যা এখান হতে Download করা যাবে। এর মাধ্যমে ১৫০ টির  বেশী দেশের মুদ্রা হিসাব নিকাশ করা যাবে অতিসহজেই। এখানে From এর ঘরে আমরা যে পরিমাণ মুদ্রা রুপান্তর করতে চাই তা লিথতে হবে এবঙ নিচের ড্রপ ডাউন মেনু হতে যে দেশের মুদ্রা রুপান্তর করতে চাই তা লিখতে হবে। এরপর To ঘরের নীচের ড্রপ ডাউন মেনু হতে  যে দেশের মুদ্রায় রুপান্তর করতে চাই তা সিলেক্ট করে দিতে হবে। এখন Convert Button এ  Click করলে To ঘরে কাংখিত দেশের মুদ্রা রুপান্তর হয়ে যাবে। এখন  File Menu তেClick করেSave Result এ Click করে তা সংরক্ষণ করুন।  আপনাদের সকলকে ধন্যবাদ।

Level New

আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এত কষ্ট করে সফট ডাউনলোড করার কি দরকার । প্রায় সকল মোবাইলে টাকা কনভার্ট করার একটা অপশন দেয়া থাকে, তাই না, কি বলেন?

Level 0

টাকা হিসাব করতে করতে আমরা…..বোর হয়ে গেছি………..টাকার গন্ধ আমরা কি ভুলতে পারি বন্ধু………… টাকা মাটি, মাটি টাকা………………টাকাকে বাদ দিয়ে এ পৃথিবীতে কিছুই হয় না………..এমনকি ভালোবাসাও নয়…….. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ..এবার থেকে আপনার মতামত মতো টাকা হিসেব করতে পারবো…………