
আমি সবসময়ই ছেস্তা করি নতুন কিছু করার । আর সেই জন্য অনেক খোঁজাখজির পর আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন ধর্মী কিছু তুতরিয়াল এর পর্ব ।
আপনারা যারা হস্তশিল্প করতে পারেন বা করতে আগ্রহী আমার এই টিউনটা তাদের হইত ভাল লাগবে । আমি অনেক ওয়েবসাইট থেকে ভিডিও টিউটোরিয়াল সংগ্রহ করেছি । নিজেও শিখেছি অনেক কিছু। কিন্তু সময়ের অভাবে নিজের টিউটোরিয়াল তৈরি করতে পারলাম না ।
প্রথমে আমি আপনাদেরকে কাগজের কাজ শিখাব । পরবর্তিতে উল / সুতা দিয়ে কিভাবে টুপি, কম্বল, শয়েটার ইত্যাদি বানাবেন তা ধিরে ধিরে আমি আপনাদের শিখাব। নিচে ডাউনলোড লিঙ্ক দিলাম
http://www.mediafire.com/?eslmdxl8p0lo33x
সব শেষে আপনাদের একটা কথা না বললেই হয় না সেটা হল - আমি শুধুমাত্র আপনাদের স্বার্থেই এত কষ্ট করে পোস্ট করছি। যদি আপনারাও কষ্ট করে কমেন্ট করেন তবে অনেকটা উথসাহ পাই। আর আপনারা উথসাহ না দিলে হয়ত আর পোস্ট করব না । তাই যারা কাজ সিখতে চান তারা অবশ্যই টিউটোরিয়াল বেশি বেশি দেখবেন আর বাসাই প্রাকটিস করবেন ।
আমি nayon paka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks