ফটোসপ টিউটোরিয়াল- টেক্সট ইফেক্ট- ১০

ফটোসপ দিয়ে বিভিন্নভাবে টেক্সট ইফেক্ট দেওয়া যায়। আসুন আমরা একটি ইফেক্ট শিখি

আমরা আজ এটি করার চেষ্টা করব।

প্রথমে ফটোসপে একটি নতুন ডকুমেন্ট নিন। এজন্য File>New এ যান। মান হবে নিচের মত

তারপর এর কিছু অংশ Marque Tool (M) দিয়ে সিলেক্ট করে Edit > Fill > 50% gray এ যান একটা চেক বক্স আসবে

এখানে 50% Gray ও নিচের মানগুলো দিয়ে ওকে করুন।

তারপর সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+T দিয়ে পুরো পেজে টেনে এন্টার করুন।

দেখুন তো কত্ত সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে।

তারপর Type Tool এর সাহায্যে আপনার কাঙ্খিত লেখা লেখুন।

তারপর কিবোর্ড থেকে Ctrl+J চাপুন। এরপর Bleeding Option এ যান তারপর Bevel and Emboss এর নিচের মত মান বসিয়ে ওকে করুন।

তারপর Bevel and Emboss এর Texture এ একটা Texture সিলেক্ট করুন।

তারপর নিচের চিত্রের মত করে Gradient Overlay তে নিচের মত করে মান বসান।

দেখুন আপনার টেক্সট কত সুন্দর হয়ে গেছে

আপনি ইচ্ছা করলে অন্য কোন কালার ও করতে পারেন।

আমার ব্লগে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাতে http://bd69web.blogspot.com ট্রায় করতে পারেন।
সবগুলো বাংলঅ ভিডিউ টিউটোরিয়াল ।
ধন্যবাদ।

Bhai Amar Naam Rassel.
However Ami Photoshop er Kaj Korte Chai.
Apnar Kase Jante chai er jonno kon software bebohar korbo.
Ami Agey kokhono photoshop er kaj kori nai.

    ধন্যবাদ। আপনি বাজারে গিয়ে অ্যাডোব ফটোসপ সিএস নামক সফটওয়ারটি কিনে আনুন। আর বাংলা লেখার জন্য অভ্র ডাউনলোড করুন। এখান থেকে ডাউনলোড করতে পারেন

    http://www.omicronlab.com/avro-keyboard-download.html