Adobe illustrator টিউটোরিয়াল [পর্ব-০১]

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ , সব পাঠক ভাইয়েরা আপনারা কেমন আছেন আসা করি ভাল আছেন আজকে থেকে আপনাদের জন্য শুরু করলাম Adobe illustrator টিউটোরিয়াল ....চেস্টা করব চালিয়ে যেতে ...আর ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন ......আর বিশেষ করে পোস্ট গুলো ভাল লাগলে কমেন্ট করবেন.......নিচের ডিজানটি illustrator দিয়ে করব তার সাথে সাথে  আমরা কিভাবে illustrator এ বাকানো লিখা যায় তা ও শিখব..............

 নিচের পদক্ষেপ অনুসরণ করুন.....
প্রথমে আমরা Adobe illustrator খুলব অতঃপর একটি নতুন পেইজ নিব অর্থাৎ File- New-Ok অতঃপর পেইজের বাম পাশের বার হতে  Pen tool এ ক্লিক করে সু্ন্দর করে আস্তে আস্তে বাকানো পাত আঁকব  অর্থাৎ এভাবে...
এর পর *1 অংশে এবং *2 অংশে ক্লিক করে *3 অংশে Alt ধরে ক্লিক করব তখন বৃত্তকার অংশটি কেটে যাবে  অতঃপর এভাবে .....
এর পর **২ অংশে ক্লিক করে  টাইপ টুল থেকে  Tipe on path tool এ ক্লিক করতে হবে অর্থাৎ ছবিতে দেখানো  ২ অংশের মত নিতে হবে এর পর এভাবে...........
এর পর পাতের উপর ক্লিক করে লেখাটি লিখব  এর পর এভাবে.............
 এর পর ৪ নং এবং ৫ নং এ ক্লিক করব........এর পর আমরা কাঙ্কিত ডিজাইনটি পাব........অতঃপর এটাকে jpeg ফরমেটে সেভ করব. এই টিউনটি আগে টিউনারপেইজ, টেকটুইটস ও আমার ব্লগে প্রকাশিত হয়...সবাই ভাল থাকবেন ধন্যবাদ.......

Level 0

আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেইসবুকে আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর হয়েছে, পরের টিউনের অপেক্ষায় ….. ।

Level 0

Dear Mr. Rizvi,
Amar bohu diner shokh ami Illustrator shikhbo but resource and time er ovabe shikhte pari ni………………….asa kori apni notun notun tune chaliea jaben and amader moto student der ke shekhaben…thanks for your tune……valo hoieache

Level 0

thanks for your tune……valo hoyece

সুন্দর টিউন ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

ভালো লাগলো..

Level 0

অনেক ভাল লাগল।শিখানোর পদ্ধতিটা খুব ভাল লাগল।ধন্যবাদ।

রিজভী ভাই খুবই ভাল টিউন হয়েছে। আপনার কাছ থেকে চেইন টিউন আশা করছি। পেলে উপকৃত হবো।
ধন্যবাদ, ভাল থাকবেন।

    @সুজয়: হাঁ ভাল আপনাদের জন্যই ত টিউন করা আপনারা উপকৃত হলে নিজের টিউন লেখা স্বার্থক হয়েছে বলে মনে হয় …আর আপনার কথা রাখার চেস্টা করব……ধন্যবাদ……

Level 0

এত ঝামেলার দরকার কি প্রথমে টেক্সটি লিখুন তারপর ইফেক্ট মেনু থেকে ওয়ার্প অপশনটি ক্লিক করুন দেখবেন বিভিন্ন শেপ পাবেন সেখান থেকে ফ্লাগ এর মত ঢেউ খেলানো টা সিলেক্ট করুন প্রিভিউতে ক্লিক করে নিবেন তাহলে দেখতে সুবিধা হবে অন্য আরো অপশন আছে সেগুলো আপনার মনের মত সেটিং দিয়ে ওকে করুন ব্যাস কাজ শেষ। এবার সোয়ার্জ প্লেট থেকে আপনার কাঙ্গ্খীত ইফেক্ট টি দিয়ে দিন।