Android অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট এনভারমেন্ট সেটআপ

ইন্সটলেসন স্টেপসঃ

স্টেপ ১:

Java সেটআপ:

ডাউনলোড  JDK(Java Development Kit)

ডাউনলোড লিঙ্কঃ

http://www.oracle.com/technetwork/java/javase/downloads/jdk-6u25-download-346242.html

 

(যদি  jdk 1.6 এ এর eclipse er latest  ভার্সন ওপেন না হয় তাহলে jdk এর latest version

 করতে হবে।jdk এর latest version লিঙ্কঃ http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html  )

উপরের লিঙ্ক টিতে গেলে নিচের মত একটি পেজ ওপেন হবে।

JDK

Accept license agreement  সিলেক্ট করুন ।

প্রয়োজন মত অপারেটিং  সিলেক্ট করে JDK ডাউনলোড করুন।

JDK এক্সিকিউট করুন।

কোন অপশন পরিবর্তন না করে নরমাল ভাবে ইন্সটল করুন।

স্টেপ ২:  

Android সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (SDK) সেটআপ:

ডাউনলোড  SDK(Software Development Kit)

ডাউনলোড লিঙ্কঃ 

http://developer.android.com/sdk/index.html

লিঙ্ক টিতে ক্লিক করলে নিচের পেজ ওপেন হবে।

download

চিহ্নিত বাটন এ ক্লিক করে SDK  ডাউনলোড করুন।

আপনার ডাউনলোড করা package টি একটি executable file যেটি একটি installer ওপেন করবে। installer টিতে ডাবল ক্লিক করলে পিসি চেক করবে যে প্রয়োজনীয় টুলসগুলো আপনার পিসি তে আছে কিনা।তারপর Installer টি আপনার পিসি এর ডিফল্ট লোকেশান এ android SDK Tools টি সেভ করবে(আপনি চাইলে লোকেশান specify করে দিতে পারেন) । SDK Tools কোথাই সেভ করেছেন তার নোট রাখুন।এটি পরে প্রয়োজন হবে। এবার SDK Tools এর ফোল্ডার টি ওপেন করুন।

SDK-Manager

SDK Manager.exe এ ডাবল ক্লিক করুন। তারপর নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। যখন SDK Manager ওপেন করা হয় এটি অটোমেটিকভাবে কিছু package সিলেক্ট করে রাখে। আপনি শুধু ইন্সটল বাটন এ ক্লিক করুন। 

SDK

Install বাটন ক্লিক করলে ছোটো আর একটি উইন্ডো আসবে। Accept All সিলেক্ট করে ইন্সটল করুন।

small window

এটি কিছু package ডাউনলোড করবে।এতে সময় লাগবে। ডাউনলোড শেষ হলে উইন্ডো এর নিচের দিকে done loading package দেখাবে। ক্লোজ বাটন সিলেক্ট করে SDK Manager ক্লোজ করুন। SDK নিয়ে আরও বিস্তারিত জানতে http://developer.android.com/sdk/installing/adding-packages.html এ যেতে পারেন।

স্টেপ ৩:

ইন্সটল Eclipse প্লাগিন :

ডাউনলোড Eclipse

ডাউনলোড লিঙ্কঃ 

http://www.eclipse.org/downloads/

উপরের লিঙ্ক থেকে Eclipse Classic ডাউনলোড করুন। 

eclipsedownload

এটি একটি জিপ ।এটা ইন্সটল করার দরকার নাই। Eclipse ফোল্ডার টি আপনার প্রোগ্রাম ফাইল এ কপি করুন। ফোল্ডার এর ভিতরে নিচে দেখান আইকন টি তে ডাবল ক্লিক করলে Eclipse ওপেন হবে।(JDK 1.6 ইন্সটল না থাকলে ওপেন হবে না)।

তারপর নিচের স্টেপ গুলো ফলো করুন

  • Eclipse স্টার্ট করে সিলেক্ট Help > Install New Software

installnew

  • ADD বাটন এ ক্লিক করুন। Name এর ঘরে ADT Plugin লিখুন এবং লোকেশান এর ঘরে নিচের লিঙ্ক বসান 
      https://dl-ssl.google.com/android/eclipse/
  • ক্লিক Ok.
Available software dialog বক্স এ ডেভেলপার টুলস এর চেকবক্স সিলেক্ট করে নেক্সট বাটন সিলেক্ট করুন। 
availablepackage
  • উইন্ডো তে কিছু টুলস ডাউনলোড হবে।তারপর নেক্সট বাটন সিলেক্ট করুন।
  • License and agreement পরুন, ফিনিশ বাটন সিলেক্ট করুন।
license
  • ইন্সটল শেষ হলে Eclipse Restart করুন 
Configure ADT Plugin:
  • সিলেক্ট Window>Preferences.
  • বাম পাসের প্যানেল থেকে Android সিলেক্ট করুন।
  • Browse করে আপনার Android-SDK folder টি দেখিয়ে  দিন
  • Apply করে OK প্রেস করুন।

sdk

  • আবার Window>Android SDK and AVD Manager ক্লিক করুন।
avd
  • New বাটন এ ক্লিক করুন।
  •  তারপর নিচের চিত্রে দেখানো অপশন গুলো সিলেক্ট করুন।
option
ADT Plugin নিয়ে আরও বিস্তারিত জানতে http://developer.android.com/sdk/installing/installing-adt.html এ যেতে পারেন।

উপরের টুলস গুলো ডাউনলোড করতে বেশ সময় লাগবে। ধৈর্য নিয়ে স্টেপ গুলো ফলো করলেই আপনি আপনার প্রথম অ্যাপ ডেভেলপ করতে পারবেন । 

Level 0

আমি Snigdha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Sabiha Sultana Snigdha, Institute Of Information Technology, Jahangirnagar University.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে…চালিয়ে যান, আশা করি আপনার কাছ থেকে চেইন টিউন পাব…:)

দারুন Post হয়েছে,চালিয়ে যান…:)

Level 0

কিছু দিন ধরে এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খাইতেছিল , অনেক ধন্যবাদ আপনাকে

apu eitar kaj ki? ki kora jay ei soft ta diya?

hello , excellent tune , just the kind of tune i was looking for . Helped me a lot.
and Excuse me for a request , can u give me your email address cause i wanna know a lot more about this . my email address is [email protected]

প্রথম টিউনটাই ফাটাফাটি হল। চেইন টিউনের অপেক্ষায় Amigo!

Level 0

ভালো হয়েছে…চালিয়ে যান, আশা করি আপনার কাছ থেকে চেইন টিউন পাব…:)

salai jan apa

অনেক গোছানো টিউন।১ম বলেই ছক্কা।আপনাকে স্বাগতম,আশা করব আপনি নিয়মিত টিউন চালিয়ে যাবেন

Level 0

দারুন হয়েছে……. চালিয়ে যান,চেইন টিউনের অপেক্ষায় রইলাম…………..

Level 0

thank you @জ্যোতি,বাপ্পী,no-on,দীনার(amigo :)),coder_ami,www.gopcclinic.cor,wellwisher.
@অমিত vaia eta die mobile application develop kora jai.
@সায়মন ami jototuku parbo post die help korte try korbo insaallah….:):)

অনেক ধারুন হয়েছে। চালিয়ে যান।

Level 0

thank u … @jihad

Level 0

টিউন টা ভালই হয়েছে।চালিয়ে যান।

Level 0

thank u.. @bd

Level New

BlueStacks,AMD,YouWave mone hoy official SDK er ceye android app test korar easy way.
offtime developer der jonno 1-3 e valo hote pare.onnodike
Official SDK want very hard patience for work with many errors.