ফটোসপের যে ফিচারটি ৯৯% কম্পিউটার ইউজারের জানা থাকা উচিত

হ্যালো! আমি আবু নাছেরে।  এসেছি এডবিহিরো  ফটোসপ টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল টিকে আমি অনেক গুরত্বপূর্ন বলে মনে করি সবার জন্য। আপনি গ্রফিক ডিজাইনার  হউন অথবা অয়েব  ডেভলোপার হউন। ব্যাক্তিগত ব্যবহারের জন্য  ও জানা থাকলে প্রয়োজনের সময় কারো কাছে যেতে হবে না।

আজকের টিউটোরিয়াল টি ইমেজ অপটিমাইজেশন নিয়ে। আমি প্রায়ই দেখি জব এপ্লিকেশনের জন্য ইমেজ 15 কে বি এর নিচে করার জন্য অনেকে বিপদে পড়েন। এই টিউটোরিয়াল টি দেখার পর আপনাকে আর কারো কাছে যেতে হবে না, আপনি পাসপোর্ট সাইজের একটি ইমেজকে 3-4 কেবিতে ও সেভ করতে পারবেন। আপনি যদি আপনা অয়েবসাইট কিংবা ব্লগের ইমেজ অপটিমাইজ করে নেন তাহলে পেজ ফাষ্ট লোড হবে। ইউজার বিরক্ত হবেনা। আমরা সাবাভিক ভাবে সেভ করলে যে  ইমেজটি 400 কেবি হয়, অপটিমাইজ করে সেভ দিলে সিটি 100 - 120 কে বি তে নিয়ে আসতে পারেন।  আমি টিউটোরিয়ালটি  ফটোসপ সিএস ৫ এ করেছি,  কিন্তু এ কাজটি আপনি যেকোন ভার্শনে করতে পারবেন। আর যারা  সিএ ৫ পেতে চান তারা আমার পূবের পোষ্ট গুলো  এবং পেষ্টের কমেন্ট গুলো পড়ুন।

ইতি পূর্বে কেউ কেউ আমাকে মেইল করেছেন আমি  কেন মাত্র একটি টউন করলাম। আপনি দয়াকরে আমার ‍ টিটউনার পেজ দেখুন আমার পূর্ববর্তী টিউন গুলো দেখার জন্যে। কোন সমস্যা হলে আমাকে  ফেসবুকে লিখেন  অথবা মেইল করুন। অফিস ও ফ্রিলায়েন্সিং ্এর ব্যস্ততার মাঝেও আপনাকে সাহায্য করতে কার্পন্য করবো না।

পোষ্টটি ইতিপূর্বে আমার ব্যাক্তিগত সাইট এডবিহিরো তে প্রকাশিত হয়েছে। সময় নিয়ে পড়ার জন্য এবং মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি Abu Naser। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম আপনার কিছু টিউটোরিয়াল দেখলাম। বেশ ভাল হয়েছে। দয়া করে এমন টিউটোরিয়াল আরো দিতে থাকুন। বাংলাতে এমন টিউটোরিয়াল অনেক প্রয়োজন। lynda.com এর ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে ঐ রকমও ফলো করতে পারেন।
অনেক শুভ কামনা রইল। 🙂

আমার নেট স্পীড এর কারণে আপনার টিউনটি দেখা হল না, টেক্সট ও ইমেজ সহ টিউনটি করলে আরো ভাল হতো।

ভাল জিনিস
“টিপি” কলা বেচা অ্যান্ড ইন দ্যা মিন টাইম রথও দেখা ঃপী 😛

Level 2

Image Optimization Kibhave korbo setai to bollen na..