পি টি সি সাইটের সগৌরবিত মালিক হোন ফ্রি তে ।

আমরা সবাই পি টি সি সাইট সম্পর্কে জানি । অনেক পি টি সি সাইট এর নামে নতুন নতুন গালি বের হচ্ছে । যাই হোক এখন আমরা লক্ষ করি কোন প্রকার দক্ষতা ছাড়ই এ বি সি জেনে কিভাবে পি টি সি সাইট তৈরী করা যায় । [বিঃদ্রঃ এর মানে এই নয় যে আপনি জানার পর ১১০০ টাকা দিয়ে ডোমেইন এবং হোস্টিং কিনে সাধারন জনগনকে ধোকা দিবেন । যারা দিতে চান অনুগ্রহ করে তাদের টিউনটি না দেখাই ভালো ]

এখন দেখা যাক ফ্রি ডোমেইন এবং ফ্রি হো্স্টিং দিয়ে কিভাবে পি টি সি সাইট তৈরী করা যায় ।

প্রয়োজনীয় উপকরন ।

  1. ডোমেইন এর লিংক  http://www.registry.cu.cc/
  2. হোস্টিং এর লিংক  http://www.cuccfree.com
  3. স্ক্রিপ্ট এর লিংক   http://www.4shared.com/rar/YVZndrwl/gen3_ptc_script_-_fully_nulled.html

ডোমেইন যে নামে নিতে চান তা লিখে সার্চ দিয়ে চেকআউট করে নিয়ে রেজিস্টেশন শেষ করুন এক আইপি থেকে একটি একাউন্ট ই খোলা যাবে এবং এক একাউন্টে ১০০ টি ফ্রি ডোমেইন নেয়া যাবে । রেজিস্টেশন সাধারন নিয়মে ।

তারপর ফ্রি হোস্টিং এর জন্য

আর একটি মাত্র ডাউনলোডের জন্য আছে সেটা হল স্ক্রিপ্ট বাবাজি

এর পর আপনার কাজ শুরু হবে এভাবে প্রথমে ডোমেইন ও হোসিটং সেট করা । তা প্রথমে হোস্টিং এ লগইন করুন ।
এবং অন্য ট্যাবে অপেন করুন ডোমেইন এর পর ।
এর পর ম্যানেজ থেকে নে ম সার্ভার সিলেক্ট করুন ।

সেখানে লিখুনঃ

ns1.cuccfree.com
ns2.cuccfree.com

এবং হোস্টিং এর প্যানেলে Addon Domain Management  এ গিয়ে লিখুন আপনার ডোমেইন নাম www. বাদ দিয়ে যেমন : অমুক.cu.cc । ব্যাস আপনার সাইট তৈরী হয়ে গেছে এবার কিছু কাজ বাকি আছে সেটা হল ।

Control Panel থেকে Database Management> MySql Database সিলেক্ট করুন তারপর নতুন ডাটাবেজ তৈরী করুন যেকোন নামে এবং ডাটাবেজ নামটা একটা নোটপ্যাডে সেভ করে রাখলে ভালো হয় আর সেই সাথে নোট প্যাডে সেভ করে রাখবেন । তারপর আপনার  ডাটাবেজ তৈরী হলে এডমিনে  ক্লিক করে Import  ট্যাবে যেতে হবে । তারপর আপনার স্ক্রিপের কিছু কাজ করতে হবে সেটা প্রথমে জিপ ফাইল টি আনজিপ করুন । এবং সেখান থেকে How To Install > Database এর new_database.sql এই ফাইলটি  সেখানে ইমপোর্ট করতে হবে ।

নোটপ্যাডে sql database যেটা ক্রিয়েট করেছেন সেটা আর নিচের নামগুলো সেভ করে রাখুন ।

নিচের চিত্রের অংশগুলো ।

  • FTP hostname:
  • FTP username:
  • MySQL hostname:
  • MySQL username:
  • MysQl যে ফাইলটা সেভ করেছেন সেটার নামcucch_অমুক_তমুক।

তারপর স্ক্রিপ্টের lib ফোল্ডারের Lib database.php , Includes>DBconn.php ,  Forum>Lib>Lib_database.php এবং Forum>LIb>Connect.php

এই ফাইলগুলো যদি ড্রিমওয়েভার থাকে সেখানে অথবা নোটপ্যাড দিয়ে ওপেন করুন তার পর

সব ফাইলের

DEFINE('DB_DETAILS', true);
DEFINE('DB_HOST', "এখানে মাই এস কিউ এল হোস্ট এড্রেস");
DEFINE('DB_USER', "এখানে মই এস কিউ এল ইউজার নেম");
DEFINE('DB_PASS', "পাসওয়ার্ড");
DEFINE('DB_NAME', "fees0_অমুক_তমুক");

চারটি ফাইলেরই ইডিট করুন এবং সেভ করুন [Ctrl+S]

এবার সহজভাবে হোস্টিং সার্ভারে আপলোড করার উপায় হলো আপলোড ফোল্ডারের সব ফাইল মার্ক করে জিপ/টার করে নিন [রার করবেন না]

এবার হোসিং সাইটে লগইন করার পর হোম পেজে  Online File Manager  এ যান তারপর আপনার ডোমেইনের নামের ফোল্ডারে যান তারপর htdocs এই ফোল্ডারে গিয়ে আপলোড অপশন  এ যান গিয়ে দুইটা আপলোড অপশন থেকে ডান দিকের আপলোড অপশন জিপ/টার এর সেখানে ফাইল ধরিয়ে দিয়ে উপরে সবুজ টিক এ ক্লিক দিলে আপলোড হতে সময় নিবে তারপর দেখবেন অটো আনজিপ হয়ে ফাইল ঐ ফোল্ডারে যাবে ।

এবার সর্বশেষ কাজ আপনার সবুজ টিকে আর ক্লিক করলে ফাইল গুলো দেখাবে তারপর ব্যাক এ ক্লিক করে Lib ফোল্ডারে গিয়ে

configuration.php,lib.php এবং lib_database মার্ক করে Chmod  এ ক্লিক দিয়ে সব ভ্যালু ৭৭৭ করে দিন সেভ করুন কাজ শেষ । সাইটের এড্রেস দিয়ে ঢৃকে যান । আর এডমিনের এড্রেস হলো । www. আপনার  web.cu.cc/admin

password: admin

কাজ শেষ ।

ভাই অনেক কষ্টে লিখলাম ।আলসেমীর ভয়ে কখনো টিউন করিনি এটা আমার প্রথম টিউন তাই অনুগ্রহ করে কমেন্ট করবেন । উৎসাহ পাবো ।

Level 0

আমি samrattex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ডিপ্লোমা ইন টেক্সটাইল এর শেষ প্রান্তে দাড়িয়ে আজ আমার হাতে কটন,ভিসকোস কিংবা নাইলন বা এক্যাইলিক , ডাই মলিকুল, সোডা, এসিড যতক্ষন না থাকে তার চেয়ে বেশী থাকে এইচ পি ৪৩০!! হায় রে ..............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই script tar লিংক কই । script তা সম্ভবত Gen2 or Gen3 or Gen4

হ্যা ভাই এটা GEN3 Script তা লিংকটা আপডেট করে দেয়া হয়েছে।

ভাই alertpay payment বাটন কিভাবে তৈরি করব জানেন। http://clickonlineearn.tk/

হুম ! জানি আপনার পেজের এলার্টপে অপশনে দেখেন ইউজার নেম সাথে ট্রানজেকশন পাসওয়ার্ড চাবে সেখানে সেটিং করলে হবে আশাকরি । তা ভাই আপনার সাইটি কোন স্ক্রিপ্ট এর?

Aurora GPT koto virsion ? R jodi Download link Deya Jay

ফান করলাম স্ক্রিপ্ট টা আমার কাছে আছে ।

স্কাই ল্যান্সার তো গেল ভাবতাছিং “মাডি ল্যান্সার” নামে একটা খুলুম নাকি 😛

ভালো ভালো ।

Level 0

ভাইজানেরা,
ক্লিক টাকা ক্লিক, টাকা এই নামে খুলুন ।

ধন্যবাদ . ভাই আপনাকে

Level 0

bos hosting a reg korte gele ai likhata ashe keno bolben pls ,help me

Fill out the form below and your free hosting account will be created.
Sorry. We are unable to supply you with an account at this time (Ip logged as 117.18.231.18). error code #934698385

http://www.juckkasbeenpaid.tk plz visit this site…….. vai sob thik thak moto khaj korlam kintu problem ta kothai bujhtace na.. plz help me

Level 0

এটা কি আপনার ফটো………………………।।?

Poramon Vi Er Ai Somossha houer kotha na karon problem hole apnar domain deyar somoy hote parto kin2 hosting e multy id khola jay ota kono problem e kore na apne catch/history clean kore then try korte paren

স্বপন ভাই আপনার প্রব্লেম হচ্ছে এই চারটা ফাইল প্রথমে নোটপ্যাডে ইডিট করতে হয় আর মাই এস কিউ এল ডাটাবেস নেম পাসওয়ার্ড ভালোভাবে দিতে হয় দেন সব শেষে ফাইল আপলোড শেষ হলে আপনাকে lib ফোল্ডারের lib.php, onfiguration.php lib_database মার্ক করে Chmod এ ক্লিক দিয়ে সব ভ্যালু 777 করে দিন । আরেক বার টিউট টি পরুন । বুলবুল ভাই এটা আমার ছবি তবে থ্রি ডিক্যাল ।

ভাই আমি পাচ্ছি না alertpay payment বাটন বানাতে পারছি না বলে বারবার script change করছি। ভাই একটু বিস্তারিত বললে ভাল হত। IPN সম্পর্কিত কি কি জেন করা লাগে।

Level 0

কেউ PTC তে ক্ষতি গ্রস্থ হলে ট্রাই করতে পারেন একটা ফরেক্স সিগন্যাল সাইট http://www.pipsne.ws। $৭ অর্থাৎ মাত্র ৬৩০ টাকা এক মাসে দিতে হবে। আর আপনি তো নিজের অ্যাকাউন্ট এ ব্যাল্যান্স রেখে ট্রেড করবেন। মানি ম্যানেজমেন্ট করবেন তাহলে লস হবে না। ফরেক্স এর বেসিক জেনে নিন bdpips.com থেকে। তারা গত সপ্তাহে ৩৮০ পিপ্স দিয়েছে কিন্তু আমি ১৯০ পিপস নিতে পেরেছি। ব্যাল্যান্স কম ছিল । আশারাখি উপক্রিত হবেন

Level New

vai aponar 3d photota ki software diya banaisen. joss hoise

এটাও যার অবদান তিনি হচ্ছেন হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আমি ওনার ভক্ত বলতে পারেন সরি টিউনের।

Level 0

http://www.___________web.cu.cc/admin ekhane giya user name and pass konta dile login hobe bolben plz

এসিড (সম্রাট দেওয়ান।) vai apnar contact numbar ta ki dia jabe.. jodi dia jai taholy plz mail koren.
[email protected]

Level 0

তারপর স্ক্রিপ্টের lib ফোল্ডারের Lib database.php , Includes>DBconn.php , Forum>Lib>Lib_database.php এবং Forum>LIb>Connect.php ………………….. vai forum>Llb>contact.php to kuje pelam na………….

Level 0

Warning: shell_exec() has been disabled for security reasons in /home/bdjokers/public_html/boss/Upload/lib/lib_functions.php on line 12

error ase vai…. vul ta koi holo janale upokrito hobo….
site : bdjokers.com/boss

Tahole Valo Upay Vi Google e Gen3 PTC Script free Download নামে সার্চ মারেন পাইয়া যাবেন।

Level 0

vai apnar ei likhata r ektu khulshe bolben, bujhte partesina plz,apnar mobile number ta dile khusi hotam [email protected]

তারপর স্ক্রিপ্টের lib ফোল্ডারের Lib database.php , Includes>DBconn.php , Forum>Lib>Lib_database.php এবং Forum>LIb>Connect.php

এই ফাইলগুলো যদি ড্রিমওয়েভার থাকে সেখানে অথবা নোটপ্যাড দিয়ে ওপেন করুন তার পর

সব ফাইলের

DEFINE(‘DB_DETAILS’, true);
DEFINE(‘DB_HOST’, “এখানে মাই এস কিউ এল হোস্ট এড্রেস”);
DEFINE(‘DB_USER’, “এখানে মই এস কিউ এল ইউজার নেম”);
DEFINE(‘DB_PASS’, “পাসওয়ার্ড”);
DEFINE(‘DB_NAME’, “fees0_অমুক_তমুক”);

চারটি ফাইলেরই ইডিট করুন এবং সেভ করুন [Ctrl+S]

এবার সহজভাবে হোস্টিং সার্ভারে আপলোড করার উপায় হলো আপলোড ফোল্ডারের সব ফাইল মার্ক করে জিপ/টার করে নিন [রার করবেন না]

এবার হোসিং সাইটে লগইন করার পর হোম পেজে Online File Manager এ যান তারপর আপনার ডোমেইনের নামের ফোল্ডারে যান তারপর htdocs এই ফোল্ডারে গিয়ে আপলোড অপশন এ যান গিয়ে দুইটা আপলোড অপশন থেকে ডান দিকের আপলোড অপশন জিপ/টার এর সেখানে ফাইল ধরিয়ে দিয়ে উপরে সবুজ টিক এ ক্লিক দিলে আপলোড হতে সময় নিবে তারপর দেখবেন অটো আনজিপ হয়ে ফাইল ঐ ফোল্ডারে যাবে ।

এবার সর্বশেষ কাজ আপনার সবুজ টিকে আর ক্লিক করলে ফাইল গুলো দেখাবে তারপর ব্যাক এ ক্লিক করে Lib ফোল্ডারে গিয়ে

configuration.php,lib.php এবং lib_database মার্ক করে Chmod এ ক্লিক দিয়ে সব ভ্যালু ৭৭৭ করে দিন সেভ করুন কাজ শেষ । সাইটের এড্রেস দিয়ে ঢৃকে যান । আর এডমিনের এড্রেস হলো । www. আপনার web.cu.cc/admin

password: admin

কাজ শেষ ।

ভাই অনেক কষ্টে লিখলাম ।আলসেমীর ভয়ে কখনো টিউন করিনি এটা আমার প্রথম টিউন তাই অনুগ্রহ করে কমেন্ট করবেন । উৎসাহ পাবো ।

Level 0

please vai apnar ei likhata r ektu khulshe bolben, bujhte partesina plz,apnar mobile number ta dile khusi hotam [email protected]

তারপর স্ক্রিপ্টের lib ফোল্ডারের Lib database.php , Includes>DBconn.php , Forum>Lib>Lib_database.php এবং Forum>LIb>Connect.php

এই ফাইলগুলো যদি ড্রিমওয়েভার থাকে সেখানে অথবা নোটপ্যাড দিয়ে ওপেন করুন তার পর

সব ফাইলের

DEFINE(‘DB_DETAILS’, true);
DEFINE(‘DB_HOST’, “এখানে মাই এস কিউ এল হোস্ট এড্রেস”);
DEFINE(‘DB_USER’, “এখানে মই এস কিউ এল ইউজার নেম”);
DEFINE(‘DB_PASS’, “পাসওয়ার্ড”);
DEFINE(‘DB_NAME’, “fees0_অমুক_তমুক”);

চারটি ফাইলেরই ইডিট করুন এবং সেভ করুন [Ctrl+S]

এবার সহজভাবে হোস্টিং সার্ভারে আপলোড করার উপায় হলো আপলোড ফোল্ডারের সব ফাইল মার্ক করে জিপ/টার করে নিন [রার করবেন না]

এবার হোসিং সাইটে লগইন করার পর হোম পেজে Online File Manager এ যান তারপর আপনার ডোমেইনের নামের ফোল্ডারে যান তারপর htdocs এই ফোল্ডারে গিয়ে আপলোড অপশন এ যান গিয়ে দুইটা আপলোড অপশন থেকে ডান দিকের আপলোড অপশন জিপ/টার এর সেখানে ফাইল ধরিয়ে দিয়ে উপরে সবুজ টিক এ ক্লিক দিলে আপলোড হতে সময় নিবে তারপর দেখবেন অটো আনজিপ হয়ে ফাইল ঐ ফোল্ডারে যাবে ।

এবার সর্বশেষ কাজ আপনার সবুজ টিকে আর ক্লিক করলে ফাইল গুলো দেখাবে তারপর ব্যাক এ ক্লিক করে Lib ফোল্ডারে গিয়ে

configuration.php,lib.php এবং lib_database মার্ক করে Chmod এ ক্লিক দিয়ে সব ভ্যালু ৭৭৭ করে দিন সেভ করুন কাজ শেষ । সাইটের এড্রেস দিয়ে ঢৃকে যান । আর এডমিনের এড্রেস হলো । www. আপনার web.cu.cc/admin

password: admin

কাজ শেষ ।

ভাই অনেক কষ্টে লিখলাম ।আলসেমীর ভয়ে কখনো টিউন করিনি এটা আমার প্রথম টিউন তাই অনুগ্রহ করে কমেন্ট করবেন । উৎসাহ পাবো ।,,,

vai download to hoche na..r..ami ki vabe ad bosabo kisu bollen na j..