এখন যেকোনো জাভা মোবাইল দ্বারা টিউন করুন…

বিসমিল্লাহির রহমানীর রাহীম। আশা করি সবাই ভালো আছেন।
টেকটিউনস এ অনেকেই আছেন যারা মোবাইল দ্বারা টিউন পড়েন ।
তাদের পিসি না থাকায় তারা টিউন করতে পারেন না ।
ফলে তাদের সুপ্ত প্রতিভা বিকাসিত হয় না ।
তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করব
যার মাধ্যমে আপনি যেকোনো জাভা মোবাইল দ্বারা টিউন করতে পারবেন ।
এখন ভাবছেন মোবাইল দিয়ে বাংলা দেখা যায়না লিখবো কী করে?

কীভাবে মোবাইলে বাংলা দেখবেনঃ
আপনার মোবাইলে যদি জাভা সমর্থিত থাকে, তাহলে প্রথমে অপেরা মিনির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
মোবাইল থেকে ডাউনলোড করতে যান http://mini.opera.com এ ।
অপেরামিনির সর্বশেষ ভার্সন opera mini next ডাউনলোড করতে যান http://mini.opera.com/next এ ।
তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config (www. ছাড়া লিখতে হবে)
কিছুক্ষন অপেক্ষা করুন কিছু অপশন আসবে । সবার শেষে যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts)
এখানে yes করে দিন। এবার save এ ক্লিক করুন ।
বার দেখুন, মোবাইলে বাংলা সাইট আসে কি না ।

কীভাবে মোবাইলে বাংলা লিখবেনঃ

যে মোবাইল দিয়ে টিউন করবেন সে মোবাইলে অবশ্যয় COPY এবং PASTE থাকতে হবে ।
বাংলা লেখার জন্য প্রথমে এই সাইটে যানঃ http://banglatext.com
তারপর সেখানে আপনি বাংলা শব্দ গুলো ইংরেজি তে লিখবেন । যেমন আপনি যদি লিখতে চান " আমি তোমায় ভালোবাসি" সেখানে লিখবেন "AMI TOMAY BHALOBASI"
এবার লেখা শেষ হলে নীচে দেখবেন CONVERT লেখা আছে । CONVERT এ ক্লীক করলেই দেখবেন সব বাংলা হয়ে গেছে ।
এখন দেখবেন নীচে একটা ঘর এ আপনার লেখা গুলো আছে । এবার সে লেখা গুলো COPY করে PASTE করে দিন ।
আপনার লেখতে সমস্যা হলে AUTO CORRECTION চালু করে নিন ।
এছাড়া লেখার সকল পদ্ধতি ঐ সাইটে লেখা আছে ।

কীভাবে টিউন করবেন তা জানতে এই পোস্টটি দেখুনঃ https://www.techtunes.io/review/tune-id/125173

সাবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে টিউন পড়ার জন্য ।
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন ।
ভাল না লাগলেও অবশ্যই কমেন্ট করবেন ।
বুঝতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পড়ে ভাল লাগল…ধন্যবাদ

বাহ