আসুন এম.এস. অফিস সাইলেন্ট ইনস্টল করি

জনপ্রিয় অফিস সফটওয়ারের লিস্টে MS Office 2003 সবচেয়ে বেশি জনপ্রিয়দের মধ্যে অন্যতম একটি। কারণ এর ব্যবহার খুবই সহজ এবং সর্বাধিক সুযোগ সুবিধার প্রায় সবই আছে। তাছাড়া এর আউটলোকিংটাও সুন্দর। অনেকেই অনুরোধ করেছেন এ ভার্সনটার সাইলেন্ট ইনস্টল কিভাবে তৈরি করা যায় তা নিয়ে লেখার জন্য। বিদ্যুৎ যন্ত্রণার পর কয়েকদিন ব্যায় করে তৈরি করলাম অফিস সাইলেন্ট ইনস্টলের টিউটোরিয়াল। আমার এ পদ্ধতিতে প্রায় সব ভার্সনের অফিসকে নিজের মত করে সাইলেন্ট ইনস্টল করা যাবে। তবে অপিস২০০৭ XP-SP2 তে ইনস্টল করতে ঝামেলা হতে পারে। আমি Office2003 নিয়ে কাজ করেছি।

কিভাবে করবেনঃ
কাজটি আমি বেশ কয়েকভাবে করে দেখেছি। কোন সমস্যা ছাড়াই হয়েছে সবগুলো। তবে সবগুলো পদ্ধতি খুব সহজ নয় আবার এখানে বর্ণনা করাও সম্ভব নয়। তাই নতুন ইউজারদের জন্য বুঝতে সুবিধা হবে এমন একটি পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করেছি আমি। কাজটি করার জন্য আপনার লাগবে MS Office 2003, Office 2003 Resource Kit Tools। প্রয়োজনীয় সব কিছু সংগ্রহ করে কাজ শুরু করুন। আমি ৫টি পর্বে কাজগুলো করেছি।
১। অফিস ফাইল কপি করুনঃ
আগেই বলেছি কাজটি করার জন্য আমাদের দরকার হবে MS Office 2003। না থাকলে কারো কাছ থেকে সংগ্রহ করে নিন। পর্যায়ক্রমে কাজগুলো আমি বর্ণনা করেছি।
ক) আপনার MS Office 2003 সফটওয়ারের পুরো ফোল্ডারটি কোথাও রাখুন। হার্ডডিস্ক, ইউএসবি বা সিডি ড্রাইভের যেকোন জায়গায় থাকতে পারবে। আমি আমার সিডি থেকে কপি করে E:\MS OFFICE 2003 ঠিকানায় রেখেছি।
খ) হার্ডডিস্কের কোন এক জায়গায় Office2003নামে একটি ফোল্ডার খুলোন। আমি F: ড্রাইভে খুলেছি।
গ) Start Menu থেকে Run(Shortcut=Windows Key+R) যান। ব্রাউজ করে আপনার MS Office 2003 ফোল্ডারে থাকা Setup.exe ফাইলটি দেখিয়ে দিন। আমার সেটাপ ফাইলটি E:\MS OFFICE 2003\Setup.exe এ আছে। এরপর একটা স্পেস দিয়ে /a দিন। তাহলে আমার ফাইলটির জন্য পুরো লাইনটা হবে "E:\MS OFFICE 2003\SETUP.EXE" /a  এর মত।
অতিরিক্ত হিসেবে “” চিহ্ন ব্যবহার করেছি। ঐ চিহ্ন অনেক সময় এমনিতেই চলে আসে। /a দেয়ার কারণে Office2003 ইনস্টল না হয়ে এর ফাইলগুলো কপি হবে শুধু। আমাদের উদ্দেশ্যও সেটাপ না করে ফাইলগুলো কপি করা।
ঘ) উপরের কাজটি করার পর এন্টার বা OK চাপুন। তাহলে আপনার সামনে OFFICE 2003 এর উইন্ডো আসবে।
সেখানে আপনি Organization, Install Location, Product Key দিন। Install Location এর জায়গায় ব্রাউজ করে F:\Office2003\দেখিয়ে দিন। Product Key এর জায়গায় আপনার সংগ্রহে থাকা  Product Key দিন। ভুল হলে কাজ হবে না। সব শেষে Next দিন।
ঙ) Next দেয়ার পর লাইসেন্স এগ্রিমেন্ট আসবে। Accept করে Install এ ক্লিক করুন।প্রসেস শুরু হবে।
অপেক্ষা করুন। মনে হবে যেন অফিস নতুনভাবে সেটাপ হচ্ছে। আসলে ফাইলগুলো আমাদের দেয়া জায়গায় কপি হচ্ছে। /a দেয়ার কারণে Office2003 ইনস্টল না হয়ে এর ফাইলগুলো কপি হবে শুধু। আমাদের উদ্দেশ্যও সেটাপ না করে ফাইলগুলো কপি করা।কপি হওয়া শেষে Successful মেসেজ আসবে। OK দিয়ে মেসেজটি ক্লোজ করুন। কপির পর এর সাইজ হবে 624 MB এর মত। নিচের মত দেখাবে। ১ম পর্ব শেষ।
২। অফিস২০০৩ কাস্টমাইজ করুনঃ
এ পদ্ধতিতে আমরা আমাদের অফিস২০০৩ কে মনের মত করে কাস্টমাইজ করবো।যার যার পছন্দমত সাজিয়ে নেয়া যাবে এ পদ্ধতিতে। এ পর্বে কেউ ইচ্ছে করলে ফন্ট ইনস্টল, অফিস রিলেটেড অন্যান্য সফটওয়ারও ইনস্টল করতে পারেন। অফিস সেটাপ শেষ হওয়ার পর অটোমেটিক এগুলো ইনস্টল হয়ে যাবে। তবে আমি সেগুলো দেখাব না।
এ কাজটির জন্য ২৪ টি উইন্ডো আসবে। উইন্ডোগুলোতে উপরের বামপাশে টাইটেল এবং ডানপাশে সিরিয়াল নং থাকবে। প্রতিটিতে কাস্টমাইজের জন্য বিভিন্ন অপশন থাকবে। আপনার প্রয়োজনীয় কোন অপশন থাকলে প্রয়োগ করুন আর কোন কিছু না বুঝলে সরাসরি Next দিন। অসংখ্য সেটিংস এখানে পাওয়া যাবে যা নিজের পছন্দমত সেট করা যায়। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি উইন্ডো নিয়ে আলোচনা করবো।
ক) Office 2003 Resource Kit Tools ইনস্টল করার পর Start Menu\Programs\Microsoft Office\Microsoft Office Tools\Microsoft Office 2003 Resource Kit এ গিয়ে Custom Installation Wizard রান করুন।
খ) কাস্টমাইজ করার জন্য প্রথম উইন্ডো এটি। Next দিন।
গ) Open the MSI File উইন্ডো আসবে। ওখানে ব্রাউজ করে F:\Office2003\PRO11.MSI দেখিয়ে দিন। অফিসের অন্যান্য ভার্সনে Proplus.msi বা এ রকম থাকতে পারে। সেক্ষেত্রে সেটিই ব্যবহার করতে হবে।  F:\Office2003 হল কিছুক্ষণ আগে কপি করা আমাদের অফিস ফাইলের ফোল্ডারটি। Next দিন।
ঘ) Create New MST file ফাইলে চেক দিয়ে Next দিন।
ঙ) এখানে MST ফাইলের নামও পথ দেখিয়ে দিতে হবে। আমরা MST ফাইলের নাম দেব Unattended.MST। আর এটি তৈরি করবো F:\Office2003\ ঠিকানায়। অর্থাৎ একই জায়গায়। তাহলে Name and Path of MST file MST ফাইলের জন্য পুরো পথ এড্রেস হবে  F:\Office2003\Unattended.MST। এরকম দিয়ে Next দিন।
চ) Next দিয়ে দিয়ে Set Features Installation States পর্বে আসুন।
এখানে আপনি অফিসের সব ফিচার পাবেন। সেটাপের সময় যেভাবে সেট করেন সেভাবেই সেট করে Next দিন।
ছ) Customize Default Application Settings উইন্ডোতে আসুন। এখানে অফিসের পূর্ব কোন সেটিংস ফাইল থাকলে তা ব্রাউজ করে দেখিয়ে দিন। যদি না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে রেখে Next দিন। এতে কোন সমস্যা নেই। আমি পূর্বের সেটিংস ব্যবহার করেছি তাই সেটিংস ফাইল ব্যবহার করেছি। সেটিংস ফাইল কিভাবে তৈরি করে তা দেখার জন্য ৫নং পর্বে MS Office 2003 Profile Settings টিউটোরিয়ালটি দেখুন।
জ) Change Office User Settings উইন্ডোতে এ আসুন। এখানে আনলিমিটেড সেটিংস পাবেন। প্রোফাইল সেটিংস এড করে থাকলে এটা তেমন কাজে আসবে না। এখানে আপনার প্রোফাইল সেটিংসগুলো বিশেষ করে থাকে।
 + চিহ্নতে ক্লিক করে করে ডানপাশের সাইটে প্রয়োজনীয় সেটিংস এ যান। সেটিংসটিতে ডাবল ক্লিক করুন। Apply Changes আর নিচের ঘরে চেক মার্ক দিয়ে OK দিন। এভাবে যত সেটিংস করতে চান করে নিন। Next দিন।
ঝ) Add/Remove উইন্ডোতে আসুন। যদি আপনি অফিস প্যাক থেকে কোন সফটওয়ার বাদ দিতে চান তাহলে Remove Files এ ক্লিক করে Add এ এর মাধ্যমে ফাইলটি লিস্ট থেকে দেখিয়ে দিন। এভাবে যতটা ইচ্ছা দিন। সেটাপের সময় ফাইলটি রিমোভ হয়ে যাবে।
আর যদি কোন ফাইল এড করতে চান তাও করতে পারেন। প্রয়োজনে আপনার সমস্ত সফটওয়ার এড করতে পারেন। তবে সাইলেন্ট সুইচ লাগবে। Next দিন।
ঞ) Add/RemoveRegistry Entries উইন্ডোতে আসুন। আপনি যদি অফিসের কোন রেজিস্ট্রি ফাইল আগে তৈরি করে রাখেন তাহলে এখান তা  Add করতে পারবেন। এড করা থেকে ডিলিট করতে চায়লে তাও পারবেন।
ট) Add,Modify or Remove shortcut উইন্ডোতে আসুন।ধরুন আপনি এমএসওয়ার্ডের একটা শর্টকাট ডেস্কটপে নিতে চান। এ কাজটি এখানে করতে পারবেন। আমি Word আর Excel এর শর্টকাটকে ডেস্কটপে নিয়েছি।
এজন্য Add এ ক্লিক করুন। Target এ পছন্দের সফটওয়ারটির নাম, Location এ কোথায় শর্টকাট চান এবং Name এ শর্টকাটটির নাম কি হবে তা ঠিক করুন। অন্যান্য ঘরগুলোও প্রয়োজন মনে করলে পূরণ করুন।
ঠ) এরপর Next দিয়ে দিয়ে শেষ পর্যায়ে চলে আসুন। এটি ২৪/২৪ তম উইন্ডো। Finish বাটনে ক্লিক করুন। 
তাহলে আপনার MST ফাইলটি তৈরি হবে আপনার দেয়া সেটিংস অনুযায়ী। এরপর Exit এ ক্লিক করুন। F:\Office2003 এ আপনার সেটিংস করা Unattended.MSTফাইলটি তৈরি হয়ে গেছে।
কোন সেটিংস বাকি আছে পুণরায় করতে হবে এমনটা চায়লে Exit দেয়ার আগে Back বাটনের মাধ্যমে আপনি ইচ্ছে করলে পিছনেও যেতে পারেন। আর উপরের ডানকোণায় ড্রপডাউন চিহ্নতে ক্লিক করে নির্দিষ্ট উইন্ডোতেও যাওয়া যাবে এবং কাজ করা যাবে।
যদি পুরো ২নং পদ্ধতিটি করতে না চান বা খুব কঠিন মনে হয় তাহলে আমার তৈরি Unattended.MSTফাইলটি ডাউনলোড করে F:\Office2003 এ পেষ্ট করুন। তাহলে ২নং পদ্ধতিটি আপনাকে করতে হবে না এবং আমার করা সেটিংসগুলোই পাবেন। আমার সেটিংসগুলো প্রায় সবার কথা চিন্তা করেই করা হয়েছে। তাই আশাকরি আপনারও অপছন্দ হবে না।
Unattended.MST সহ অন্যান্য ফাইল
আমাদের অফিস২০০৩ কাস্টমাইজ করা শেষ। এবার সাইলেন্ট ইনস্টল তৈরি করার পালা।
৩। সাধারণ সেটাপের জন্য Silent Install তৈরি করাঃ
উপরের ১ নং ও ২ নং কাজগুলো সঠিকভাবে করার পর এ পর্ব শুরু করবেন। আমরা দু উদ্দেশ্যে Silent Install তৈরি করবো। একটি হল পিসিতে স্বাভাবিকভাবে ইনস্টল করার জন্য। অন্যটি হল কাস্টমাইজ এক্সপিতে যুক্ত করার জন্য। যারা সাধারণত ট্রাবলশ্যুটিং এর কাজ করেন এবং তাড়াতাড়ি অফিস সেটাপের কাজটা করতে হয় তাদের জন্য এ পদ্ধতি। এ পদ্ধতিতে একবার ডাবল ক্লিকে পুরো অফিস সেটাপ হয়ে যাবে নিজের সেটিংস মত। আর এ পদ্ধিতি কাস্টমাইজ এক্সপির জন্য ব্যবহার করবে না। কাস্টমাইজ এক্সপির জন্য নিচের ৪নং পর্বে চলে যান।
ক) Office2003_Silent.cmd ফাইলটি ডাউনলোড করে আমাদের কাস্টমাইজ করা অফিস ফাইল F:\Office2003\ এ পেষ্ট করুন।
খ) এবার Office2003 ফোল্ডারটি কপি করে আপনার পেনড্রাইভ বা পছন্দের জায়গায় রেখে দিন। যখন সাইলেন্ট ইনস্টল করার প্রয়োজন হবে তখন Office2003 ফোল্ডারে থাকা Office2003_Silent.cmd ফাইলটিকে ডাবল ক্লিক করলেই হবে। সাথে সাথে ইনস্টল শুরু হবে এবং আমাদের কাস্টমাইজ করা সব সেটিংস নিয়ে পূর্ণাঙ্গ সেটাপ শেষ হবে। সেটাপ শেষ হওয়া পর্যন্ত কোন কাজ করতে হবে না।  
৪। কাস্টমাইজ এক্সপির জন্যহটফিক্সঃ
যারা এক্সপিতে Silent Install এর জন্য হটফিক্স হিসেবে অফিস সফটওয়ার চাচ্ছেন তাদের জন্য এ পদ্ধতি। ধাপগুলো অনুসরণ করুন।
ক) F ড্রাইভে যান এবং আমাদের কাস্টামইজ করা বা ২ নং পর্বে তৈরি করা Office2003 ফোল্ডারটি কপি করুন। এতে ঐ ফোল্ডারে থাকা আমাদের কাস্টমাইজ করা অফিস সহ সব কপি হবে। এটি পরের স্টেপে পেষ্ট করবো।
খ) আমাদের তৈরি করা  কাস্টমাইজ এক্সপির সিডিতে $OEM$ নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম মনে আছে নিশ্চয়। ঐ ফোল্ডারে $1 এবং $$ নামে দুটি ফোল্ডারও ছিল তাও নিশ্চয় মনে আছে। মনে না থাকলে পর্বটি আবার দেখুনসেই কাস্টমাইজ সিডি$1 ফোল্ডারে ঢুকুন এবং কিছুক্ষণ আগে (ক) নং এ  কপি করা Office2003 ফোল্ডারটি ওখানেই পেষ্ট করুন। আমরা কাস্টমাইজ সিডিটি F:\Customize XP ফোল্ডারে। তাহলে হবে পুরো এড্রেস হবে F:\Customize XP\$OEM$\$1\Office2003।
গ) Office2003_XP_Addon.exe ফাইলটিডাউনলোড করে F:\Customize XP\$OEM$\$1\Office2003 ফোল্ডারে রাখুন। Finally নিচের মত দেখাবে।
ঘ) Nlite এর Runonce এ গিয়ে নিচের কমান্ডটি যোগ করুন।হুবহু কপি পেষ্ট করে দিন।
 "%systemdrive%\Office2003\Office2003_XP_Addon.exe" 
চারটি কাজ সঠিকভাবে সম্পন্ন করুন। এবার আপনার সিডিটি ভার্সুয়াল পিসিতে টেস্ট করে দেখুন। এ পদ্ধতিতে অফিস সাধারণ নিয়মের চেয়ে দ্রুত ইনস্টল হবে। তবে কেউ জিপ করার চেষ্টা করবেন না। এতে সেটাপে দীর্ঘ সময় লাগবে। আমাদের কাস্টমাইজ সিডি যত দ্রুত সেটাপ হবে ততই ভাল।
৫। MS Office 2003 Profile Settings তৈরি করুনঃ
অফিস সেটাপ করার পর আমরা MS Word MS Excel সহ অন্যান্য অফিস সফটওয়ারগুলোতে অনেক সেটিংস করি নিজেদের পছন্দমত। প্রতিবার সেটাপের পর এই সেটিংসগুলো করা খুব বিরক্তিকর। চায়লে এ সেটিংসগুলো সেভ করে রাখা যায় এবং পরবর্তীতে তা সেটও করা যায়। আর কাস্টমাইজ করার সময় তা যুক্তও করা যায় যা আমরা ২ এর (ছ) নং এ পদ্ধিতে করেছি। কিভাবে করে তা নিচে দেখার চেষ্টা করি।
ক) Start Menu\Programs\Microsoft Office\Microsoft Office Tools\Microsoft Office 2003 Resource Kit এ গিয়ে Profile Wizard রান করে Next দিন।
খ) ওখানে Save the Settings from this machine এবং Restore previously saved settings নামে দুটি অপশন আছে। আমরা নতুন তৈরি করবো তাই Save the Settings from this machine দেব। (যাদের আগের তৈরি করা আছে তারা Restore previously saved settings অপশনটি ব্যবহার করবেন।) ব্রাউজ করে ফাইলটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন। একটা নাম দিন। আমি ডেস্কটপে দিয়েছি। এরপর কোন কোন সফটওয়ারেরর সেটিংস চায় সেই সফটওয়ারগুলোতে ঠিক চিহ্ন দেব। আমি Word আর Excel এ ঠিক চিহ্ন দিয়েছি।

ঙ) উপরের (খ)  স্টেপটি শেষ হলে Finish এ ক্লিক করুন।শেষ হলে Exit দিন।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তো !!

Kamrul Cox ভাই, আমি বিজয় ২০০৩ এর সাইলেন্ট ভারসন তৈরি করতে চাই, কি ভাবে করব?

    Level 2

    @H.M.DELOUAR: নিচের লিংক থেকে আপনার ড্রাইভের ফরমেট অনুযায়ী একটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন। ডাবল ক্লিক করুন। মাত্র ২ সেকেন্ড সময় লাগবে ইনস্টল হতে।
    NTFS=http://www.mediafire.com/?nc54zr4xru0ieuh
    FAT=http://www.mediafire.com/?lp40ffv044rxtil

Level 3

আপনার টিউন গুলো দেখে আমি সত্যিই অবাক হই। সত্যিই অসাধারণ লেখা আপনার । অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর টিউন আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাই সাইলেন্ট ইন্সটল এর নাম শুনসি।কিন্তু করে কি সেটাই জানি না! প্লিজ বলবেন এটার বৈশিষ্ট্য কি?

Level 0

its a good tune .thanks a lot coxxxxx bi

খুবই সাজানো,মান সম্মত এবং কাজের টিউন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টিউন আমাদের উপহার দেয়ার জন্য।