বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমিও হাল্কা হাল্কা ভালো । কাজের কথায় আসি । আমার প্রথম টিউনে আমি জানিয়েছিলাম ইন্সটলার সম্পর্কে । নতুনদের কথা চিন্তা করে আজ টিউটরিয়ায়ল লিখতে চলেছি ।
কাজ শুরুর আগে যারা আগের টিউনটি পড়েন নি তারা নিচের লিঙ্কে গিয়ে টিউনটি পড়ে নিন ।
আগে বলে রাখি টেক্টিউন্সে টিউন করে জানতে পারলাম যে শেয়ার করার আনন্দ কতটুকু । তাই ধন্যবাদ টেক্টিউন্স ।
প্রস্তুতি নিন ১..................২................................৩.......................................
১ ফাইলটি ওপেন করুন বিভিন্ন অংশের সাথে পরিচিত হয়ে নিন
এখানে ক্লিক করে ফোল্ডার সমেত ফাইল সিলেক্ট করুন । Destination Directory তে আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে আপনি কোথায় ফাইল রাখতে চান অর্থাত প্রোগ্রাম টি ইন্সটল হওয়ার পর ফাইলগুলো কোথায় যাবে সেই ডিরেক্টরি সিলেক্ট করুন ।
টি দিয়ে দিন টাইটল টেক্ট ইচ্ছামত দিন ।এর পরের Registry,Comands,Ini,Fonts,ActiveX এ হাত না দেওয়াই ভালো ।যদিও আমি এখানে টুকটাক কাজ করি ।
এইহোলো ইন্সটলেশনের স্ট্রাকচার । এবার আমরা Uninstallation এর কাজ করবো ।

এখানে ক্লিক করে ফোল্ডার সমেত ফাইল সিলেক্ট করুন । Destination Directory তে আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল এ Uninstall এর সাথে কোন ফাইল্গুলো ডিলেট করাতে চান তা সিলেক্ট করুন অর্থাত প্রোগ্রাম টি আনইন্সটল হওয়ার পর কোন ফাইল্গুলো ডিলেট হবে তা সিলেক্ট করুন ।সবশেষে
এই বাটনে ক্লিক করে Build করুন আপনার নিজের বানানো ইন্সটলার ।
আজ এই পর্যন্তই এরপর আরও এইরকম সফটওয়ার নিয়ে হাজির হবো বাংলাদেশের ফেইসবুকে(টেক্টিউন্সে) আগামীকাল স্ক্রীনশটগুল আপলোড কবো ইনশাহআল্লাহ ।
আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পারিনা।
সব ঠিক ঠাক মত হয় কিন্তু, যে সেটাপ ফাইল টা আমি তৈরী করি সেটায় ডাবল ক্লিক করলে সেটাপ নেয় না।
আমি কি করব?