তৈরি করুন মনের মত এক্সপি সিডি [পর্ব-০৮] :: এক্সপির বুটেবল সিডি বানান

তৈরি করুন মনের মত এক্সপি সিডি

আমরা অনেক সময় এক্সপি সিডিকে হার্ডডিস্কে কপি করে রাখি পরে সিডিতে রাইট করার জন্য। কিন্তু যখন ওটাকে ডাটা সিডি হিসেবে রাইট করি তখন দেখা যায় ওটা আর বুট হয়না। আসলে কোন সিডিকে বুটেবল করতে হলে ঐ সিডিতে একটা বুট ইমেজ থাকতে হয় যা ঐ সিডিটাকে বুটেবল করে। এক্সপি সিডিকে যখন হার্ডডিস্কে কপি করা হয় তখন ঐ বুটইমেজটি কপি হয়না।

আমাদের কাস্টমাইজ সিডি'র ফাইলগুলোও এখন ঐ পর্যায় আছে। তাই ওটাকে বুটেবল করতে হবে। এক্সপি সিডিকে বুটেবল করার অনেক উপায় আছে। তম্মধ্যে খুব সহজ ও সেরা হল Nlite দিয়ে কাজ করা। কাজটি করতে কোন অভিজ্ঞতার দরকার হয়না। নিচের বর্ণনাটি পড়লে সহজে কাজটি করা যাবে।

কিভাবে করবেন?
১মে Nliteডাউনলোড করে নিন। এটা ফ্রি তবে MS.netFramewrodk 2.0 লাগবে।
১। Nlite সেটাপের পর রান করুন। Next দিন। উপরের ডায়লগ বক্সটি আসবে। ব্রাউজ করে আপনার XP ফোল্ডারটি দেখিয়ে দিন যেখানে আপনার সিডিটা কপি করা আছে। যদি ওটা আপনার এক্সপি সিডির ফোল্ডার হয়ে থাকে তাহলে উপরের মত ছবি (ছবিতে চিহ্নিত আছে) আসবে। নিচের ডায়লগ বক্সটি আসা পর্যন্ত Next দিন।
২। উপরের ছবিটা Task Selection ডায়লগ বক্স। এটা থেকে আপনি অনেক অপশন পাবেন সিডিতে প্রয়োগ করার জন্য। আপনি যেহেতু শুধু বুটেবল সিডি বানাবেন তাই আপনার দরকার Bootable ISO অপশনটি। ঐটার উপর ক্লিক করুন। ওটা সিলেক্ট হবে। এবার নিচের ডায়লগ বক্সটি আসা পর্যন্ত Next দিন।
৩। আপনার সামনে Bootable ISO ডায়লগ ব্ক্সটি আসবে উপরের ছবির মত। ওখানে Label এর জায়গায় XP-SP2 দিন (ডিফল্ডট হিসেবে Winlite থাকে) যেটা রাইট করার পর আপনার সিডিরমে নাম হিসেবে দেখাবে। আপনি নিজেরমত নাম দিতে পারেন মাঝ খানে কোন ফাঁক না রেখে। এরপর Make ISO বাটনে ক্লিক করুন। কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন। কাজ শুরু হবে। কাজ শেষ হলে Finish দিয়ে দিন।
এখন আপনার তৈরিকরা XP-SP2.ISO ফাইলটি ইমেজ হিসেবে রাইট করে ফেলুন। রাইট করার আগে অবশ্যই টেষ্ট করে নেবেন। আগামী পর্ব দেখুন টেষ্ট করবেন কিভাবে তা জানার জন্য। আপনার কষ্ট এখন স্বার্থক হবে। ISO কিভাবে রাইট করবেন তা জানা না থাকলে আইএসও রাইট করবেন পোষ্টটি দেখুন।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Windows 7 এ nlite hang করছে ।