তৈরি করুন মনের মত এক্সপি সিডি [পর্ব-০৫] :: এক্সপি’র কন্টেন্ট কপি করি

তৈরি করুন মনের মত এক্সপি সিডি

আমরা এক্সপি সিডি তৈরি করার জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু তৈরি করে ফেলেছি। এখন এক্সপি সিডিটি হার্ডডিস্কে কপি করবো আর আমাদের তৈরি করা ফাইল গুলো সেখানে Add/Replace করবো। Add করা মানে নতুন জিনীস যেমন ওয়ালপেপার, নিজের বানানো স্ক্রিন সেভার, রেজিস্ট্রি ফাইল সহ আরো অনেক কিছু। আর Replace করা মানে আমরা ১ম পর্বে এবং ২য় পর্বে যে ফাইলগুলো কাস্টমাইজ করেছি সেগুলো এক্সপি সিডিতে Replace করবো। ফাইলগুলো ওখানে আগে থেকেই আছে তাই Replace করতে হবে। নিচের স্ক্রীনশটটি দেখুন। 
আমি একটি ফোল্ডার আর সব ফাইল সিলেক্ট করেছি। আর বাকি ফোল্ডারগুলো (cmpnents, DOCS, SUPPORT, VALUEADD, XP_XTRAS) ডি-সিলেক্ট করেছি। এগুলোর সাইজ প্রায় 100 MB। এত সাইজ হলেও ঐ জিনীসগুলো আমাদের সিডি তৈরির জন্য মোটেও প্রয়োজন নেই। তাই আমরা ওগুলো কপি করব না। সিলেক্টেড ফাইল ফোল্ডারগুলোই শুধু কপি করবো। ওদের মধ্যে I386 সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এক্সপির সব কন্টন্টে ওখানেই আছে। আমি কাজটি করার জন্য ১মে Ctrl+A চেপে সবগুলো সিলেক্ট করেছি তারপর Ctrl চেপে ধরে অপ্রয়োজনীয় ফোল্ডারগুলোর উপর মাউস ক্লিক করে ডি-সিলেক্ট করেছি। আপনারা আপনাদের মত করে কপি করতে পারেন। সিলেক্ট করার পর কপি (Ctrl+C) করুন। তারপর যেকোন একটা ড্রাইভে নতুন একটা ফোল্ডার খোলে (ফোল্ডারটি আগে থেকে খোলে রাখতে পারেন) Customize XP বা পছন্দমত একটা নাম দিন। ঐ ফোল্ডারে এবার সব কপি করা কন্টেন্টগুলো Paste (Ctrl+V) করুন। সবগুলো পেস্ট হয়ে গেলে ঐ জায়গায় $OEM$ নামে আরেকটি নতুন ফোল্ডার খুলোন। নতুন ফোল্ডারটা সহ এক্সপির কন্টেন্টগুলো নিচের মত দেখাবে।
ছবিতে $OEM$ চিহ্নিত আছে। এর সাথে DESKTOP.INI নামে আরেকিট ফাইল চিহ্নিত আছে। এর মাধ্যমে আপনি আইকনগুলোর টেক্সট কালার পছন্দমত পরিবর্তন করতে পারেন যা আমার স্ক্রনশটে দেখতে পাচ্ছেন। ইচ্ছে করলে বেকগ্রাউন্ড ছবিও দিতে পারেন। ফাইলটি সম্পর্কে এখানে জানতে পারেন। যদি ভাল লাগে ঐ ফাইলটাও এখানে এড করতে পারেন ছবি সহ বা ছবি ছাড়া। তবে ফাইলটা সিডি তৈরির জন্য গুরুত্বপূর্ণ নয়।
$OEM$  ফোল্ডার এর কাজঃ
ফোল্ডারটি এক্সপি সিডি তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক্সপি সিডিতে যে নতুন জিনীসগুলো এড করবো তার বেশিরভাগ এটার মাধ্যমে। কিভাবে করবো একটু দেখি।
$OEM$  ফোল্ডারটি ডাবল ক্লিক বা ওপেন দিয়ে খুলোন। এর ভেতর $1এবং $$ নামে দুটা ফোল্ডার খুলোন।
আবার $$ এর ভেতর System32, Web, Fonts নামে তিনটা ফোল্ডার খুলোন।
সবকিছু এক্সপ্লোরার দিয়ে নিচে দেখুন।
$OEM$ মানে আপনার C ড্রাইভ বা Windows ড্রাইভ। $$ মানে C ড্রাইভ এর Windows ডিরেক্টরি। Windows ডিরেক্টরিতে কোন কিছু কপি করতে চায়লে আপনি $$ ফোল্ডারটির ভিতর রাখুন। তাহলে এক্সপি সেটাপের সময় সবকিছু অটোমেটিক Windows ডিরেক্টরিতে কপি হয়ে যাবে। আমরা $$ ফোল্ডারটির ভিতর System32 নামে একটা ফোল্ডার খোলেছি। কারণ আমরা System32 তে কিছু জিনীস কপি করতে চায়। আমাদের $OEM$>$$> System32 তে যা রাখবো তা সব সেটাপের সময় অটোমেটিক Windows এর System32তে কপি হয়ে যাবে। যেমন আমার নিচের স্ক্রীনশটটি দেখুন।
ওখানে আমি আমার একট ছবি এড করেছি। ছবির নিচে একটা বাটন আছে Click here to know Kamrul নামে। ওটাতে ক্লিক করতেই বিস্তারিত তথ্য নিয়ে একটা মেসেজ ব্ক্স এসেছে। ওটাতে আমি আমার বেশ কিছু তথ্য যোগ করেছি। আমার সিডিটা যে ব্যবহার করবে সে এ তথ্যগুলো দেখতে পারবে। এ কাজটি করার জন্য Windows এর System32তে একটা ছবি আরেকটা ফাইল এড করতে হবে। ফাইলগুলো এক্সপি সিডিতে থাকে না। আর একাজটি করার জন্য সাহায্য করতে পারে আমাদের তৈরি করা $OEM$>$$> System32 ফোল্ডারটি। Oemlogo.bmp (সাইজ 200x200এর কম) নামে একটি ছবি তৈরি করুন। নিচের লেখাগুলো কপি করে Notepad এ পেষ্ট করে Oeminfo.ini নামে সেভ করুন।
;   It will help display your personal information on System Properties.
;   Created by KamrulCox.Don't edit the text below.
[Version]
Microsoft Windows 98 Second Edition
WinVer=4.10.2222
ProductKey=H922W2R887TH2KDDPCP9F7GPQ
[general]
;Be carefully not to leave any trailing spaces after your manufacturer name!
Manufacturer=Kamrul Islam
Model= 01674-.
[ICW]
AllOffers=1         ; Note: AllOffers=1 specifies that the MS list of ISPs will be displayed if user clicks on MS ICW
Product=IBMPC
;   Support Info displayed when "Support Information..." button selected
[Support Information]
Line1= For Technical Support:
Line2= If you have any questions about
Line3= your Personal Computer, need any technical
Line4= assistance, ......................................
Line5=
Line6=Facebook: [email protected]
Line7=Mobile     : 01914------ ,01814------ ,01674------
Line8=E-mail      : --------@yahoo.com. ------09@gmail.com
Line9=Website  : kamrulcox.blogspot.com
Line10=Study      :----------,
Line11=          -----------------.
Line12=Computer Knowledge:- -----------------,
Line13=----------------------
Line14=
Line15=            Keep your pc smart,clean & quick.
Line16= ********* Copy the text and save if you need ********* 
কালার করা টেক্সটগুলো আপনার তথ্য দিয়ে পূরণ করুন। কয়েকটি লাইন খালি রেখেছি। কারণ হল লাইন ব্রেক করা। আপনি চায়লে আরো লাইন যুক্ত করতে পারেন। এ জন্য Line17= Line18= এভাবে করে যাবেন। করার পর আপনার বর্তমান পিসিSystem32 তে কপি করে একবার টেস্ট করে নিন কেমন লাগে। পছন্দ হলে ফাইল দুটা $OEM$>$$> System32 তে রাখুন।  
ফন্টসঃ এক্সপি সিডিতে সাধারণত ইউনিকোড ফন্টস থাকে না। তাই আমি আমার সিডিতে ইউনিকোড ফন্টস যুক্ত করেছি। এ কাজটি করার জন্য $OEM$>$$> এ Fonts নামে একটা ফোল্ডার খোলেছি এবং আমার সব ফন্ট ওখানে রেখেছি। এগুলো সেটাপের সময় কপি হয়ে যাবে। আপনারা চায়লে আমার এড করা ফন্টসগুলো ডাউনলোড করতে পারেন। ওখানে আমি সেভেন থেকে সংগ্রহ করা কিছু ফন্ট আর SolaimanLipi সহ অনেকগুলো ইউনি ফন্টস যুক্ত করেছি। বিজয়ের Sutonny ফন্টগুলোও দেয়া হয়েছে। এর ফলে ANSI/Unicode এর জন্য কোন ফন্ট আপনার দরকার হবে না। সেভেনের ফন্টসগুলো দারুন কাজের। আপনার নরমাল এক্সপিতেও ফন্টসগুলো ব্যবহার করতে পারেন।
ওয়েলপেপারঃ এক্সপির ওয়েলপেপারগুলো বর্তমানে সেকেলে হয়ে গেছে। তাই আমি নতুন বেশ কিছু ওয়েলপেপার যুক্ত করেছি। এ জন্য আমাদের তৈরি $OEM$>$$> System32 এ Web>Wallpaper নামে একটি ফোল্ডার তৈরি করে ওটার ভেতর সব হাই কোয়ালিটি আর রেজুলেশনের ছবি গুলো রেখেছি। ওগুলো অটোমেটিক চলে যাবে। আপনারা আমার ওয়েলপেপারগুলো ডাউনলোড করতে পারেন। আমার এড করা অর্ধেক ওয়ালপেপার এখানে আছে। নিজের পছন্দের থাকলে তাও এড করতে পারেন। আমি এক্সপির পুরাতন কোন ওয়ালপেপার রাখিনি। নতুন এড করার সাথে পুরাতনগুলোও রিপ্লেস করে দিয়েছি। সব বদলে ফেলেছি। চায়লে আপনারাও পারেন। এজন্য এখান থেকে ঘুরে আসুন একবার।
এভাবে আপনার Windows আর System32 ফোল্ডারে কি কি রাখতে চান নির্দিষ্ট ফোল্ডারে ঐ জিনীসগুলো রাখেন। কাজ হয়ে যাবে। আর $1 হল C:\ ডিরেক্টরি। এর ভেতরে Program Files সহ আরো অনেক কিছু থাকে। আপনি যদি চান ওখানে কিছু কপি করতে তাহলে এটা ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করেছি কিছু কাজের জন্য। আপনাদের পছন্দমত আপনারা করে নেবেন।
রেজিস্ট্রি ফাইলঃ এ পর্বে আপনাদের রেজিস্ট্রি ফাইল তৈরি করার থাকলে তা করে ফেলুন। আমি শত শত রেজিঃ সেটিংস এড করেছি আমার সিডিতে। আমার আর আপনাদের পছন্দের পার্থক্য থাকতে পারে। আমার রেজিঃ সেটিংসগুলো আপনাদের দরকার নাও হতে পারে। তাই আপনাদের রেজিঃ ফাইলটা নিজেদের মত করে তৈরি করুন। এখানে অসংখ্য রেজিঃ সেটিংস পাবেন। রেজিঃ ফাইল তৈরির নিয়ম জানার জন্য এখানে দেখতে পারেন।  অথবা কোন সেটিংস না পেলে আমাকে বলতে পারেন। সম্বভ হলে জানাব। রেজিঃ ফাইলটি তৈরি করার পর $OEM$>$$> এ রাখুন My_Reg_File.reg নামে। উপরে বর্ণনাতে যে ফন্টগুলো এড করেছি তার জন্য আপনার রেজিঃ ফাইলে নিম্মের স্ক্রিপ্টটি এড করে নিন। এর মাধ্যমে আপনার এড করা ফন্টসগুলো রেজিস্ট্রিতে এন্ট্রি হবে।
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Fonts]
"Verdana (TrueType)"="verdana.TTF"
"Verdana Bold (TrueType)"="verdanab.TTF"
"Verdana Italic (TrueType)"="verdanai.TTF"
"Verdana Bold Italic (TrueType)"="verdanaz.TTF"
"SolaimanLipi Bold (TrueType)"="SolaimanLipiB.ttf"
"SolaimanLipi (TrueType)"="SolaimanLipi_20-04-07.ttf"
"SolaimanLipi Italic (TrueType)"="SolaimanLipi_Italic.ttf"
"Segoe UI (TrueType)"="segoeui.ttf"
"Segoe UI Bold (TrueType)"="segoeuib.ttf"
"Segoe UI Italic (TrueType)"="segoeuii.ttf"
"Segoe UI Bold Italic (TrueType)"="segoeuiz.ttf"
এছাড়া আপনাদের পছন্দের স্ক্রীন সেভার থাকতে পারে। তাও এখানে রাখতে পারেন। আমি এক্সপির সব স্ক্রীন সেভার বদলে ফেলেছি। নিজে কিছু বানিয়েছি আর কিছু অনলাইন থেকে সংগৃহীত। স্ক্রীনসেভার বলতে .scr ফাইলটা হলেই হয়। আপনারা একটু টেস্ট করে নেবেন আরকি।

নোটঃ গ্রামের বাড়ী গিয়েছিলাম। পারিবারিক কাজ আর কম্পিউটার মেরামত নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম মেইল চেক করার সময় পর্যন্ত পাই নি। তাই এ পর্বটি অনেক দেরীতে লেখা হল। আপনাদের দোয়া আর ভালবাসা থাকলে সৃষ্টিকর্তার কৃপায় এ সপ্তাহে আমাদের চেইন টিউনটি শেষ করবো।

গত পর্বগুলোঃ ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব, ৪র্থ পর্ব

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক কাজের জিনিস।আমার কাজে আসবে।আপনাকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ।

ভাই আপনার টিউন গুলু A+++++++++++++++ Tune…………………………..

আপনাকে বস মানতেই হবে…টিউনের জন্য ধন্যবাদ

Level 3

কামরুল ভাই বরাবরের মতই অসাধারণ।আর আপনাকে তো আমি বস মনেকরি। ভাই একটি টিউন করবো ভাবছি অটোরান সিডি/ডিভিডির উপর।মানে আপনার সব প্রয়োজনীয় সফট থাকবে সেখানে ।
আরিফ নিজামী যদি আপনি এই পোষ্ট দেখেন তাহলে
ভাইকে আমার অনুরোধ তিনি যেন আরেকবার ক্ষ্ট করে হলে ও EasyBoot উপর টিউন করেন …..অসংখ্য ধন্যবাদ।

Level 3

আচ্ছা কামরুল ভাই আমি একটি Tweak.reg ফাইল তৈরি করেছি এটি প্রায় অনেক কাজ করা আছে।যেমন-autorefresh.reg, usbportfixed.reg, internet speedup.reg, Service Pack Convert.reg, RightClickCmd.reg, modem.reg, empty recyclebin.reg, dnscache.reg, copyfast.reg, desktop.reg ইত্যাদি ভাই আর মনে নাই তবে আরো অনেক কিছু আছে।তাই আমি জানতে চাই আপনার পদ্ধতিতে এটা কি এক্সপিতে যোগ করা যাবে।

Level 0

Vai Resource Hacker dia kivabe xp’r boot screen change kora jay ektu bolben plz
r apnr tune ta khub valo hoyse

Level 2

টিটি এর পেজ প্রায় সময় ব্যস্ত থাকে বিধায় সবসময় কমেন্টস এর উত্তর দিতে পারি না। তাই মেইলেই উত্তর দিতে হয়। সমস্যা নেই। আমাদের চেইন টিউনটা শেষ হয়ে গেলে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। আপনাদের যত প্রশ্ন আছে সব জমা করে রাখেন। সব প্রশ্নের উত্তর দেব। আগামী সপ্তাহে প্রশ্ন উত্তর পর্ব শুরু করার পরিকল্পনা আছে। Mithu ভাই আপনার প্রশ্নের উত্তর মেইলে দিয়েছি।

ভাই, যদি পারেন তবে windows7/windows8 এর জন্য এই রকম tune করেন তবে আরো অনেকের উপকার হবে |

থাঙ্কস ।