মাইক্রোসফট এক্সেল-০৩ (অভিজ্ঞদের জন্য নয়)- চার্ট তৈরি করা

আমরা খেলা দেখার সময় খেলার নিচের চিত্রের মত চার্ট দেখি। আবার শেয়ার বাজার কোন সমীক্ষা ইত্যাদি দেখার জন্য গ্রাফ বা চার্টের কোন বিকল্প নেই।

http://www.rongmohol.com/uploads/1805_graph.jpg

http://www.adweek.com/adweek/photos/stylus/65343-Down-graph.jpg

http://www.rsc.org/images/Market-Share-Graph_tcm18-143381.jpg

এই গ্রাফগুলো আমরা এক্সেল এর সাহায্যে খুব সহজেই করতে পারি-

প্রথমে এক্সেল রান করুন। তারপর স্প্রেডশীটে নিচের মত করে ডাটা টাইপ করুন।

http://www.rongmohol.com/uploads/1805_excel_tutorial-101009_2.gif

প্রয়োজনীয় ডাটা ব্লক করে তারপর Insert > Chart এ যান। এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করুন। আমরা ডিফল্ট হিসেবে প্রথমটা সিলেক্ট করলাম।

http://www.rongmohol.com/uploads/1805_excel_tutorial-101009_3.gif

এর পর পর্যায়ক্রমিকভাবে নেক্সট, নেক্সট, করে ফিনিস বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মত চার্ট প্রদর্শিত হবে।

http://www.rongmohol.com/uploads/1805_excel_tutorial-101009_01.gif

আপনি ইচ্ছা করলে চার্ট এরিয়া বড় ছোট করতে পারে। এজন্য চার্ট এরিয়ার উপর ক্লিক করলে চারিদিকে নিচের চিত্রের মত দেখা যাবে। এগুলো টেনে বড় ছোট করতে পারবেন।

http://www.rongmohol.com/uploads/1805_excel_tutorial-101009_4.gif

চার্ট এরিয়ার বিভিন্ন কালার পরিবর্তন করার জন্য আপনি চার্ট টুলবার এর সাহায্য নিতে পারেন।

http://www.rongmohol.com/uploads/1805_excel_tutorial-101009_5.gif

এভাবে একটু নিজেই করে দেখুন।

http://www.rongmohol.com/uploads/1805_excel_tutorial-101009_6.gif

চলবে .............

 পোষ্টটির সূত্র

সাবস্ক্রাইব

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাসেল আহমেদ ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার প্রতিটি টিউন আমার কাছে ভালো লাগে ।
আর অনুশীলন করে যাচ্ছি রীতিমত ।
সমস্যায় পতিত হলে অবগত করবো ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    অবশ্যই। কোন সমস্যায় পড়লে আমাকে জানাবেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার পোস্টগুলো সুন্দর ও শিক্ষণীয়। তবে অফিস ২০০৭ অনুযায়ী এক্সেল-২০০৭ এর টিউটোরিয়ালগুলো লেখা হলে ভাল হতো। অনুরোধ করছি অফিস ২০০৭ অনুযায়ী টিউটোরিয়াল করেন। অন্য কেউ করলেও খুশী হবো।

    আমার কাছে অফিস ২০০৭ নাই!! একবার ব্যবহার করেছিলাম। অফিস ২০০৭ আর ২০০৩ এর মধ্যে তেমন বেশী পার্থক্য নেই। তারপরও যে পার্থক্যগুলো দেখা যায় সেগুলো ধরিয়ে দেব।

ধন্যবাদ আপনাকে ।