ফ্লাস শেখার স্কুল (অভিজ্ঞদের জন্য প্রবেশ নিষেধ)- ০২

আমার আগের পর্বটি যারা পড়েন নি তারা এখান থেকে একবার পড়ে নিন। আগের পর্বে আমরা ফ্লাস প্রেগামের লে আউট ও ডকুমেন্ট মুডিফাই করতে শিখেছি । এ পর্বে আমরা আরও নতুন কিছু শিখব।

গ্রিড বা ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করা

প্রথমে আমরা গ্রিড চেইঞ্জ করে নিব।
এজন্য প্রথমে View > Grid > Edit Grid এ যান বা কিবোর্ড থেকে Ctrl+Alt+G চাপুন তাহলে নিচের মত বক্স প্রদর্শিত হবে।

এখানে কালার বক্স থেকে বিভিন্ন কালারের গ্রিড দেওয়া যায়। আমরা ধুসর সিলেক্ট করলাম। গ্রিড এনাবল করার জন্য আপনাকে অবশ্যই show grid অপশনটি এনাবল বা টিক চিহ্ন দিয়ে দিতে হবে আমরা এখানে show grid অপশনটি ও snap grid অপশনটি এনাবল করলাম। এই চিহ্ন থেকে আমরা গ্রিডের Horizontal সাইজ দিতে পারি। এবং এই চিহ্ন দিয়ে গ্রিডের Vertical সাইজ দিব। এবং এখানে Snap accuracy অপশন থেকে Normal নির্বাচন করব। সবশেষে ওকে করে বেরিয়ে আসুন। Properties অপশন ব্যবহার করা - ফ্লাস নিয়ে কাজ করার সময় ফ্লাসের ফাইল সম্পর্কে ইনফরমেশন পাওয়ার জন্য এই অপশনটির ব্যবহার হয়। এজন্য প্রথমে Window > Properties অপশনে যান। তারপর নিচের চিত্রের মত বক্স প্রদর্শিত হবে।

প্রোপাটিজের সাহায্যে ফ্লাসের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পাওয়া যায়। যেমন ফ্লাসটির কত সাইজ হবে, ফ্লাসটির গ্রাফিকাল সাইজ, ফ্রেম রেইট ইত্যাদি ইত্যাদি। এথানকার বাটন দিয়ে ইনফরমেশন এরিয়া প্রসারিত করা হয়। এবং বাটনটি দিয়ে ইনফরমেশন এরিয়া ক্লোজ করা হয়। অনেকসময় ইনফরমেশন দুই ভাগে বিভক্ত থাকে। এক্ষেত্রে আপনি যদি যে কোন একটির ইনফরমেশন দিতে চান তাহলে তে ক্লিক করে সেটির ইনফরমেশন পেতে পারেন এবং তে ক্লিক করে ক্লোজ করতে পারেন। Rectangle Tool নিয়ে কাজ করা Rectangle Tool দিয়ে সহজেই আমরা বক্স আকতে পারি। এজন্য Rectangle Tool ব্যবহার করতে হবে।

এখান থেকে আরও বেশ কিছু টুল আছে যা দিয়ে আমরা বৃত্ত, ষ্টার ইত্যাদি ইত্যাদি আকতে পারি। আমরা উপরের অর্থাৎ Rectangle Tool ই সিলেক্ট করলাম। এবার প্রয়োজনীয় মান দেওয়ার পর আকাতে হবে।

এখনে বেশকিছু অপশন নিজের মত করে নিতে হবে। ষ্ট্রোক কালার চেইঞ্জ করতে চাইলে তে ক্লিক করে পছন্দের কালার নির্ধারণ করে নিতে হবে। এবং ফিলকালার চেই ফিল কালার চেইঞ্জ করতে চাইলে তে ক্লিক করে চেইঞ্জ করতে হবে। আরও Under Rectangle Options অপশনের জন্য ক্লিক করতে হবে এই বার সুন্দর করে একটি বক্স আকান

ব্যাস.......... আজ এ পর্যন্তই ......... আগামীতে আরও লিখব। মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করুন। মনযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। পোষ্টটির সূত্র

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাসেল ভাই continue থাকার জন্যবাদ। দয়া করে থামবেন না কিন্ত

ধন্যবাদ

রাসেল ভাই THANKS

    পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। বুঝতে কোন সমস্যা হচ্ছে না তো ভাই?

রাসেল ভাই, আমি প্রতি মুহুর্তে আপনার টিউনের অপেক্ষায় থাকি। ফ্লাস এর বিষয়ে আমার খূব আগ্রহ।ছোট খাট টেক্সট এনিমেশন দিতে পারি কিন্তু আরো অনেক কিছূ শিখেতে চাই। আপনার পরবর্তি টিউনের অপেক্ষায় থাকলাম।

    আপনাদের এই মন্তব্যগুলোই আমার পরবর্তী পোষ্টের প্রেরণা জুগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমার টিউনগুলো পড়ার জন্য। আসলে সবাই যাতে ভালভাবে শিখতে পারে সেজন্য একটু আস্তে আস্তে টিউন করছি। কোন সমস্যা হলে আমাকে ই-মেইলে জানাতে ভুলবেন না। আমার ই-মেইল – raselahmed7এটgmail.com

Pls Vlookup Formula diben