মাইক্রোসফট এক্সেল (অভিজ্ঞদের জন্য নয়) পার্ট – ২ শর্টকার্ট

এক্সেলে আমরা বিভিন্ন কমান্ডের ব্যবহার করে থাকি। এগুলো পর্যায়ক্রমিকভাবে দেওয়া হল ঃ-

CTRL+1 - ফরম্যাট সেলস ডায়ালগ বক্স আনার জন্য
CTRL+2 - সিলেক্টেড সেলগুলোর তথ্য বোল্ড করা বা বোল্ড তোলার জন্য
CTRL+3  - সিলেক্টেড সেলগুলোর তথ্য ইটালিক করা বা ইটালিক তোলার জন্য
CTRL+4  - সিলেক্টেড সেলগুলোর তথ্য আন্ডারলাইন করা বা আন্ডারলাইন তোলার জন্য
CTRL+5 - সিলেক্টেড সেলগুলোর তথ্য  strikethrough করা বা strikethrough তোলার জন্য
CTRL+6  -
CTRL+7  - ষ্ট্যান্ডার্ড টুলবার হাইড/আন হাইড করার জন্য।
CTRL+8  - আউটলাইন সিম্বল হাইড/আন হাইড করার জন্য।
CTRL+9  - সিলেক্টেড রো হাইড করার জন্য।
CTRL+0  - সিলেক্টেড কলাম হাইড করার জন্য।

CTRL+A - পুরো ওয়ার্কশীট সিলেক্ট করার জন্য।
CTRL+B - সিলেক্টেড সেলগুলোর তথ্য বোল্ড বা বোল্ড তোলার জন্য।
CTRL+C  - সিলেক্টেড সেলগুলোর তথ্য কপি করার জন্য।
CTRL+D  - Fill Down  কমান্ড ব্যবহার করার জন্য।
CTRL+F  - ওয়ার্কশীটের কোন তথ্য খোঁজার জন্য।
CTRL+H   - Find and Replace ওপেন করার জন্য।
CTRL+I   - সিলেক্টেড সেলগুলোর তথ্য ইটালিক বা ইটালিক তোলার জন্য।
CTRL+K   - হাইপারলিং ব্যবহার করার জন্য।
CTRL+L   - Create List ব্যবহার করার জন্য।
CTRL+N   - নতুন ফাইল তৈরি করার জন্য।
CTRL+O  - পূর্বের সেভ করা ফাইল ওপেন করার জন্য।
CTRL+P  - প্রিন্ট করার জন্য।
CTRL+S   - Save করার জন্য।
CTRL+U  - আন্ডারলাইন করা বা তোলার জন্য।
CTRL+V   - পেষ্ট করার জন্য।
CTRL+W  - ফাইল ক্লোজ করার জন্য।
CTRL+X   - সিলেক্টেড অংশ কাট করার জন্য।
CTRL+Y    - Redo ব্যবহার করার জন্য।
CTRL+Z    - Undo ব্যবহার করার জন্য।

F1    - হেল্প পাওয়ার জন্য।
CTRL+F1 - টাস্ক প্যান ক্লোজ বা আনার জন্য।
ALT+F1   - চার্ট ব্যবহার করার জন্য।
ALT+SHIFT+F1 - নতুন ওয়ার্কশীট আনার জন্য।

F2  - সিলেক্টেড সেলে কমেন্ট ব্যবহার করা।
SHIFT+F2 - সিলেক্টেড সেলে কমেন্ট (যদি থাকে) এডিট করা।

F4  - সর্বশেষ কমান্ড ব্যবহার করা (যদি ব্যবহার করা হয়ে থাকে)
CTRL+F4 - ওয়ার্কবুক ক্লোজ করার জন্য।

F5  - Go To  ডায়ালগ বক্স ব্যবহার করার জন্য।
CTRL+F5 - ওয়ার্কশীটের সাইজ উইন্ডোসাইজ করা। (না বুঝলে কমেন্টে জানাবেন!)

F6  - split ব্যবহার করা। (Window menu, Split command).
CTRL+F6 - একের অধির ওয়ার্কবুক নিয়ে কাজ করার জন্য একটি থেকে আরেকটিতে তাড়াতাড়ি যাওয়ার জন্য।
F7  - স্পেলিং এন্ড গ্রামার ব্যবহার করার জন্য।
CTRL+F7  - মুভ কমান্ড ব্যবহার করা। কিবোর্ডের এ্যারো ব্যবহার করে ওয়ার্কবুক কে মুভ করে নেয়া যায়।

F8  - Turns extend অন অফ করার জন্য।
CTRL+F8 - সাইজ কমান্ড ব্যবহার করার জন্য।
ALT+F8  - ম্যাক্রো ব্যবহার করার জন্য।

F9 - সব ওয়ার্কবুক Calculate করার জন্য।
SHIFT+F9  - কারেন্ট (অর্থাৎ যে ওয়ার্কবুক নিয়ে কাজ করছেন) ওয়ার্কবুক Calculate করার জন্য।
CTRL+F9 - ওয়ার্কবুক মিনিমাইজ করার জন্য।

F10 - মেনুবার সিলেক্ট করার জন্য (মাউস না ব্যবহার করে মেনুতে যাওয়ার জন্য)
SHIFT+F10 - সিলেক্টেড মেনুর সর্টকার্ট মেনু (মাউসের রাইট ক্লিক)
CTRL+F10 - কারেন্ট ওয়ার্কবুক রেষ্টুর বা মিনিমাইজ হবে।
CTRL+SHIFT+F10 - একবার প্রেস করলে মেনু সিলেক্ট ওপেন হবে। দুইবার প্রেস করলে টুলবার ওপেন হবে।

F11- কারেন্ট ওয়ার্কবুক এর ডাটা চার্ট আনার জন্য।
SHIFT+F11 - নতুন ওয়ার্কশীট আনার জন্য।
ALT+SHIFT+F11 - স্ক্রিপ্ট কোড ব্যবহার করার জন্য।

F12 - Save As ব্যবহার করার জন্য।

বিভিন্ন Key এর ব্যবহার ।

ARROW KEYS- ওয়ার্কশীটের বিভিন্নস্থানে সেল সিলেক্ট করার জন্য।
CTRL+ARROW KEY - ওয়ার্কশীটের একেবারে শেষে, উপরে, ডানে, বামে যাওয়ার জন্যে।

BACKSPACE- একক কোন সেলের তথ্য মোছার জন্যে।

DELETE- সিলেক্টেড সেলের তথ্য মোছার জন্য।

END - স্ক্রল লক অন থাকা অবস্থায় ওয়ার্কশীটের একেবারে ডান কোনায় সিলেক্ট করার জন্য।
CTRL+END - যতটুকু ডাটাবেস তৈরি করেছেন তার একেবারে ডান কোনায় সিলেক্ট করার জন্য।

HOME- স্ক্রল লক অন থাকা অবস্থায় ওয়ার্কশীটের একেবারে বাম কোনায় সিলেক্ট করার জন্য।
CTRL+HOME - যতটুকু ডাটাবেস তৈরি করেছেন তার একেবারে বাম কোনায় সিলেক্ট করার জন্য।

ENTER - সুত্র লিখে ফলাফল পাওয়ার জন্য।
- ওকে বাটনে ক্লিক করার জন্য।
- বাকী কাজগুলো নিজেই জেনে নিন।

ESC  - কোন ইরর আসলে তা ক্রস করতে।
- সুত্র লিখতে লিখতে ভুল হয়ে গেলে।

PAGE DOWN ও PAGE UP- পেজ ওঠানামা করার জন্য।

SPACEBAR - লেখার মাঝে স্পেস দেওয়া।
CTRL+SPACEBAR - পুরো রো সিলেক্ট করার জন্য ( করেই দেখুন না)
SHIFT+SPACEBAR - পুরো কলাম সিলেক্ট করার জন্য
CTRL+SHIFT+SPACEBAR - পুরো ওয়ার্কশীট সিলেক্ট করার জন্য

TAB- এক সেল থেকে আরেক সেলে মুভ করা।
SHIFT+TAB- previous রো তে সহজে মুভ করার জন্য।
CTRL+TAB - next রো তে সহজে মুভ করার জন্য।

এই তালিকার একটি পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hmm …….. sounds like an expert!!

রাসেল ভাই শুধু মাইক্রোসফট এক্সেলটাই শেষ কইরেন। আবার অন্য কিছুতে যাইয়েন না কিন্ত। খুবই ভাল করতেছেন ভাই উপকার হচ্ছে। ধন্যবাদ।

    আপনার উপকার হচ্ছে দেখে আমারও ভাল লাগছে। একটু একটু করে সবই দেব ইনশাআল্লাহ ……..

দারুন। ধন্যবাদ কাজে লাগবে।

Level 0

ধন্যবাদ। আপনার কাছে যদি এক্সেল এর বাংলা টিউটরিয়াল থাকে, তাহলে আপলোড করে একটা পোস্ট দেন প্লিজ। কাজে লাগবে।

    ভাই, এই টিউটোরিয়ালগুলো নিজে হাতে টাইপ করে তৈরি করা। অনেকক্ষণ বসে বসে তৈরি করতে হয়। একবারে যদি সব নিয়মগুলো তৈরি করে আপলোড করে দেই তাহলে আপনি ভাল শিখতে পারবেন না। তার চেয়ে আস্তে আস্তে শিখুন মনে থাকবে। আর একবারে বেশী টিউটোরিয়াল পেয়ে গেলে শিখতে ও ইচ্ছা হবে না। তার চেয়ে আস্তে আস্তে শিখুন।

    আর হ্যা…….. আগ্রহের জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভাই উপকার হচ্ছে। ধন্যবাদ।

Level 0

ভাই উপকার হচ্ছে। ধন্যবাদ।
দারুন। ধন্যবাদ কাজে লাগবে।
শুধু মাইক্রোসফট এক্সেলটাই শেষ কইরেন। আবার অন্য কিছুতে যাইয়েন না কিন্ত। খুবই ভাল করতেছেন ভাই উপকার হচ্ছে। ধন্যবাদ।
9,99999999999999999999999999999999999999999999999999999999999 কোটি +++
ধন্যবাদ আপনাকে।

ভাই উপকার হচ্ছে। ধন্যবাদ।