মাইক্রোসফট এক্সেল (অভিজ্ঞদের জন্য নয়) পার্ট – ১

পূর্বেই বলেছি এই টিউটোরিয়াল অভিজ্ঞদের জন্য নয়। তাই দয়া করে আমাকে কটাক্ষকরবেন না।

Lesson 1: Entering Text and Numbers

The Microsoft Excel Window
এক

দুই

টাইটেল বার

এই লেসনের সাহায্যে আপনি সহজেই এক্সেলের সাথে পরিচিত হতে পারবেন। আপনি টাইটেলবারথেকে শুরু করতে পারেন। যদিও জানি আপনারা এ ব্যাপারে অভিজ্ঞ তবুও আমি প্রথম থেকেই শুরু করছি সবাই তো আর অভিজ্ঞ না। যাই হোক এক্সেলের টাইটেলবার এ দেখে যাবে আপনি কোন ফাইল নিয়ে কাজ করছেন।
মেনুবার

মেনুবার টাইটেলবারের সাথে সংযুক্ত। মেনুবার এ মেনু গুলো যথাক্রমে – File, Edit, View, Insert, Format, Tools, Data, Window, and Help.
পর্যায়ক্রমে এই মেনুগুলোর কাজ বলা হবে।
টুলবার ঃ-
ষ্ট্যান্ডার্ড টুলবার –

ফরমেটিং টুলবার –

টুলবারের সাহায্যে সর্টকাট এ কাজগুলো সারা হয়।

যদি টুলবার না থাকে তাহলে –
View মেনুতে ক্লিক করুন তারপর Toolbar এ ক্লিক করুন । এখানথেকে আপনি প্রয়োজনীয় টুলবারগুলো আনতে পারেন।

ওয়ার্কশীট

আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত। তেমনি এক্সেলের একটি ফাইল অনেকগুলো ওয়ার্কশীটের সমন্বয়ে গঠিত।

ফরমুলা বার

কোন সুত্র লিখলে ফরমুলা বারের মধ্যে দেখা যায়।

ষ্ট্যাটাস বার

আশা করি এর সম্পকেৃ বিস্তারিত বলা লাগবে না।

এক্সেল ওপেন করলে অনেকগুলো ঘরকাটা ঘর দেখতে পাওয়া যায়। এগুলোর প্রত্যেকটিকে বলে এক একটি সেল। প্রত্যেকটি সেলের আবার একটি করে নাম আছে। ওপর থেকে নিচের ঘরগুলোকে বলা হয় রো এবং বাম থেকে ডানের ঘরগুলোকে বলা হয় কলাম। মাইক্রোসফট এক্সেলের ৬৫৫৩৬ টি রো এবং ২৫৬ টি কলাম আছে। ভাবছেন এতগুলো সেলের নাম কিভাবে মনে রাখবো !!! ভয়ের কোন কারন নেই নিচের দিকে খেয়াল করেই বুঝতে পারবেন ব্যাপারটি কত সোজা। নিচের সেই সেলটি সিলেক্ট আছে সেই ঘরের নাম বি১০। অর্থাৎ সেল সিলেক্ট করে ওপরে এবং বামে তাকিয়ে আপনি বলে দিতে পারবেন এই সেলের নাম কি। আবার নেম বক্সে (লাল কালিতে ইন্ডিকেট) সেই সেলের নাম দেখা যাবে।

সেল সিলেক্ট করা।

এই কাজটি আপনারা খুব ইজিভাবে পারবেন। সেল ধরে মাউস ড্র্যাগ করুন।

আজ এ পর্যন্তই । আগ্রহ প্রকাশ করলে আগামীতে আরও লিখবো …………..

পোষ্টটির সূত্র

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাসেল ভাই টিউনটি খুবই দরকারী। নিয়মিত করলে খুশি হতাম।

আপনাদের উপকারে আসলে অবশ্যই নিয়মিত করে যাব।

Level 0

রাসেল ভাই, আপনাকে একটা জিনিস দেখাতে চাই। আপনি কি আমাকে কোন সাহায্য করতে পারবেন?

    দেখান ………….. । আমি সাহায্য করব ইনশাল্লাহ ……

    Level 0

    আপনাকে মেইল করে দিচ্ছি। এটা কি ভাবে করে তা নিয়ে যদি টিউন করেন তাহলে বেশি ভাল হয়।

আমার কাজে আসবে।