এনিমেশন তৈরি করি (Macromedia Fireworks টিউটোরিয়াল)।

GIF এনিমেশন তৈরিতে ব্যবহৃত একটি অসাধারন সফটওয়্যার Macromedia Fireworks । এর মাধ্যমে খুব সহজে ওয়েবসাইটে ব্যবহার উপযোহী এনিমেশন তৈরি করা যায়। আজ আমরা Macromedia Fireworks ব্যাবহার করে নিচের এনিমেশনটি তৈরি করব।

TECHTUNES

প্রথমে Macromedia Fireworks ওপেন করে 250 pixels by 250 pixels এর একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে। ব্যকগ্রাউন্ড কালার বা canvas color custom সিলেক্ট করে #000000 বা কাল কালার নির্বাচন করতে হবে।

tutorialbd2

এখন Tool bar থেকে text tool বা A চিন্হিত tool টি সিলেক্ট করে যে লেখাটি এনিমেশন করতে হবে তা লেখতে হবে। আমি এখানে WELCOME TO TECHTUNES.COM লেখাটিকে এনিমেশন করার জন্য নিয়েছি। এর পরিবর্তে যে কোন লেখা নেয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে লেখাটি যেন কাল ব্যকগ্রাউন্ডের ঠিক মাঝখানে থাকে। আমি Text size 25 pixels নিয়েছি, ইচ্ছা অনুযায়ী নেয়া যাবে। Text color হিসেবে আমি #FF0066 বা পিংক কালার এবং Text font হিসেবে Aharoni নিয়েছি এক্ষেত্রেও যে কোন সুন্দর font ও আকর্ষনীয় color নির্বাচন করা যেতে পারে।

TECHTUNES

এখন যে লেখাটিকে এনিমেশন করতে হবে সে লেখাটি সিলেক্ট করে Modify মেনুতে ক্লিক করে Animation সিলেক্ট করে Animate slection এ ক্লিক করলে Animate slection উইন্ডো আসবে।

TECHTUNES1

Animate slection উইন্ডো থেকে Frames - 30 , Move - 0 , Direction - 0 , Scale to - 100 , Opacity - 0 to 100 , Rotate - 360 , এবং CW সিলেক্ট করে Ok বাটন চাপ দিলে এনিমেশনটি তৈরি হয়ে যাবে।এখন Play/stop বাটনে চাপ দিয়ে এনিমেশনটি দেখা যাবে। Animated ZIF হিসেবে এনিমেশনটির Output file তৈরির জন্য File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করতে হবে। এর পর উপযুক্ত File name দিয়ে Save as type হিসেবে Animated ZIF সিলেক্ট করে Save বাটনে চাপ দিলে Output ফাইলটি তৈরি হবে। যা আমাদের ওয়েব সাইটে ব্যবহার করে ওয়েব সাইটকে সমৃদ্ধ করতে পারি। এভাবে তৈরি এনিমেশনকে আমরা বাটন হিসেবেও ব্যবহার করতে পারি।

শেষে দুটি কথা: এই টিউটোরিয়ালটি যদি একজন ব্যক্তিরও কাজে লেগে থাকে তাহলে আমার চেস্টা সফল হবে। টিউটোরিয়ালটির ব্যপারে সকলের মতামতের প্রত্যাশায় রইলাম। সকলের মতামত আরও ভাল মানের টিউটোরিয়াল তৈরিতে প্রেড়না যোগাবে।

আমার অন্য লেখাগুলো :

১. জটিল হল অতি সহজের সুসজ্জিত মহা সমাবেশ।

২. . সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে (পর্ব:১)

৩.সবার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স, একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে (পর্ব:২)

৪.সহজে তৈরি করুন ইন্টেলিজেন্ট কারেন্ট টেস্টার, একটি আকর্ষনীয় সার্কিট।

৫. লেখাপড়ার অলংকার! আসুন আমার আমিকে চিনি

Digital electronics ,Technology , Mechatronics , PLC ,Microcontroller , Automation , Electronics সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.martin.cathweld.com/ একটি ডিজিটাল পৃথিবীর সন্ধানে পথ চলতে আপনিও অংশ নিন।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ আপনাকে, এধরনের আরও কিছু লেখা চাই

ধন্যবাদ।

ভালো লাগলো আপনার টিউনটি।এরকম আরও লিখা আশা করি।বাংলা এনিমেশন কি ভাবে তৈরি করা যায় ভবিষ্যতে জানালে খুশী হবো।

Level 0

প্রবাসী @ firewoaks MX2004 Serial key pao jabe. karo kase takle plz give me.