কেমন আছেন বন্ধুরা? নিশ্চই খুব ভাল। আমিও বেস ভাল আছি। আজ আমি আপনাদের সাথে সোশ্যাল বুকমার্কিং কি এবং কিভাবে সোশ্যাল বুকমার্কিং করা হয়- সেই বিষয়টা শেয়ার করব। যাই হোক কথা আর না বাড়িয়ে আসুন শুরু করা যাক।
সোশ্যাল বুকমার্কিং অফপেজ এস.ই.ও-র ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। যে সব কারনে আসলে আমরা আমাদের ব্লগে/ সাইটের জন্য সোশ্যাল বুকমার্কিং করি তা নিম্নরপঃ
বুক মার্ক আসলে দুই ভাবে করা যায়-
আপনি যদি আপনার সাইটের প্রতিটা পোস্ট কে মার্ক করাতে পারেন তাহলে আপনি বেশ ভাল ভিজিটর পাবেন।
আজ আমি আপনাদের একটি ডুফলো (dofollow) একটি সোশ্যাল বুকমার্কিং সাইটে বুক মার্ক করে দেখাব। তাহলে চলুন নেমে পড়ি সোশ্যাল বুকমার্কিং জগৎ-এ
http://www.reddit.com- reddit এমন একটি সোশ্যাল বুকমার্কিং সাইট যার কিনা গুগল পেজ রেংক ৮, এলেক্সা রেংকিং ১১৪ এবং ডুফলো (dofollow)। তাহলে চলুন দেখি কিভাবে reddit এ আপনি আপনার সাইট বুক মার্ক করাবেন।
এবার ডাউনলোড করে নিন টপ রেংকিং বুকমার্কিং সাইটের লিস্ট এবং বুক মার্ক করুন পুরোদমে। আমরা আমাদের সাইটে বুক মার্কিং লিস্টকে দুই ভাগে ভাগ করেছিঃ
আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...
ধন্যবাদ ভাইয়া। অনেক দিন পর আপনার পোস্ট টি টি তে দেখলাম । ভাল লাগল।