তৈরি করুন মনের মত এক্সপি সিডি [পর্ব-০৪] :: Silent Installation

তৈরি করুন মনের মত এক্সপি সিডি

প্রিয় এক্সপি প্রেমি বন্ধরা পূর্বের পর্বগুলোতে আমরা অনেক কাজ করে ফেলেছি। এবারের পর্বে আমরা সফটওয়ার তৈরি করার কাজটি করবো। আমাদের সিডিটাতে আমরা কিছু প্রিয় সফটওয়ার এড করবো যা সাধারণত এক্সপি সেটাপের পর করতে হয়। যেমন PDF Reader, Music Player, Browser, Codec Pack, Zip Soft । এধরনের টুলসগুলো সাধারণত প্রায় সব ইউজারের দরকার হয়। তাই সিডি’র সাথে এড করে দিলে আমাদের আর কষ্ট করে তা পরে ইন্সটল করতে হবে না।

সফটওয়ার ইন্সটল করতে হলে সাধারণত মাউস আর কী-বোর্ড দিয়ে কাজ করতে হয়। এগুলো ছাড়া কোন সফটওয়ার ইন্সটল করা যায় না। কিন্তু আমরা যখন সিডি’তে ইন্সটল করবো তখন কি Yes, Accept, Next ইত্যাদি কাজগুলো করতে পারবো? না। আমরা এগুলোকে এভাবে তৈরি করবো যাতে সফটওয়ারগুলো অটোমেটিক ইন্সটল হয়ে যায়। এতে সেটাপ প্রক্রিয়া চলার সময় আর আমাদেরকে কম্পিউটার পাহারা দিয়ে বসে থাকতে হবে না। বরং সেটাপ হয়ে যাওয়ার পর আসবো। আজকে আমি এ বিষয়ে লেখবো। এ পর্বে আপনারা আপনাদের পছন্দের সফটওয়ারগুলো তৈরি করে ফেলুন।

আমরা যখন কোন সফটওয়ার ইনস্টল করতে চাই তখন আমাদেরকে তা স্বাভাবিকভাবে ইনস্টল করতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এ ইনস্টল আমাদের কাজ দেয়না। প্রয়োজন হয় সাইলেন্ট ইনস্টলের। সাইলেন্ট ইনস্টল মানে যা অটোমেটিক বা এক ক্লিকেই ইনস্টল হয়ে যায় । যেমন আমরা যদি খুব দ্রুত ইনস্টলের কাজটা করতে চায় কিংবা উইন্ডোজের সিডি তৈরি করে তাতে পছন্দের সফটওয়ার এড করতে চায় তখন সাইলেন্ট ইনস্টলের বিকল্প নেই।
উইন্ডোজের সিডিতে সাধারণ সফটওয়ারগুলো এড করে দিলে তা অটোমেটিক ইনস্টল হবেনা বরং তাকে Add-on/hotfix হিসেবে তৈরি করতে হবে। আমরা সেই এড-অন তৈরি করা শিখব। এজন্য বিভিন্ন ধরনের সফটওয়ার আছে। এর মধ্যে Add-on Maker নামের ছোট্ট একটা সফটওয়ার আছে যা খুবই সহজ ভাবে কাজ করতে সাহায্য করে। সফওয়ারটি ইনস্টল করে নিন। এবার আপনার প্রয়োজনীয় সফটওয়ার যেটাকে Add-on হিসেব তৈরি করবেন তা একটি ফোল্ডারে কপি করে রাখুন। নিচে আমি ফায়ারফক্সের Addon তৈরি করে দেখালাম।
১। প্রথমে Software টিকে রিনেম করে এক শব্দে (নামের মাঝখানে ফাঁকা না রেখে) করে ফেলুন। এবার  Software টিকে যে ফোল্ডারে রেখেছেন তার উপর রাইট ক্লিক করে মেন্যু থেকে Add-on Maker সিলেক্ট করুন।
২। তারপর নিচের ছবিতে চিহ্নিত ঘরগুলো ভালভাবে পূরণ করুন। চিহ্নিত ঘরগুলো ছাড়া বাকি ঘরগুলো পূরণ করা না করাতে কিছু আসে যায়না। তা আপনার পছন্দমত করতে পারেন।
Compress 7-Zip এ ঠিক মার্ক দিন।
Compression level: এখানে Normal সিলেক্ট করে দিন।
Installtion File: এখানে আপনার সফটওয়ারটি সিলেক্ট করে দিন।
Command for Silent Installation:  এখানে ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করলে বেশ কিছু কমান্ড সুইচ পাবেন। ওখান থেকে সফটওয়ারটির জন্য প্রয়োজনীয় কমান্ডটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করা কমান্ডটি নিচের ঘরে দেখতে পাবেন। অথবা কমান্ডের ঘরে আপনার পছন্দমত কমান্ড দিতে পারেন। যেমন আমি দিলাম –ms। এটি ফায়ারফক্সের সাইলেন্ট কমান্ড। কমান্ড সুইচ ছাড়া সাইলেন্ট ইনস্টল হবে না। (কমান্ড সুইচ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার সাইলেন্টইনস্টলেশন পোস্টটি পড়ুন।)
কাজ শেষে Make File এ ক্লিক করে কোথায় সেভ করবেন তা ঠিক করে দিন। কিছুক্ষণের মধ্যে আপনার এড-অনটি তৈরি হয়ে যাবে যার এক্সটেনশন হবে .cab। কাজ শেষ হলে OK দিন। এ .cab ফাইলটাকেই আপনি Add-on/hotfix হিসেবে ব্যবহার করতে পারবেন।
টেষ্ট করুনঃ Add-on টি ঠিকভাবে হয়েছে কিনা তা দেখার জন্য পরীক্ষা করে দেখতে পারেন। না হয় আবার উইন্ডোজ ইনস্টলের সময় সেটাপ না হলে কিছুই করার থাকবে না। এ জন্য .cab ফাইলটাকে এক্সট্রাক্ট করুন যেকোন জিপ সফটওয়ার (যেমন 7zip) দিয়ে। এক্সট্রাক্ট করার পর svcpack নামের একটা ফোল্ডারে .exe ফাইলটি পাবেন। এটাকে ডাবল ক্লিক করে দেখুন। যদি এটা সাইলেন্ট ইনস্টল হয় তা হলে বুঝবেন আপনার কাজ হয়েছে। অন্যথায় আপনার কমান্ড সুইচ পরিবর্তন করতে হবে। আপনি রেডিমেট এরকম অনেক Add-on ডাউনলোড করতে পারেন Winaddons নামের সাইটটি থেকে।
এ বিষয়ে SFX Maker এর পোষ্টটি পড়তে পারেন।

আমার এক্সপি এড করা কিছু সফটওয়ার- IE8, Windows Installer 4.1, Firefox, Klite Mega Codec Pack, Do PDF, 7zip, Auslogics Disk Defrag, Evil Player, Windows Media Player 11.0, Foxit Reader, Power DVD, Revouninstaller1.93, Vistadriveicon1.4, Wise Registry Cleaner সহ আরো কিছু টুলস।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice

Level 0

vai techtunes ar profile pic debo kivaba jana thakla janaben pls

আপনার টিউন অনেক সুন্দর হয়েছে এবং হয়। ভাই আপনি কি কক্সবাজার থাকেন।

Level 3

বেশ ভাল হচ্ছে আর আপনার লেখার কথা কি বলবো এক কথায় অসাধারণ। অসংখ্য ধন্যবাদ…….

ধন্যবাদ ভাই

ai subject nea apnar ager tune golor link dan.

আমি আপনার সব গুলু টিউন দেখি প্রায় আপনার সাইট টি খুব সুন্দুর হইছে………………….
আমি আছি আপনার সাখে……………………………..

    Level 2

    @MD.RAFIKUL ISLAM: ভাল লাগলে কমেন্টস করবেন। তাহলে আপনার ভাল লাগাটা আমায় আরো একটু উৎসাহ দেবে। ধন্যবাদ।

      @Kamrul Cox: ভাল লাগলে মানে আপানার টিউন গুলা A+++++++++++++++++++++++++++++++ মানের টিউন। আপনার টিউন গুলা আমি PDF আকারে রাখছি….যাতে হারিয়ে না যায়। আর আপনার সাইট এ ডুকে সব গুলা টিউন পড়ার চেষ্টা করতেছি…………………………………আপনাকে Pregnant Thank You…………………………………………………………………..

খুব ভাল টিউন, ধন্যবাদ।

o great
go on
waiting 4 nxt

ভাই পরের টিউনে একটু কষ্ট করে আগের লিংকগুলা দিবেন। কারন সবগুলা দরকার হয়।ধন্যবাদ। আপনার মোবাইল নং দিয়েন [email protected]

সুন্দর ও কাজের টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

এক কথায় অসাধারণ !!! এরকম একটি বিষয় নিয়ে লেখার জন্য শুধু ধন্যবাদই যথেষ্ট নয়। তাই…. । এগিয়ে যান। এরকম আরও লেখা চাই !

কামরুল ভাই আপনাকে ফেইসবুক এ অনুরুধ করেছি। আপনার মোব নাম্বার টি আমাকে মেইল করুন। [email protected]

Level 0

Nlite দিয়ে একটা Xp Sp3 CD তৈরী করেছিলাম । কিন্তু Setup-এর সময় Blue Screen আসে । লেখাটা এইরকম-
“Dump memory…” এর সমাধান জানা থাকলে একটু বলবেন ।
আর হ্যাঁ, nLite দিয়ে কিভাবে Xp Disk -এর Size কমানো যায় তা নিয়ে একটা টিউন করলে কৃতজ্ঞ থাকব ।