তিন জনের কাছে তিনটা বিষয়ের কোন গুরুত্ব নেই- ১) নাস্তিকের কাছে ধর্মকথা ২) আস্তিকের কাছে নাস্তিকতা ৩) আর আমার কাছে ভদ্রতা আমি অভদ্র আছি,অভদ্রই থাকতে চাই। যে ভদ্রতা আমাকে দুর্বল বানিয়ে তুলবে,সেই ভদ্রতার ধার ধারতে চাই না। বরং দ্বিমত হও,আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও,প্রতিবাদ করো। ব্যাপারটা একটু সহজ করেই বলি--- সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবো।তারপরেও যদি না উঠে তাহলে ডিব্বা ভেঙ্গে ঘি তুলবো। আর এরপরেও যদি না উঠে তাহলে উসঠা মারি ডিব্বার কপালে।ডিব্বার জননীকে- জনক.....................দরকার নেই বা**** ঘি। মানুষ হিসেবে আমি নিজেকে শূন্যস্থান পূরণকারী বানাতে চাই।যেমন ধরেন বাংলা সিনেমাতে শেষের দিকে যখন দেখা যায় যে হিরোর মা আর হিরোইনের বাবা বেঁচে আছে,তখন আমি ভাবি হিরোর মায়ের সাথে হিরোইনের বাবার বিয়ে দিয়ে শূন্যস্থানটা পূরণ করে দেয়া উচিৎ। আমিই সে যার সাথে কিছুক্ষণ কথা বললে আপনি আরও কিছুক্ষণ বলতেই চাইবেন।এবং আরও কিছুক্ষণ অতিক্রান্ত হলে মনে মনে বলবেন-“যাহ ছালা,হারামির খপ্পরে পরে ছময়টাই নষ্ট করে দিলুম” আমিই সে যার সাথে ভারচুয়ালি বন্ধু হয়ে আপনার ভালো লাগবে।আর সামনে আসলে মনে হবে এইটাও একটা বন্ধু আর গামছাও একটা শাড়ি। In this Complicated world সবকিছুই কঠিন সব...একেবারে সব এভরিথিং as hard as stone. তবে এই কঠিনের ভিতর থেকেই আমি সব ভেঙ্গে দেখিয়ে দিবো আমার বাহুর
From Bangladesh, ঢাকা, ময়মনসিংহ
10 বছর 7 মাস
Personal
Relationship
Profession
Education
Living