টিউন এক্সক্লুসিভিটি গাইডলাইন

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে যে কনটেন্ট টেকটিউনসে লেখা হয় সে কন্টেন্ট টেকটিউনস ছাড়া আর অন্য কোন ইলেকট্রনিক্স ও নন-ইলেকট্রনিক্স মাধ্যমে এমনকি নিজের পার্সোনাল ব্লগ, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ বা অন্য কোথাও যে কোন মাধ্যমে প্রকাশিত অবস্থায় থাকা যায় না। এমনকি ডুপ্লিকেট কনটেন্ট হিসেবে টেকটিউনসেও পুনরায় প্রকাশ করা যায় না। সার্চ ইঞ্জিন ইতিমধ্যে ইনডেক্স করেছে এমন যেকোন কনটেন্ট প্লেজারিজম হিসেবে ডিটেক্ট হয়।

আপনি টেকটিউনসে যে কনটেন্ট লিখবেন সে কনটেন্টের শিরোনাম ও বডি, নিজে, অন্য যেকোনো থার্ডপার্টি মাধ্যমে প্রকাশ করা যায় না। টেকটিউনসে প্রকাশ পাওয়া টিউনের লিংক যে কোন মাধ্যমে শেয়ার করা যায়। কিন্তু টিউনের শিরোনাম ও কন্টেন্ট সম্পূর্ণভাবে কপি করে অন্য কোন থার্ড পার্টি মাধ্যমে পেস্ট করে প্রকাশ করা যায় না।

ট্রাস্টের টিউনার হিসেবে ট্রাস্টেড টিউন প্রকাশ করে ট্রাস্টেড টিউনের লিংক অন্য যে কোন মাধ্যমে শেয়ার করা যায়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশের ক্ষেত্রে অবশ্যই 'টিউন এক্সক্লুসিভিটি' বজায় রাখতে হয়। টিউন এক্সক্লুসিভিটি বজায় রাখতে নিচের গাইডলাইন গুলো মেনে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে হয়।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউন এক্সক্লুসিভ ভাবে শুধু মাত্র টেকটিউনসে প্রকাশিত থাকতে হয় এবং টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউন এর কন্টেন্ট টেকটিউনস ছাড়া অন্য যে কোন থার্ডপার্টি মাধ্যমে প্রকাশ করা যায় না।
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউন সর্বপ্রথম টেকটিউনসে প্রকাশিত থাকতে হয় এবং টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউন এর কন্টেন্ট টেকটিউনস ছাড়া অন্য যে কোন 'থার্ডপার্টি মাধ্যম' এ প্রকাশ করা যায় না।
  3. টেকটিউনস ছাড়া অন্য যে কোন ইলেক্ট্রনিকস ও নন-ইলেক্ট্রনিস মাধ্যমেকে 'থার্ডপার্টি মাধ্যম' হিসেবে বিবেচনা করা হয়। টেকটিউনস ছাড়া অন্য যে কোন সাইট, নিজের পারসনাল ব্লগ/সাইট, নিজের ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, অন্য যে কোন সৌশল মিডিয়া, ভিডিও চ্যানেল, অ্যাপস, ইলেক্ট্রনিকস ও নন-ইলেক্ট্রনিস বই, পত্রিকা, ম্যাগাজিন, টিভি, স্ট্রিমিং সার্ভিস মাধ্যম, 'থার্ডপার্টি মাধ্যম' হিসেবে বিবেচনা করা হয়।
  4. এসব 'থার্ডপার্টি মাধ্যম' এ টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউনের লিংক শেয়ার করতে হয় কিন্তু টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউনের কন্টেন্ট প্রকাশ বা শেয়ার করা যায় না।
  5. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউনের কন্টেন্ট, সর্বপ্রথম টেকটিউনসে প্রকাশ না করে, পূর্বে টেকটিউনস ছাড়া থার্ডপার্টি কোন মিডিয়াতে প্রকাশ করে তারপর টেকটিউনসে প্রকাশ করলে, টিউন তার অরিজিনালিটি হারায় এবং সে টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউন হিসেবে প্রসেস হয় না।
  6. অরিজিনাল নয় ও সার্চ ইঞ্জিন ডুপলিকেট হিসেবে ডিটেক্ট করে এমন টিউন টেকটিউনসে প্রকাশ করা যায় না। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউন টেকটিউনস ছাড়া যে কোন থার্ডপার্টি মাধ্যমে প্রকাশ করলে সার্চ ইঞ্জিন তা ডুপলিকেট কন্টেন্ট হিসেবে ডিটেক্ট করে এবং টেকটিউনস ট্রাস্টেড টিউন হিসেবে, টিউন তার অরিজিনালিটি হারায়।
  7. টেকটিউনসে টিউন প্রকাশের সাথে সাথে Canonical Link ও Site Map মাধ্যমে Major সার্চ ইঞ্জিনে ইনডেক্স করা হয় ও টিউনের অরিজিনালিটি বজায় রাখা হয়। তাই টেকটিউনসে আপনি টিউন প্রকাশের পর অন্য কেউ আপনার টিউনের কন্টেন্ট কপি করে যে কোন থার্ডপার্টি মিডিয়াতে প্রকাশ করলে টেকটিউনস সিস্টেম তা ডিটেক্ট করতে পারে।
  8. আপনি যদি চান আপনার টিউন গুলোর ব্যাকআপ রাখতে তবে আপনাকে ওয়েবে পাবলিকলি এক্সেসেবল (Publicly Accessible) নয় এমন মাধ্যমে টিউনের ব্যাকআপ রাখতে হবে। যেমন, Doc ফাইল হিসেবে আপনার পিসিতে বা যে কোন নন-পাবলিক এক্সেসেবল (Non-Publicly Accessible) ক্লাউড স্টোরেজে।
  9. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার টিউন প্রোমট করার জন্য আপনার লিখিত টিউন শুধু মাত্র টেকটিউনসে সর্বপ্রথম প্রকাশ করুন এবং টিউনের লিংক বিভিন্ন থার্ডপার্টি মাধ্যম যেমন, আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেইজ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, আপনার টুইটার প্রোফাইল সহ বিভিন্ন Social মিডিয়াতে শেয়ার করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লেখা টিউন এর কন্টেন্ট টেকটিউনস ছাড়া অন্য যে কোন থার্ডপার্টি মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকুন।
  10. আপনার যদি নিজেস্ব সাইট/ব্লগ/সৌশল মিডিয়া যেমন, ফেসবুক প্রোফাইল, পেইজ, গ্রুপ, টুইটার প্রোফাইল বা লিংকডইন প্রোফাইল/পেইজ/গ্রুপ থাকে যেখানে আপনি নিয়মিত লেখালেখি করেন তাহলে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনসে এবং নিজের সাইট/ব্লগ/সৌশল মিডিয়াতে দুই জায়গাতেই ভিন্ন ভিন্ন অরিজিনাল ও এক্সক্লিসিভ টিউন প্রকাশ করুন। টেকটিউনসে আলাদা অরিজিনাল ও এক্সক্লুসিভ কন্টেন্ট প্রকাশ করুন আর আপনার সাইট/ব্লগ/সৌশল মিডিয়াতে আলাদা কন্টেন্ট প্রকাশ করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে যে টিউন টেকটিউনসে প্রকাশ করছেন সে টিউনের কন্টেন্ট আপনার সাইট/ব্লগ/সৌশল মিডিয়াতে প্রকাশ করবেন না বরং সেসব থার্ডপার্টি সাইটে আপনার করা ট্রাস্টেড টিউনের লিংক Post করুন। যেন ভিজিটর টেকটিউনস ভিজিট করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার টিউন করা কন্টেন্ট পড়তে পারে। আবার যে কন্টেন্ট আপনার সাইট/ব্লগ/সৌশল মিডিয়াতে প্রকাশ করছেন সে কন্টেন্ট কখনও টেকটিউনসে প্রকাশ করবেন না। দুটি জাগাতেই স্বতন্ত্রতা বজায় রাখুন। এতে করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার 'টিউন এক্সক্লুসিভিটি' সঠিক ভাবে বজায় থাকবে।

সর্বপরি, টিউন এক্সক্লুসিভিটি এর হচ্ছে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে লিখিত টিউন শুধুমাত্র টেকটিউনসেই প্রকাশ থাকতে হয়। টিউন প্রকাশের আগে হোক বা পরে, টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনসে প্রকাশিত টিউন টেকটিউনস ছাড়া অন্য কোন থার্ড পার্টি মাধ্যমে প্রকাশ করা বা রি-ডিসট্রিবিউট করা যায় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রকাশিত টিউনের কিছু বাক্য এদিক সেদিক করে, টিউনের ফরমেট চেঞ্জ করে, টিউন রি-রাইট করে, টিউন স্পিনিং করে টেকটিউনসে পুনঃপ্রকাশ করা হলে বা অন্য কোন থার্ড পার্টি মাধ্যমে প্রকাশ করা হলে টিউনারকে কোন প্রকার সতর্কতা বার্তা দেওয়া ছাড়াই টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ বাতিল হয়।

টেকটিউনস ছাড়া অন্য যে কোন সাইট, নিজের পারসনাল ব্লগ/সাইট, নিজের ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ, অন্য যে কোন সৌশল মিডিয়া, ভিডিও চ্যানেল, অ্যাপস, ইলেক্ট্রনিকস ও নন-ইলেক্ট্রনিস বই, পত্রিকা, ম্যাগাজিন, টিভি, স্ট্রিমিং সার্ভিস মাধ্যম ইত্যাদি ’থার্ডপার্টি মাধ্যম’ হিসেবে বিবেচনা করা হয়।