টেকটিউনস টিউনার হিসেবে টিউন সংশোধন করে সে টিউনের আপডেট জানানোর বিশেষ নিয়ম রয়েছে।
টিউন সংশোধন করে, যে ম্যাসেজে টিউন টাস্ক বা টিউন সম্পাদনার নির্দেশনা দেওয়া হয়েছে, সে ম্যাসেজের রিপ্লাইয়ে নিচের ফরমেটে, টিউন সংশোধনের আপডেট এর বিষয় জানান।
টিউন আপডেট হয়েছে [১]: https://www.techtunes.io/?p=9767634
লক্ষ করুন, এখানে
এখানে সংশোধনের ক্রমিক সংখ্যা অর্থ আপনি যত বার টিউনটি সংশোধন করবেন প্রতিবার এই ক্রমিক সংখ্যাটি এক এক করে বৃদ্ধি পাবে। যেমন প্রথমবার সংশোধন হলে ১, এরপর ২ এরপর ৩ এভাবে।
খেয়াল করুন, টিউন সংশোধন করতে দেওয়া নির্দেশনার ক্রমিক নম্বরের সাথে মিলিয়ে সংশোধনের ক্রমিক সংখ্যা নম্বর হয় না। আপনি যতবার টিউন সংশোধনের করবেন ততবার সংশোধনের ক্রমিক সংখ্যাটি এক এক করে বৃদ্ধি করতে হয়।
টিউন সংশোধন করতে একসাথে এক এর অধিক যেমন ৪ টি নির্দেশনা দেওয়া হলে ৪ টি সংশোধন করে ৪ বার ”টিউন আপডেট হয়েছে” জানাতে হয় না। টিউন সংশোধন করতে একসাথে এক এর অধিক যেমন ৪ টি নির্দেশনা দেওয়া হলে ৪ টি নির্দেশনা সঠিক ভাবে সংশোধন করে ১ বার ”টিউন আপডেট হয়েছে” জানাতে হয়। তবে অবশ্যই নিশ্চিত হতে হয় যে ৪ টি নির্দেশনা অনুযায়ী সঠিক ভাবে সংশোধিত হয়েছে। কোন নির্দেশনার সংশোধন বাদ পরে নি।
লক্ষ করুন, বাংলা ক্রমিক নম্বর এর বদলে ইংরেজি ক্রমিক নম্বর ব্যবহার করা যাবে না এবং ক্রমিক সংখ্যার শুরুতে কোন জিরো বা শুণ্য দিয়ে ক্রমিক নম্বর হবে না।
ঠিক এভাবে হুবহু, এই ফরমেটে টিউন জমা দিন।
আরও লক্ষ করুন খসড়া লিংকটি শুধু মাত্র টিউন এডিটর থেকে কপিপেষ্ট করে বসিয়ে দিবেন না। বরং উপরের ফরমেট অনুযায়ী লিংক এর ফরমেট ঠিক রেখে ‘p=” এর পর শুধু মাত্র টিউনের ‘টিউন আইডি’ কপি করে বসিয়ে লিংক তৈরি করে সাবমিট করুন।
প্রয়োজনে প্রতিবার টিউন জমা দেবার সময় উপরের ফরমেট টি কপি করে নিন এবং আপনার টিউন মোতাবেক খসড়া টিউনের লিংকটি পরিবর্তন করে নিয়ে। টিউন সংশোধন করে, যে ম্যাসেজে টিউন টাস্ক বা টিউন সম্পাদনার নির্দেশনা দেওয়া হয়েছে, সে ম্যাসেজের রিপ্লাইয়ে মাধ্যমে টিউন আপডেট এর বিষয় জানান/রিভিউ এর জন্য সাবমিট করুন।
ভিডিও ট্রেনিং নিন।