টিউন অগমেন্টেশন – Type B

টিউন অগমেন্টেশন

টিউন অগমেন্টেশন (Tune Augmentation) হলো টিউনে ইমেইজ, ফটো, স্ক্রিন ক্যাপচার (Screen Capture) (Snapshot (স্ন্যাপসট), Screenshot (স্ক্রিনসট), Video Frameshot (ফ্রেমসট)), ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ইলাস্ট্রেশন, ভিজ্যুয়াল যোগ করার কাজ কে টিউন অগমেন্টেশন বলা হয়।

টিউন প্রকাশ করা যাবে না

টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে নিজ থেকে কোন প্রকার টিউন প্রকাশ করা যায় না।

টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে অ্যাসাইন করা লিখিত টিউনে ইমেইজ, ফটো, স্ক্রিন ক্যাপচার (Screen Capture) (Snapshot (স্ন্যাপসট), Screenshot (স্ক্রিনসট), Video Frameshot (ফ্রেমসট)), ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ইলাস্ট্রেশন, ভিজ্যুয়াল যোগের কাজ করতে হয় এবং 'টিউন টাস্ক' সাবমিট করার সকল নিয়ম গুলো অনুসরণ করে টিউন রিভিউ এর জন্য সাবমিট করতে হয়।

টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে 'টেকটিউনস কন্টেন্ট অপস' থেকে নির্দেশনা না থাকলে নিজ থেকে কোন প্রকার টিউন প্রকাশ করা যায় না।

টিউন অগমেন্টেশন - Type B

টিউন অগমেন্টেশন - Type B এর কাজ করতে আপনাকে কোন টিউন লেখার কাজ করতে হয় না।

টিউন অগমেন্টেশন - Type B এর কাজ করতে আপনাকে অ্যাসাইন করা টিউনের একদম শেষে প্রতিটি H2 হেডিং এর জন্য ইমেইজের লিংক রয়েছে।

টিউনের একদম শেষে প্রতিটি H2 হেডিং এর উল্লেখ সহ, প্রতিটি H2 হেডিং এর  জন্য ইমেইজের লিংক রয়েছে।

প্রথমত আপনাকে এই ইমেইজ গুলো এক এক করে ডাউনলোড করতে হবে।

এরপর এই ইমেইজ গুলোর ইমেইজ অগমেন্টেশন করতে হবে।

AI টুল দিয়ে ইমেইজ Expand গাইডলাইন

ডাউনলোড করা ইমেইজ গুলো এক এক করে AI টুল দিয়ে ইমেইজ Expand গাইডলাইন অনুযায়ী ইমেইজ Expand/Edit এর কাজ করতে হবে।

টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন গাইডলাইন - অ্যাডভান্সড

টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন কাজ করতে

১. ইমেইজে যদি কোন বর্ডার থাকে তবে তা আগে রিমুভ করে নিতে হয়।
২. ইমেইজে যদি Overlay (ওভারলে) Text, Branding, Logo, Lower Third থাকে তবে তা রিমুভ করতে হয়।
৩. ইমেইজে যদি ওয়াটারমার্ক (Watermark) থাকে তবে তা রিমুভ করতে হয়।

টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন গাইডলাইন - অ্যাডভান্সড

Exceptions

আপনাকে অ্যাসাইন করা টিউনের একদম শেষে প্রতিটি H2 হেডিং এর জন্য দেওয়া এমন ইমেইজের লিংক যদি থাকে যে ইমেইজ মিসিং, লিংক কাজ করছে না বা Not Found দেখাচ্ছে তবে আপনাকে

প্রথমত সে হেডিং অনুযায়ী ওয়েবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ খুঁজে বের করতে হবে।

ওয়েব থেকে ইমেইজ/গ্রাফিক্স খুঁজে বের করতে ইমেইজটি স্টক ইমেইজ (Stock Image) বা AI জেনারেটেড ইমেইজ হওয়া যাবে না। সে হেডিং অনুযায়ী ওয়েবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ খুঁজে বের করতে হবে।

এরপর সে ইমেইজটি ডাউনলোড করে 'টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন গাইডলাইন' এবং 'টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন গাইডলাইন - অ্যাডভান্সড' অনুযায়ী ইমেইজ Expand/Edit এর কাজ করে টিউনের H2 হেডিং-এ যোগ করতে হবে।

যদি সে হেডিং অনুযায়ী, সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ একদমই পাওয়া না যায় তবে AI ব্যবহার করে টিউনের ‘টিউন ইমেইজ’ ও ‘টিউন থাম্বনেইল’ এর জন্য সহজে হাইকোয়ালিটি ইমেইজ জেনারেট করা গাইডলাইন অনুযায়ী 16:9 আসপেক্ট রেশিও (Aspect Ratio) তে AI ইমেইজ জেনারেট করে, 1920x1080 পিক্সেলে নিয়ে এসে টিউনে যোগ করতে হবে।

যদি আশানুরূপ AI জেনারেটেড তৈরি করা না যায় তবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক স্টক ইমেইজ (Stock Image) 1920x1080 পিক্সেলে টিউনে যোগ করতে হবে।

লক্ষ করুন

টিউন অগমেন্টেশন - Type B এর কাজ করতে আপনাকে মনে রাখতে হবে টিউন অগমেন্টেশন - Type B এর কাজ অনুযায়ী টিউনে ব্যবহার করা প্রায় সব ইমেইজই Real Product ইমেইজ/গ্রাফিক্স হতে হয়। টিউন অগমেন্টেশন - Type B এর কাজ অনুযায়ী টিউনে Real Product ইমেইজ/গ্রাফিক্স-ই প্রাধান্য পাবে।

যদি কোন হেডিং এর জন্য Real Product ইমেইজ/গ্রাফিক্স একদমই না পাওয়া যায় তবে প্রথমত সে হেডিং অনুযায়ী ওয়েবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ খুঁজে বের করতে হবে। যদি সে হেডিং অনুযায়ী, সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ একদমই পাওয়া না যায় তবে AI ব্যবহার করে টিউনের ‘টিউন ইমেইজ’ ও ‘টিউন থাম্বনেইল’ এর জন্য সহজে হাইকোয়ালিটি ইমেইজ জেনারেট করা গাইডলাইন অনুযায়ী AI ইমেইজ জেনারেট করে টিউনে ব্যবহার করতে হবে। যদি আশানুরূপ AI জেনারেটেড তৈরি করা না যায় তবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক স্টক ইমেইজ (Stock Image) টিউনে যোগ করতে হবে।

অর্থাৎ, টিউন অগমেন্টেশন - Type B এর কাজ অনুযায়ী টিউনে Real Product ইমেইজ/গ্রাফিক্স-ই সর্বপ্রথম প্রাধান্য পাবে।

টিউন অগমেন্টেশন - Type B টাস্ক -এ 'ইমেইজ লিংক' সেকশন মিসিং থাকলে

আপনাকে অ্যাসাইন করা টিউন টাস্কটি যদি 'টিউন অগমেন্টেশন - Type B' হয় আপনি যদি নিশ্চিত হোন যে টিউন টাস্ক 'টিউন অগমেন্টেশন - Type B' এর অধীনে আপনাকে অ্যাসাইন করা টিউনের একদম শেষে প্রতিটি H2 হেডিং এর জন্য প্রয়োজনীয় 'ইমেইজ লিংক' সেকশন-এ ইমেইজের লিংক গুলো থাকার কথা কিন্তু দেওয়া নেই বা মিসিং আছে তবে, আপনাকে অ্যাসাইন করা 'টিউন অগমেন্টেশন - Type B' এর টিউন টাস্ক-এ রিপ্লাই ম্যাসেজের মাধ্যমে তা জানান। টেকটিউনস কন্টেন্ট অপস থেকে আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দওয়া হবে।

প্রতিটি H2 হেডিং এর অধীনে ইমেইজ ইনসার্ট

প্রতিটি ইমেইজ সঠিক ভাবে টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন গাইডলাইন অনুযায়ী ইমেইজ অগমেন্টেশন এরপর টিউনের একদম শেষে উল্লেখিত প্রতিটি H2 হেডিং অনুযায়ী, টিউনের প্রতিটি H2 হেডিং এর জন্য সঠিক ইমেইজ আপলোড করে প্রতিটি H2 হেডিং এর অধীনে, H2 এর ঠিক পরেই অগমেন্ট করা ইমেইজ ইনসার্ট করতে হবে।

টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট

এবার অগমেন্টেড ইমেইজ (ইমেইজ অগমেন্ট করার পর যে ইমেইজ গুলো পাওয়া যাবে) থেকে ১টি ইমেইজ সিলেক্ট করতে হবে যে

  1. ইমেইজটি টিউনের জন্য সবচেয়ে Appropriate (উপযুক্ত)
  2. ইমেইজটি টিউনের সবচেয়ে Relevant (প্রাসঙ্গিক)
  3. একই সাথে ইমেইজটি দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করলে সেটি বেশি ইউজার এনগেজিং, আকর্ষণীয় হবে।

সে ইমেইজটি দিয়ে আপনাকে নির্দেশিত 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করতে হবে।

লক্ষ করুন

টিউন অগমেন্টেশন - Type B কাজ করতে যে কোন 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' বা আপনাকে অ্যসাইন করা ডিফল্ট 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করা যায় না।

টিউন অগমেন্টেশন - Type B কাজ করতে আপনাকে অ্যাসাইন করা 'টিউন টাস্ক'-এ, আপনাকে নির্দেশিত 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করতে হবে। তাই টিউন অগমেন্টেশন - Type B কাজ করতে লক্ষ করুন আপনাকে কোন 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করার নির্দেশনা দেওয়া হয়েছে

Exceptions

অগমেন্টেড ইমেইজ (ইমেইজ অগমেন্ট করার পর যে ইমেইজ গুলো পাওয়া যাবে) থেকে যদি এমন ১ টি ইমেইজ পাওয়া না যায় যে ইমেইজটি 'টিউন থাম্বনেইল' এর জন্য সবচেয়ে Appropriate (উপযুক্ত), সবচেয়ে Relevant (প্রাসঙ্গিক) এবং ইউজার এনগেজিং ও আকর্ষণীয় তবে আপনাকে

প্রথমত টিউনের টাইটেল (Title) বা শিরোনাম অনুযায়ী ওয়েবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী টিউনের টাইটেল (Title) বা শিরোনাম এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ খুঁজে বের করতে হবে।

ওয়েব থেকে ইমেইজ/গ্রাফিক্স খুঁজে বের করতে ইমেইজটি স্টক ইমেইজ (Stock Image) বা AI জেনারেটেড ইমেইজ হওয়া যাবে না। টিউনের টাইটেল (Title) বা শিরোনাম অনুযায়ী ওয়েবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ খুঁজে বের করতে হবে।

এরপর সে ইমেইজটি ডাউনলোড করে 'টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন গাইডলাইন' এবং 'টেকটিউনস ইমেইজ অগমেন্টেশন গাইডলাইন - অ্যাডভান্সড' অনুযায়ী ইমেইজ Expand/Edit এর কাজ করে আপনাকে নির্দেশিত 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করতে হবে।

যদি টিউনের টাইটেল (Title) বা শিরোনাম অনুযায়ী, টিউনের টাইটেল (Title) বা শিরোনাম এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ একদমই পাওয়া না যায় তবে AI ব্যবহার করে টিউনের ‘টিউন ইমেইজ’ ও ‘টিউন থাম্বনেইল’ এর জন্য সহজে হাইকোয়ালিটি ইমেইজ জেনারেট করা গাইডলাইন অনুযায়ী, আপনাকে নির্দেশিত 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' এর জন্য Suitable (উপযোগী) আসপেক্ট রেশিও (Aspect Ratio) তে AI ইমেইজ জেনারেট করে, টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করতে হবে।

যদি আশানুরূপ AI জেনারেটেড তৈরি করা না যায় তবে লাস্ট অপশন (Last Option) হিসেবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী টিউনের টাইটেল (Title) বা শিরোনাম অনুযায়ী এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক স্টক ইমেইজ (Stock Image) দিয়ে টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করতে হবে।

লক্ষ করুন

টিউন অগমেন্টেশন - Type B এর কাজ করতে আপনাকে মনে রাখতে হবে টিউন অগমেন্টেশন - Type B এর কাজ অনুযায়ী টিউনে ব্যবহার করা প্রায় সব ইমেইজই Real Product ইমেইজ/গ্রাফিক্স হতে হয়। টিউন অগমেন্টেশন - Type B এর কাজ অনুযায়ী টিউনে Real Product ইমেইজ/গ্রাফিক্স-ই প্রাধান্য পাবে।

যদি আপনাকে নির্দেশিত 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' ব্যবহার করে টিউন থাম্বনেইল তৈরি এর জন্য Real Product ইমেইজ/গ্রাফিক্স একদমই না পাওয়া যায় তবে প্রথমত টিউনের টাইটেল (Title) বা শিরোনাম অনুযায়ী ওয়েবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী টিউনের টাইটেল (Title) বা শিরোনাম এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ খুঁজে বের করতে হবে। যদি টিউনের টাইটেল (Title) বা শিরোনাম অনুযায়ী, টিউনের টাইটেল (Title) বা শিরোনাম এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক Real Product ইমেইজ/গ্রাফিক্স এর ইমেইজ একদমই পাওয়া না যায় তবে AI ব্যবহার করে টিউনের ‘টিউন ইমেইজ’ ও ‘টিউন থাম্বনেইল’ এর জন্য সহজে হাইকোয়ালিটি ইমেইজ জেনারেট করা গাইডলাইন অনুযায়ী AI ইমেইজ জেনারেট করে টিউনে ব্যবহার করতে হবে। যদি আশানুরূপ AI জেনারেটেড তৈরি করা না যায় তবে টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী সে হেডিং এর সাথে মিলিয়ে প্রাসঙ্গিক স্টক ইমেইজ (Stock Image) দিয়ে টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট করতে হবে।

অর্থাৎ, টিউন অগমেন্টেশন - Type B এর কাজ অনুযায়ী 'টিউন থাম্বনেইল' Real Product ইমেইজ/গ্রাফিক্স-ই সর্বপ্রথম প্রাধান্য পাবে।

টিউন ক্যাটেগরি ও টিউন ট্যাগ সেট

টেকটিউনস গাইডলাইন অনুযায়ী টিউনের সাথে রিলেভেন্ট (Relevant) বা প্রাসঙ্গিক 'টিউন ক্যাটেগরি' ও 'টিউন ট্যাগ' সেট করুন।

টিউন অগমেন্টেশন টাস্ক রিভাইজ

সঠিক ভাবে টিউন অগমেন্টেশনের কাজ হয়ে গেলে প্রথমে চেক করুন আপনি টিউন অগমেন্টেশন - Type B গাইডলাইন অনুযায়ী কাজ করার সকল নিয়ম গুলো মেনে টিউন অগমেন্টেশনের সকল কাজ সঠিক ভাবে করেছেন কিনা। কোন কিছু যেন বাদ না পড়ে সে জন্য কয়েকবার রিভাইস দিন। নিয়ম গুলোর সাথে মিলিয়ে দেখুন।

  • টিউনের একদম শেষে উল্লেখিত প্রতিটি H2 হেডিং এর ইমেইজ ডাউনলোড এর কাজ
  • ডাউনলোড করা সকল ইমেইজ গুলো 'ইমেইজ অগমেন্টেশন' এর কাজ
  • টিউনের একদম শেষে উল্লেখিত প্রতিটি H2 হেডিং অনুযায়ী প্রতিটি H2 হেডিং এর অধীনে, H2 এর ঠিক পরেই 'অগমেন্টেড ইমেইজ' ইনসার্ট এর কাজ
  • এবং অগমেন্টেড ইমেইজ থেকে টিউনের জন্য সবচেয়ে Appropriate (উপযুক্ত), সবচেয়ে Relevant (প্রাসঙ্গিক),  টিউন থাম্বনেইল তৈরি এবং টিউন থাম্বনেইল সেট এর কাজ
  • টিউন ক্যাটেগরি ও টিউন ট্যাগ সেট এর কাজ

সম্পন্ন করে ৩ বার রিভাইজ করুন সব গুলো কাজ টিউন অগমেন্টেশন - Type B গাইডলাইন অনুযায়ী সমপন্ন হয়েছে।

টিউন রিভিউ এর জন্য জমা দেওয়া

সব কিছু ঠিক থাকলে নিচের নিয়ম মোতাবেক আপনাকে অ্যাসাইন করা 'টিউন টাস্ক' এর অধীনে ম্যাসেজ বক্সে রিপ্লাই করে 'টিউন টাস্ক' রিভিউ এর জন্য সামিট করুন।

নতুন ম্যাসেজ Create এর মাধ্যমে টিউন অগমেন্টেশনের কাজ সাবমিট করা

টিউন রিভিউ এর জন্য জমা দেবার পর

আপনি সঠিক নিয়ম মোতাবেক 'টিউন টাস্ক' করে ও 'টিউন টাস্ক' সাবমিট এর নিয়ম অনুযায়ী টিউন টাস্ক সাবমিট করার পর Techtunes Content Ops থেকে আপনার টিউন রিভিউ করা হবে ও আপনাকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।