টিউন অগমেন্টেশন (Tune Augmentation) হলো টিউনে ইমেইজ, ফটো, স্ক্রিন ক্যাপচার (Screen Capture) (Snapshot (স্ন্যাপসট), Screenshot (স্ক্রিনসট), Video Frameshot (ফ্রেমসট)), ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ইলাস্ট্রেশন, ভিজ্যুয়াল যোগ করার কাজ কে টিউন অগমেন্টেশন বলা হয়।
টিউন অগমেন্টেশন (Tune Augmentation) এর কাজ করতে Snapshot (স্ন্যাপসট), Screenshot (স্ক্রিনসট), Video Frameshot (ফ্রেইমসট) শব্দ দুটো এক নয়।
Screenshot (স্ক্রিনসট) শব্দটি ব্যবহার করা হয় যখন কোন ডিভাইস এর স্ক্রিন ক্যাপচার (Screen Capture) বুঝানো হয়।
Snapshot (স্ন্যাপসট) শব্দটি ব্যবহার করা যখন ওয়েবব্রাউজারে বা ওয়েবব্রাইজার দিয়ে ভিজিট করে কোন ওয়েবসাইট এর স্ক্রিন ক্যাপচার (Screen Capture) নেওয়া হয়। Snapshot (স্ন্যাপসট) বলতে মূলত বোঝায় ব্রাউজার এক্সটেশন ব্যবহার করে, ডেভেলোপার টুল ব্যবহার করে, বা স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার ব্যবহার করে ওয়েবসাইটের স্ক্রিনসট নেওয়া যেখানে ব্রাউজার উইন্ডো (Browser Window) ভিজিবল থাকে না শুধু ওয়েবসাইট বা ওয়েবপেইজের স্ন্যাপসট নেওয়া হয়।
Frameshot (ফ্রেইমসট) শব্দটি ব্যবহার করা যখন কোন ভিডিও ফ্রেম এর স্ক্রিন ক্যাপচার (Screen Capture) নেওয়া হয়।
তাই টেকটিউনসে যখন Screenshot (স্ক্রিনসট) শব্দটি ব্যবহার করা হবে তখন বুঝতে হবে স্ক্রিন ক্যাপচার (Screen Capture) টি কোন ডিভাইস থেকে নিতে হবে আর যদি Snapshot (স্ন্যাপসট) শব্দটি ব্যবহার করা তাহলে বুঝতে হবে ওয়েবব্রাউজারে বা ওয়েবব্রাইজার দিয়ে ভিজিট করে কোন ওয়েবসাইটের স্ক্রিন ক্যাপচার (Screen Capture) নিতে হবে এবং Frameshot (ফ্রেইমসট) শব্দটি ব্যবহার করা হবে তখন বুঝতে হবে কোন ভিডিও ফ্রেম (Video Frame) এর স্ক্রিন ক্যাপচার (Screen Capture) নিতে হবে।
টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে নিজ থেকে কোন প্রকার টিউন প্রকাশ করা যায় না।
টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে অ্যাসাইন করা লিখিত টিউনে ইমেইজ, ফটো, স্ক্রিন ক্যাপচার (Screen Capture) (Snapshot (স্ন্যাপসট), Screenshot (স্ক্রিনসট), Video Frameshot (ফ্রেমসট)), ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ইলাস্ট্রেশন, ভিজ্যুয়াল যোগের কাজ করতে হয় এবং 'টিউন টাস্ক' সাবমিট করার সকল নিয়ম গুলো অনুসরণ করে টিউন রিভিউ এর জন্য সাবমিট করতে হয়।
টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে 'টেকটিউনস কন্টেন্ট অপস' থেকে নির্দেশনা না থাকলে নিজ থেকে কোন প্রকার টিউন প্রকাশ করা যায় না।
উইন্ডোজ অ্যাপ টপিকের টিউনের এর 'টিউন অগমেন্ট' করতে নিচের গাইডলাইন সঠিক ভাবে অনুসরণ করে টিউন করতে হয়।
১. টিউন অগমেন্টেশন এর কাজ করতে আপনাকে লিখিত টিউন অ্যাসাইন করা হয়। আপনাকে সে লিখিত টিউনে প্রাসঙ্গিক ইমেইজ, ফটো, স্ক্রিন ক্যাপচার (Screen Capture) (Snapshot (স্ন্যাপসট), Screenshot (স্ক্রিনসট), Video Frameshot (ফ্রেইমসট)), ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ইলাস্ট্রেশন, ভিজ্যুয়াল যোগ করতে হয়।
২. টিউন অগমেন্টেশনের কাজ করতে টিউনার হিসেবে লিখিত টিউনের স্ট্রাকচার (Structure), সেন্টেন্স (Sentence) বা বাক্য, ওয়ার্ড (Word) বা শব্দ ঠিক যেমন আছে তেমন-ই রেখে টিউনের প্রয়োজনীয় স্থানে টেকটিউনস গাইডলাইন অনুসরণ করে টিউনে ইমেইজ, ফটো, স্ক্রিন ক্যাপচার (Screen Capture) (Snapshot (স্ন্যাপসট), Screenshot (স্ক্রিনসট), Video Frameshot (ফ্রেইমসট)), ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ইলাস্ট্রেশন, ভিজ্যুয়াল যোগ করার কাজ করতে হয়।
৩. টিউন অগমেন্টেশনের কাজ করতে যদি টেকটিউনস কন্টেন্ট অপস থেকে সুনির্দিষ্ট ভাবে টিউনের কোন অংশ পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের নির্দেশনা দেওয়া হয় তবে টিউনের স্ট্রাকচার (Structure), সেন্টেন্স (Sentence) বা বাক্য, ওয়ার্ড (Word) বা শব্দ ঠিক রেখে শুধুমাত্র নির্দেশিত টিউনের অংশের পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের কাজ করতে হয়।
১. টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে অ্যাসাইন টিউন লিখিত টিউন এর সকল সফটওয়্যার/অ্যাপ প্রথম নিজের ডিভাইসে ইন্সটল করতে হয় সে সফটওয্রার নিজে এক্সপেরিয়েন্স করতে হয়। তারপর টিউনে স্ক্রিনসট যোগ করার কাজ করতে হয়। নিজের ডিভাইসে ইন্সটল ছাড়া ওয়েব থেকে, অন্য কোন ওয়েবসাইট থেকে, ওয়েব সার্চ করে, অন্য কোন ভিডিও থেকে কোন ধরনের স্ক্রিনসট টিউনে যুক্ত করা হলে তা টিউনারের অসততা এবং টিউনারের অৎস কাজ হিসেবে বিবেচিত হয় এবং টেকটিউনস সনিক টিউনারশিপ স্থগিত হয়।
২. টিউনে স্ক্রিনশট যোগ করতে অবশ্যই স্ক্রিনশটে প্রয়োজনীয় Annote/Mark যোগ করে টিউনে যুক্ত করতে হবে। Annote/Mark ছাড়া কোনো স্ক্রিনশট টিউনে যুক্ত করা যায় না।
৩. তবে কোন কোন স্ক্রিনসট এমন হতে পারে যেখানে কোন সেটিংস, কোন ম্যানু, কোন ফিচার এর উইন্ডোর জন্য স্ক্রিনসট নেওয়া হয়েছে যেখানে সেটি শুধুমাত্র কোন সেটিংস, কোন ম্যানু, কোন ফিচার এর উইন্ডো দেখানোর জন্য স্ক্রিনসটটি নেওয়া হয়েছে, নির্দিষ্ট কোন স্থানে ক্লিক করা দেখানোর জন্য স্ক্রিনসটটি নেওয়া হয়নি অথবা স্ক্রিনসটটি (Self-explanatory)। সেক্ষেত্র স্ক্রিনশটে Annote/Mark যোগ করার প্রয়োজন হবে না।
৪. টিউন স্ক্রিনসটে Annote/Mark করার সময় খেয়াল রাখতে হয় যেন একটি স্ক্রিনসটে ১ টি বা ২ টি বা ৩ টির বেশি Annote/Mark যোগ করে স্ক্রিনসট Messy (হিবিজিবি) করে ফেলা না হয়। প্রয়োজনে স্ক্রিনসট গুলো কয়েকবার ব্যবহার করে তাতে সিমীত Annote/Mark ব্যবহার করতে হয়। তবে এমন স্ক্রিনসট যদি প্রয়োজ পড়ে যেখান ৩ এর অধিক Annote/Mark যোগ করা ছাড়া সুযোগ নেই সে ক্ষেত্রে একটি স্ক্রিনসটে ৩ এর অধিক Annote/Mark যোগ করা যেতে পারে।
৫. টিউনের স্ক্রিনসটে কোন পারসোনাল Information, অযাচিত Company Information, অযাচিত ও অপ্রাসঙ্গিক ওয়েবসাইট/অ্যাপ, সেনসেটিভ (Sensitive) Information, Financial Information, Self Promoting মূলক, Information, লিংক, কোড, QR কোড যোগ করে টিউনে কোন ধরনের স্ক্রিনসট যোগ করা যায় না। টিউনের স্ক্রিনসটে সকল ধরনের সেনসেটিভ (Sensitive) Information ব্লার (Blur) বা প্লিজেলাইড (Pixelized) করে টিউনে যোগ করতে হয়।
৬. টিউনের স্ক্রিনসটে সেনসেটিভ (Sensitive) Information ব্লার (Blur) বা প্লিজেলাইড (Pixelized) না করে, টিউনের স্ক্রিনসটে ইচ্ছাকৃত ভাবে কোন পারসোনাল Information, অযাচিত Company Information, অযাচিত ও অপ্রাসঙ্গিক ওয়েবসাইট/অ্যাপ, সেনসেটিভ (Sensitive) Information, Financial Information, Self Promoting মূলক Information, লিংক, কোড, QR কোড যোগ করে টিউনে কোন ধরনের স্ক্রিনসট টিউনে যুক্ত করা হলে তা টিউনারের অসততা এবং টিউনারের অৎস কাজ হিসেবে বিবেচিত হয় এবং টেকটিউনস টিউনারশিপ স্থগিত হয়।
৭. টেকটিউনসে H2 হেডিংয়ের অধীনে যে ইমেজ বা স্ক্রিনশট যোগ করা হোক না কেন, প্রতিটি স্ক্রিনশট/ইমেজ/থাম্বনেইল যোগ করার নির্দিষ্ট ডাইমেনশন এবং ইমেজের Aspect Ratio মেইনটেইন করে টিউনে যোগ করার নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। টেকটিউনস সনিক টিউনার হিসেবে অবশ্যই সেই গাইডলাইন ফলো করে টিউনে ইমেজ ও স্ক্রিনশট যোগ করতে হয়।
৮. টিউনে স্ক্রিনশট লিখিত টিউনের প্রতিটি স্টেপের সাথে প্রাসঙ্গিক এমনভাবে যুক্ত করতে হবে যেন একজন ইউজার যখন টিউনটি পড়বে, তখন সে স্ক্রিনশট দেখে পুরো প্রক্রিয়াটি কোনো ধরনের কনফিউশন ছাড়াই বুঝতে পারে। তাই টিউনে কতটি স্ক্রিনশট যোগ করতে হবে তার কোনো লিমিট নেই। যতক্ষণ পর্যন্ত না লিখিত টিউনটি প্রতিটি স্টেপের সাথে এমনভাবে প্রাসঙ্গিক স্ক্রিনশট যুক্ত হবে, যাতে একজন ইউজার স্ক্রিনশট দেখে পুরো প্রক্রিয়াটি কোনো কনফিউশন ছাড়াই বুঝতে পারে, ঠিক ততটি পর্যন্ত স্ক্রিনশট যোগ করতে হবে।
৯. টিউনে স্ক্রিনশট যোগ করতে Randomly কিছু স্ক্রিনশট নিয়ে যোগ করা যায় না, বরং টিউনের লিখিত প্রতিটি স্টেপের সাথে প্রাসঙ্গিক এমনভাবে যুক্ত করতে হবে যেন একজন ইউজার যখন টিউনটি পড়বে, তখন সে স্ক্রিনশট দেখে পুরো প্রক্রিয়াটি কোনো ধরনের কনফিউশন ছাড়াই বুঝতে পারে।
১০. টিউনে স্ক্রিনশট যোগ করতে লিখিত টিউনের প্রতিটি স্টেপে কমপক্ষে একটি তো অবশ্যই, কিছু ক্ষেত্রে একটি স্টেপের জন্য একাধিক স্ক্রিনশট ইমেজ যোগ করতে হয়।
১১. টিউনে স্ক্রিনশট যোগ করতে লিখিত টিউনের প্রতিটি স্টেপের বর্ণনার সাথে অবশ্যই মিল রেখে সফটওয়্যার/অ্যাপের ফিচার/Menu/Tab Bar অনুযায়ী প্রয়োজনীয় স্ক্রিনশট যোগ করতে হয়। স্টেপের বর্ণনার সাথে মিল নেই এমন স্ক্রিনশট টিউনে যোগ করা যায় না।
১২. টিউনে স্ক্রিনশট যোগ করার সময় লিখিত টিউনের কোনো স্টেপের স্ক্রিনশট যেন স্কিপ না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়।
১৩. টিউনে ৩ ধরনের স্ক্রিনশট যোগ করতে হয়
Full Area Screenshot এর ডাইমেনশন 1920x1080 এর হতে হয়।
Application Window Area Screenshotএর ডাইমেনশন Application Windows অনুযায়ী হয়।
Specific Region Area Screenshot এর ডাইমেনশন 800x450 বা 1280x720 হতে হয়।
১৪. টেকটিউনসের নিয়ম অনুযায়ী, প্রতিটি H2 হেডিংয়ের অধীনে, H2 হেডিং এর ঠিক পর পরপর টিউনে প্রাসঙ্গিক ছবি/ইমেইজ যুক্ত থাকতে হয়। H2 হেডিং এর ঠিক পরপর টিউনে এই প্রাসঙ্গিক ছবি/ইমেইজ গুলো সর্বদা স্টক ইমেইজ (Stock Image) বা কিছু কিছু লিস্টিক্যাল (Listicle) টিউনের ক্ষেত্রে Snapshot (স্ন্যাপসট) যুক্ত থাকতে হয়।
H2 হেডিং এর ঠিক পর পরপর টিউনে প্রাসঙ্গিক ছবি/ইমেইজ গুলো স্টক ইমেইজ (Stock Image) গুলো টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন অনুযায়ী, টেকটিউনস কপিরাইট ফ্রি স্টক ইমেইজ (Stock Image) সোর্স থেকে বা কোন ধরনের ওয়াটারমার্ক ফ্রি AI জেনারেটেড স্টক ইমেইজ (AI Generated Stock Image) ও যুক্ত করা যায়।
কিন্তু H2 হেডিং এর ঠিক পরপর টিউনে এই প্রাসঙ্গিক ছবি/ইমেইজ হিসেবে কোন স্ক্রিনসট যুক্ত করা যায় না। স্ক্রিনসট সবসময় টিউনের মাঝে নির্দিষ্ট প্রাসঙ্গিক বর্ণনার প্যারাগ্রাফের পরে যুক্ত করতে হয়।
উদাহরণ হিসেবে এই টিউনটি লক্ষ করুন, টিউনটিতে H2 হেডিং এর ঠিক পরপর টিউনের প্রাসঙ্গিক ছবি/ইমেইজ হিসেবে স্টক ইমেইজ (Stock Image) ব্যহার করা হয়েছে। টিউনটিতে H2 হেডিং এর ঠিক পরপর টিউনের প্রাসঙ্গিক ছবি/ইমেইজ হিসেবে কোন স্ক্রিনসট ব্যহার করা হয় নি। স্ক্রিনসট গুলো টিউনের মাঝে নির্দিষ্ট প্রাসঙ্গিক বর্ণনার প্যারাগ্রাফের পরে যুক্ত করা হয়েছে।
১৫. টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে অ্যাসাইন করা লিখিত টিউনের H2 হেডিং এর ঠিক পরপর টিউনের প্রাসঙ্গিক ছবি/ইমেইজ হিসেবে যদি পূর্ব থেকেই কোন স্টক ইমেইজ (Stock Image) বা Snapshot (স্ন্যাপসট) যুক্ত করা থাকে তবে সে স্টক ইমেইজ (Stock Image) বা Snapshot (স্ন্যাপসট) টিউনের H2 হেডিং এ যেভাবে আছে সেভাবেই রাখতে হয় সে ইমেইজ মুছে ফেলে/পরিবর্তন করা যায় না, যদি না টেকটিউনস কন্টেন্ট টিম থেকে কোন প্রকার নির্দিষ্ট নির্দেশনা দেওয়া না হয়।
১৬. টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে কিছু ক্ষেত্রে এমন টিউন অ্যাসাইন করা হয় যে টিউনে কোনো স্ক্রিনশট যোগ করতে হয় না। সেক্ষেত্রে বেশ কিছু ইমেজ প্রোভাইড করা হয়। টেকটিউনস টিউনার হিসেবে সেই ইমেজ গুলো কোয়ালিটি ঠিক রেখে কোন ধরনের Image Distortion, Image Squeeze না করে টেকটিউনস গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট ডাইমেনশনে নিয়ে আসতে হয় এবং টিউনে H2 হেডিং এর অধীনে যোগ করতে হয়।
১৭. টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে কিছু ক্ষেত্রে এমন টিউন অ্যাসাইন করা হয় যে টিউনে কোনো স্ক্রিনশট যোগ করতে হয় না। সেক্ষেত্রে বেশ কিছু Frameshot (ফ্রেইমসট) ইমেজ প্রোভাইড করা হয়। টেকটিউনস টিউনার হিসেবে সেই Frameshot (ফ্রেইমসট) ইমেজ গুলো টিউনের মাঝে নির্দিষ্ট প্রাসঙ্গিক বর্ণনার প্যারাগ্রাফের সাথে মিলিয়ে, প্যারাগ্রাফের পরে যুক্তযোগ করতে হয়।
টেকটিউনসের নিয়ম অনুযায়ী, টেকটিউনস টিউনে প্রতিটি H2 হেডিংয়ের অধীনে 'টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন' অনুযায়ী টিউনে একটি প্রাসঙ্গিক ইমেইজ যুক্ত করতে হয়। আপনাকে টিউনের প্রতি H2 হেডিং এর অধীনে টেকটিউনস গাইডলাইন অনুযায়ী প্রতি H2 হেডিং এর অধীনে প্রসঙ্গিক ইমেইজ যোগ করতে হবে।
টিউনে টিউন থাম্বনেইল যোগ করতে যে কোন ইমেইজ, 'টিউন থাম্বনেইল' হিসেবে যোগ করা যায় না। টিউনে 'টিউন থাম্বনেইল' যোগ করতে টেকটিউনস থেকে আপনাকে টেকটিউনস 'টিউন থাম্বনেইল টেমপ্লেট' অ্যাসাইন করা হবে। আপনাকে সে টিউন থাম্বনেইল টেমপ্লেট ব্যবহার করে এবং 'টেকটিউনস কপিরাইট ফ্রি ম্যাটেরিয়াল গাইডলাইন' অনুযায়ী ইমেইজ ব্যবহার করে 'টিউন থাম্বনেইল' জেনারেট করতে হবে এবং সে 'টিউন থাম্বনেইল' টিউনে যোগ করতে হবে।
টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে যদি এমন হয় যে, আপনাকে যে টিউন অ্যাসাইন করা হয়েছে সে টিউনের সফটওয়্যার/অ্যাপ/ওয়েবসাইট এখন আর Available নেই বা কাজ করছে না বা অন্য কোন সমস্যা আছে, তবে আপনাকে অ্যাসাইন করা 'টিউন টাস্ক' এর অধীনে ম্যাসেজ বক্সে রিপ্লাই করে বিস্তারিত জানান কি সমস্যা হয়েছে টেকটিউনস কন্টেন্ট অপস থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
টিউন অগমেন্টেশনের কাজ করতে টেকটিউনস টিউনার হিসেবে যদি এমন হয় যে, আপনাকে যে লিখিত টিউন অ্যাসাইন করা হয়েছে সে টিউনের মাঝে নির্দিষ্ট প্রাসঙ্গিক বর্ণনা বা টিউটোরিয়াল এর ধাপের বর্ণনার প্যারাগ্রাফের পরে যুক্ত করতে গিয়েছে দেখেন যে টিউনে নির্দিষ্ট প্রাসঙ্গিক বর্ণনায় যেভাবে বলা হয়েছে সফটওয়্যার/অ্যাপ/ওয়েবসাইটের বর্তমান ভার্সনে তা পরিবর্তিত হয়েছে বা টিউনে নির্দিষ্ট প্রাসঙ্গিক বর্ণনায় তা পরিবর্তন করতে হবে তবে, তবে আপনাকে অ্যাসাইন করা 'টিউন টাস্ক' এর অধীনে ম্যাসেজ বক্সে রিপ্লাই করে বিস্তারিত জানান কি সমস্যা হয়েছে টেকটিউনস কন্টেন্ট অপস থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
টেকটিউনস টিউনার হিসেবে, টেকটিউনস কন্টেন্ট অপস টিম, টেকটিউনস সাইট অপস টিম প্রায় ক্ষেত্রেই আপনার টিউনের কোন সংশোধন প্রয়োজন হলে বা কোন টিউন টাস্ক এনাইন করলে টেকটিউনস ম্যাসেজ এর মাধ্যমে আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। যখন আপনাকে এ ধরেন কোন নির্দেশনা প্রদান করা হবে তখন সে নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে জানেতে হবে। আপনাকে কোন নির্দেশনা দেওয়া হলো এবং আপনি সে নির্দেশনা অনুযায়ী কাজ করছেন না এবং কোন ধরনের রেস্পন্স না করে আন-রেস্পন্সিভ থাকছেন এমন বিষয় হলে টেকটিউনস কন্টেন্ট টিম আপনার সাথে আর কাজ করবে না এবং আপনার টেকটিউনস সনিক টিউনারশিপ স্থগিত হবে।
১. টেকটিউনস সনিক টিউনার একটি প্রতিদিন নিয়মিত কাজ করার পজিশন। টেকটিউনস সনিক টিউনার হিসেবে আপনার স্লট অনুযায়ী, যে স্লটে আপনি অ্যাসাইন্ড থাকবেন, প্রতিদিন স্লট অনুযায়ী ৫টি/১০টি করে টিউন নিয়মিত সাবমিট করতে হবে।
২. আপনার স্লট অনুযায়ী আপনাকে ৫টি বা ১০টি করে টিউন অ্যাসাইন করা হবে। আপনার স্লট অনুযায়ী আপনাকে ৫টি বা ১০টি করে টিউন অ্যাসাইন করার পর, সেই টিউনগুলো সঠিকভাবে সাবমিট, এবং সাবমিটের পর প্রয়োজনীয় সংশোধন (যদি প্রয়োজন হয়) করে সম্পূর্ণরূপে কমপ্লিট করার পর পরবর্তী ৫টি/১০টি টিউন অ্যাসাইন করা হবে।
৩. আপনার স্লট অনুযায়ী আপনাকে ৫টি বা ১০টি করে টিউন অ্যাসাইন করার পর, সেই টিউনগুলো সঠিকভাবে সাবমিট এবং প্রয়োজনীয় সংশোধনসহ (যদি প্রয়োজন হয়) সম্পূর্ণরূপে কমপ্লিট করা ব্যতীত পরবর্তী ৫টি/১০টি টিউন অ্যাসাইন করা হবে না।
৪. টেকটিউনস সনিক টিউনার হিসেবে ১ সেট টিউন (৫টি/১০টি) অ্যাসাইনের পর আপনি যদি ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে ১ সেট টিউন (৫টি/১০টি) সাবমিট করতে ব্যর্থ হন, তবে 'টেকটিউনস কন্টেন্ট টিম' আপনার সাথে আর কাজ করবে না এবং আপনার টেকটিউনস সনিক টিউনারশিপ স্থগিত হবে।
৫. টেকটিউনস সনিক টিউনার হিসেবে ১ সেট টিউন (৫টি/১০টি) অ্যাসাইনের পর আপনি যদি ৭২ ঘণ্টা (৩ দিন) আনরেসপনসিভ (Unresponsive), আনঅ্যাভেইলেবল (Unavailable) থাকেন, তবে টেকটিউনস কন্টেন্ট টিম আপনার সাথে আর কাজ করবে না এবং আপনার টেকটিউনস সনিক টিউনারশিপ স্থগিত হবে।
৬. টেকটিউনস সনিক টিউনার হিসেবে আপনি সফলভাবে কাজ শুরু করার ১ম ও ২য় সপ্তাহ ১ সেট (৫টি) টিউন সাবমিটের ডেডলাইন, টিউন অ্যাসাইন করার সর্বোচ্চ ৯৬ ঘণ্টা হতে পারবে। ৩য় সপ্তাহ থেকে আপনাকে প্রতিদিন নিয়মিত কাজ সাবমিট করতে হবে।
৭. টেকটিউনস সনিক টিউনার হিসেবে আপনি যদি অনিয়মিত কাজ করেন, তবে টেকটিউনস কন্টেন্ট টিম আপনার সাথে আর কাজ করবে না এবং আপনার টেকটিউনস সনিক টিউনারশিপ স্থগিত হবে।
১. একটি টিউন তখনই কমপ্লিট হিসেবে বিবেচিত হয় যখন টিউনে টেকটিউনসের সকল গাইডলাইন অনুযায়ী পারফেক্টভাবে সকল স্ক্রিনশট সঠিক ডাইমেনশন মেনে, সঠিকভাবে যোগ করা, এবং 'টেকটিউনস টিউন থাম্বনেইল টেমপ্লেট' ব্যবহার করে টিউনে সঠিক ভাবে 'টিউন থাম্বনেইল' যোগ করা হয়।
২. একটি টিউনে যতক্ষণ পর্যন্ত না গাইডলাইন ও 'টেকটিউনস কন্টেন্ট অপস' এর দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইমেজ/স্ক্রিনশট/থাম্বনেইল সঠিক ভাবে যোগ করা হবে, সেই টিউন সাকসেসফুল কমপ্লিট হিসেবে বিবেচিত হয় না।
৩. কোনো টিউন সাকসেসফুল কমপ্লিট হিসেবে বিবেচিত না হলে সেই টিউন পেমেন্টের জন্য বিবেচিত হয় না।
৪. কোন 'টিউন', সাকসেসফুল ও কমপ্লিট হিসেবে গণ্য হবে আর কোন 'টিউন', সাকসেসফুল ও কমপ্লিট হিসেবে গণ্য হবে না, তা, 'টেকটিউনস কন্টেন্ট অপস' এর সিদ্ধান্তই চূরান্ত হিসেবে বিবেচিত হয়।
মনে রাখবেন টেকটিউনস কন্টেন্ট অপস সর্বদা নিজেস্ব গতি ও টেকটিউনস কন্টেন্ট অপস গাইলাইন অনুযায়ী কাজ করে। কোন টিউন কখন, কবে, কিভাবে রিভিউ, সাকসেসফুল ও কমপ্লিট হিসেবে গণ্য হবে এর সকল বিষয় সম্বন্ধে টেকটিউনস কন্টেন্ট অপস অবগত থাকে এবং তা নিয়ন্ত্রন করে। সমস্ত সিদ্ধান্তই নির্ভর করে টেকটিউনস কন্টেন্ট অপস এর উপর।
টেকটিউনস সনিক টিউনার হিসেবে আপনি 'টেকটিউনস অপস' (Techtunes Ops) এর সাথে টিম হিসেবে কাজ করবেন।
টেকটিউনস সনিক টিউনার (Techtunes Sonic Tuner) হিসেবে আপনি টেকটিউনস কন্টেন্ট অপস (Techtunes Content Ops) -এ কাজ করবেন। টেকটিউনস কন্টেন্ট অপস (Techtunes Content Ops) থেকে আপনার টিউন সংক্রান্ত যাতীয় নির্দেশনা প্রদান করা হবে।
টেকটিউনস কন্টেন্ট অপস (Techtunes Site Ops) থেকে আপনার টিউন অ্যাসাইন এবং টিউন অপরেশন সংক্রান্ত যাবতীয় নির্দেশনা প্রদান করা হবে।
টেকটিউনস পিপল অপস (Techtunes People Ops) থেকে আপনার ইন্টারভিউ, রিক্রুটমেন্ট, পেমেন্ট সংক্রান্ত যাবতীয় নির্দেশনা প্রদান করা হবে।
টেকটিউনস সনিক টিউনার (Techtunes Sonic Tuner) হিসেবে অবশ্যই আপনাকে 'টেকটিউনস অপস' (Techtunes Ops) এর সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
'টেকটিউনস অপস' (Techtunes Ops) এর সাথে টিম হিসেবে কাজ করতে আপনার লিখিত ভাষা, শব্দ চয়ন সবসময় টিমের প্রতি যথেষ্ট Respectful বা সম্মানের সাথে হতে হবে এবং আপনার আচরণ যথেষ্ট প্রোফেশনাল হতে হবে।
'টেকটিউনস অপস' (Techtunes Ops) এর সাথে টিম হিসেবে কাজ করতে Disrespectful/অসম্মান সূচক ভাষা, শব্দ ব্যবহার করা হলে বা আপনার আচরণ আন-প্রফেশনাল পরিলক্ষিত হলে তা আপনার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং 'টেকটিউনস কন্টেন্ট টিম' আপনার সাথে আর কাজ করবে না এবং আপনার 'টেকটিউনস সনিক টিউনারশিপ' স্থগিত হবে।
সঠিক ভাবে টিউন অগমেন্টেশনের কাজ হয়ে গেলে প্রথমে চেক করুন আপনি টিউন অগমেন্টেশনের কাজ করার সকল নিয়ম গুলো মেনে টিউন অগমেন্টেশনের সকল কাজ সঠিক ভাবে করেছেন কিনা। কোন কিছু যেন বাদ না পড়ে সে জন্য কয়েকবার রিভাইস দিন। নিয়ম গুলোর সাথে মিলিয়ে দেখুন।
সব কিছু ঠিক থাকলে নিচের নিয়ম মোতাবেক আপনাকে অ্যাসাইন করা 'টিউন টাস্ক' এর অধীনে ম্যাসেজ বক্সে রিপ্লাই করে 'টিউন টাস্ক' রিভিউ এর জন্য সামিট করুন।
আপনি সঠিক নিয়ম মোতাবেক 'টিউন টাস্ক' করে ও 'টিউন টাস্ক' সাবমিট এর নিয়ম অনুযায়ী টিউন টাস্ক সাবমিট করার পর Techtunes Content Ops থেকে আপনার টিউন রিভিউ করা হবে ও আপনাকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।