নতুন ব্লগার হিসেবে মাঠে নামার আগে প্রয়োজনীয় কিছু কথা

আসসালামু আলাইকুম । আশা করি সকলেই বেশ ভাল আছেন । বর্তমান তথ্যপ্রযুক্তির এই বিশ্বে ইন্টারনেট ব্যবহার দিন দিন বেড়েই চলেছে । বাংলাদেশ ও তার থেকে পিছিয়ে নেই আর মোবাইলে ইন্টারনেট সুবিধা থাকায় এখন ইউজার সংখ্যা ও বাড়ছে । এদের মাঝে অনেকেই ফেসবুক এ আড্ডা দিতে ভালবাসেন ,কেউবা অনলাইন এ কাজ করেন ,কেউবা করেন ব্লগিং । তবে এদের মাঝে ব্লগিং টাই সবচেয়ে জনপ্রিয় কারন এতে করে একজন ব্লগার তার লেখার শক্তি অর্জন করতে পারে সেই সাথে অনলাইন থেকে উপার্জন ও করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট যেমন গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন এদের মাঝে অন্যতম ।

জনপ্রিয় ব্লগারদের লেখা পড়তে পড়তে একসময় অনেকেই নিজেকে একজন সফল ব্লগার হিসেবে গড়ে তুলতে চান এবং শুরু করেন নিজের ব্লগিং । আবার অনেকে শুধুমাত্র টাকা উপারজনের মোহে পড়ে ব্লগিং শুরু করেন যা একজন ব্লগার এর ব্লগিং এর গুনাবলি এবং নিজের সৃজনশীলতাকে নষ্ট করে দেয় কেননা তখন সেই ব্লগার অন্ধের মত বিভিন্ন সাইট থেকে কপি করে নিজের ব্লগ এ পোস্ট করতে থাকে যা নিতান্তই সঠিক উপায় নয় । এভাবে কেউ কেউ ব্লগিং করে উপার্জন করতে সফলতা পায় ঠিকই কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়না । তাই একজন সঠিক ব্লগার এর ব্লগিং নিয়েই মনোনিবেশ করা উচিৎ ।

এতে করে একসময় আপনি দেরিতে হলেও সঠিক উপার্জন এর পথে যেতে পারবেন এবং ততদিনে আপনাকে সকলেই অন্যান্য ব্লগার এর মত শ্রদ্ধা করবে এবং আপনার কাছে পরামর্শ চাইবে তখন আপনি তাদের পরামর্শ দিয়ে উপকার করতে পারবেন । সঠিক উপার্জনের পথ দেখাতে পারবেন । কিন্তু কপি করে ব্লগ বানিয়ে উপার্জন করলে আপনি কাউকে সঠিক উপায় দেখাতে পারবেন না(!) আর তাছাড়া নিজের যে সৃজনশীলতা আছে তাও নষ্ট হয়ে যাবে । ভাবছেন বিজ্ঞের মত কথা বলছেন আমিতো আপনাকে চিনিনা, আপনি আবার কোন ব্লগার, কোথাও আপনার কোন ব্লগ পরেশি বলেতো মনে পড়েনা !!! যাদের মনে এ প্রশ্ন উকি দিচ্ছে তাদের বলছি ,আমি নিজেও একজন নতুন ব্লগার তবে আমি নতুন ইন্টারনেট ব্যবহারকারী নই ।

ব্লগিং এ আসার আগে আমি ওয়াপ এবং ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট হোস্টিং সাথে জড়িত ছিলাম এবং এখনও আছি । অনেক ঘাত প্রতিঘাত পেড়িয়ে তবেই আজ আমি নিজেকে একজন ব্লগার হিসেবে আত্মপরিচয় দিতে গর্ববোধ করি । আমি নিজেও প্রথমে উপার্জনের উদ্দেশ্যে ব্লগিং শুরু করি কিন্তু কিছুদিনের মধ্যেই আমার প্রিয় ব্লগারদের থেকে বুঝতে পারি শুধু উপার্জন ই সব নয় একজন ব্লগার এর কিছু দায়িত্ববোধ ও আছে আর তখন থেকেই আমার পথচলা শুরু হয় ব্লজ্ঞিং এ । জানিনা আমার লেখা দিয়ে কারও উপকার হচ্ছে কিনা তবে এতটুকু জানি আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি ।

নতুন ব্লগারদের প্রতি আমার একটাই অনুরোধ ব্লগিং এ নামলে ভালভাবে নামুন, নিজের সৃজনশীলতাকে জাগিয়ে তুলুন এবং কপি পেস্ট করা থেকে বিরত থাকুন । হয়তো এমন এক সময় আসবে যখন আপনাকে একনামে সকলেই চিনবে আপনার সৃজনশীলতার কারণে । আমার প্রিয় এবং নতুন সকল ব্লগারদের জন্য শুভকামনা রইল । ভালো থাকবেন ।

Level 0

আমি A.R.Bhuyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আনিসুর রহমান । অনলাইনে সময় কাটানোর পাশাপাশি ওয়েবসাইট নির্মাণ এবং ব্লগিং করতে ও পড়তে ভালবাসি । আমাকে পাবেন http://anisbd.com এ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো আপানার কথা গুলি

Level 0

আপনাদের ভাল লাগা আমাকে সামনে চলার পথ দেখাবে । কমেন্ট এর জন্য ধন্যবাদ ।

Level 0

chomotkar shikkhonio tune, apnake thnx bro

হুম ! কথা গুলো প্রয়জনীয়

টিউনে screen shot কিভাবে দিব একটু বলবেন

ইচ্ছা থাকা সত্ত্বেও নানা কারনে হোস্টিং এবং ডোমেইন কেনা হয়ে উঠে না। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

    Level 0

    @সোনারদেশ: আমার মতে কষ্ট করে হলেও অন্তত একটা ডোমেইন কিনে নেয়া উচিত । আর এখন ডোমেইন ৮০০ টাকার মধ্যেই পাওয়া যায় । কষ্ট যখন করবেন ই সেটা যাতে ভবিষ্যতে কাজে লাগে সেই ব্যাপারটাও খেয়াল রাখা উচিত ।কমেন্ট এর জন্য ধন্যবাদ ।

Level 0

থ্যাংকস ফর শেয়ার

ভালো লাগলো ভাই। ধন্যবাদ।

ধন্যবাদ।

Level 0

thanks for great post.. !

Level 2

Ji valo laglo and oboshoi copy pest kora theke biroto thakbo