আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত মারাত্মক ২ টি টিপস

Level 1
নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ

আসসালামু আলাইকুম। আমার আজকের টিউনে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের নতুন টিউনে আপনাদেরকে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত মারাত্মক ২ টি টিপস সম্পর্কে জানাবো। আশাকরি আমার আজকের টিউন থেকে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগৎ সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কিছু ব্যতিক্রম ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।

বর্তমান সময়ে আমরা সকলেই কোন না কোন ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে সম্পর্কিত। দৈনন্দিন জীবনে মোবাইল বা এ ধরনের যেকোনো ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন না কোন সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেই থাকি। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে কন্টেন্ট রাইটিং কে ধরে নিতে পারি, এক্ষেত্রে আমরা চাইলেই খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে একটি কন্টেন্ট রাইটিং করে ফেলতে পারি। কিন্তু যে কোনো ধরনের এআই চেকার এই ধরনের কনটেন্টগুলোকে শনাক্ত করতে সক্ষম।

এ থেকে বোঝা যায় যে আমরা দৈনন্দিন জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলেও তার নিখুঁত ব্যবহার করতে এখনো শিখিনি। তাই, আজকের আর্টিকেলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত এমন ২ টি টিপস সম্পর্কে জানবো যার মাধ্যমে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কিছু নিখুঁত ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। আজকের টিপস গুলোর মাধ্যমে আপনারা যা শিখবেন তা থেকে যেকোনো কাজে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার করলেও কোন ধরনের এআই চেকার বা কোন কিছুই তা শনাক্ত করতে পারবে না। তাহলে চলুন শুরু করা যাক।

১. Artificial intelligence bypass tool and humanizer:

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত মারাত্মক ২ টি টিপসবর্তমানে আমরা কন্টেন্ট রাইটিং অথবা অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে যে দুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব থেকে বেশি ব্যবহার করে থাকি তা হচ্ছে Chatgpt এবং Gemini এ আই। এই দুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি কৃত অ্যাসাইনমেন্ট বা কনটেন্ট যেকোনো ধরনের এ আই শনাক্তকারী টুল শনাক্ত করতে সক্ষম। এই ধরনের টুল গুলোকে বাইপাস করার জন্য অনেকে এই কনটেন্ট বা অ্যাসাইনমেন্ট গুলোকে রি-রাইট করে থাকি, কিন্তু এতেও কোন লাভ হয় না। তাই, আজকে আমরা এমন একটি ওয়েবসাইট সম্পর্কে জানব যার মাধ্যমে আপনারা খুব সহজেই এই দুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভাড়া তৈরি কৃত কন্টেন্ট বা অ্যাসাইনমেন্ট হিউমানাইজ করতে পারবেন, যা কোন ধরনের এ-আই শনাক্তকারীর টুল শনাক্ত করতে পারবে না।

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মূলত দুইটি কাজ করতে পারবেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা লেখাকে এমনভাবে পরিবর্তন করতে পারবেন যা মনে হবে কোন মানুষ নিজে থেকে লেখেছে, অর্থাৎ এ আই এর লেখাকে হিউমানাইজ করা।

যেকোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দ্বারা লেখা অথবা যে কোন প্রোডাক্ট ডিটেকশন করতে পারবেন। অর্থাৎ, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি নাকি মানুষ দ্বারা তৈরি তা নির্ধারণ করতে পারবেন।

Website link:bypass.hix.ai

২. Document spelling and grammar mistakes:

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত মারাত্মক ২ টি টিপসখুব সহজেই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের লেখার মধ্যে যেকোনো ধরনের বানানের ভুল এবং গ্রামার মিসটেকগুলো ঠিক করে নিতে পারবেন। শুধুমাত্র আপনাকে আপনার লেখাটি এই ওয়েবসাইট এ গিয়ে পেস্ট করে দিতে হবে। তাহলে আপনাকে এই ওয়েবসাইট দ্বারা আপনার লেখায় ভুলগুলো সব হাইলাইট করে দেখানো হবে। এগুলো আপনি নিজে থেকে একটি একটি করে ঠিক করতে পারবেন এবং আপনি চাইলে এক ক্লিকার মাধ্যমে ওয়েবসাইট আর নিজস্ব টুল দ্বারা সব ভুলগুলোকে ঠিক করে ফেলতে পারবেন।

এছাড়াও এই ওয়েবসাইটে আরো কিছু টুল আছে। যেমন:

1. Paraphraser

2. Plagiarism checker

3. AI detector

4. Summarizer

এই টুল গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার লেখা বা যেকোনো ধরনের প্রোডাক্ট, ভিডিও, ছবি ইত্যাদি কে স্মার্ট করে তুলতে পারবেন। এগুলা ব্যবহারের মাধ্যমে আপনার কোন জায়গায় কোন ধরনের বিপদে পড়ার কোন সম্ভাবনা থাকবে না।

Website link:Quillbot

আমার আজকের টিউনটি এই পর্যন্তই ছিল। আশাকরি আমার আজকের টিউন থেকে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগৎ সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন এবং আমার আজকের টিউনে থাকা এই দুটি টিপস আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।

Level 1

আমি সাদিক মাহমুদ। নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

Whether you're a tech wiz or just starting out, I'm here to help you navigate the exciting world of technology. Feel free to ask me anything - no question is too basic! Let's explore the coolest tech together!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস