বিনামূল্যে এবং সবচেয়ে সহজ উপায়ে পিডিএফ ফাইল এডিট করার ওয়েবসাইট

Level 1
নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমার আজকের নতুন টিউনে আপনারা সকলকে স্বাগতম। আমার আজকের এই টিউনে আমি আপনাদেরকে পিডিএফ ফাইল কিভাবে এডিট করবেন তা সম্পর্কে জানাবো। আজকের এই টিউনে আমরা জানব, পিডিএফ কী, একটি পিডিএফ ফাইল এ কত ধরনের এডিট করা যায়, পিডিএফ ফাইল এডিট করবো কিভাবে, পিডিএফ ফাইল এডিট করার সবথেকে সহজ উপায়, বিনামূল্যে পিডিএফ ফাইল এডিট করার ওয়েবসাইট ইত্যাদি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই তথ্যবহুল টিউন।

১. পিডিএফ ফাইল কী?

বিনামূল্যে এবং সবচেয়ে সহজ উপায়ে পিডিএফ ফাইল এডিট করার ওয়েবসাইট

PDF হলো মূলত একটি ফাইল ফরম্যাট। প্রথম ১৯৯২ সালে এটি Adobe কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল। একটি পিডিএফ ফাইল এর মধ্যে আপনি যেকোনো ধরনের লেখা, ছবি, ফন্ট, গ্রাফিক্স এবং অন্যান্য ধরনের তথ্য সংযুক্ত করতে পারবেন। পিডিএফ ফাইল মূলত তৈরি করা হয়েছিল সকল ধরনের ডিভাইসকে একই ধরনের দেখানোর জন্য। অর্থাৎ আপনি একটি পিডিএফ ফাইল এর সকল তথ্য যেভাবে সাজিয়ে তৈরি করবেন অন্য একটি ডিভাইসের মধ্যে এই পিডিএফ ফাইল ওপেন করা হলে ঠিক একইভাবে ব্যবহারকারী সেই তথ্যগুলোকে দেখতে পাবে। এছাড়াও পিডিএফ ফাইল এর আরও একটি সুবিধা রয়েছে, এটি খুব সহজেই পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায়। এটিই ছিল পিডিএফ ফাইল তৈরীর প্রধান উদ্দেশ্য।

২. একটি পিডিএফ ফাইল এ কত ধরনের এডিট করা যায়?

বিনামূল্যে এবং সবচেয়ে সহজ উপায়ে পিডিএফ ফাইল এডিট করার ওয়েবসাইটআপনি একটি পিডিএফ ফাইল এর মধ্যে যে এডিট গুলো খুব সহজেই করতে পারবেন তার একটি ছোট্ট তালিকা নিচে দেওয়া হল।

১. লেখা যোগ করা, পরিবর্তন করা, বাদ দেওয়া

২. ছবি যোগ করা, বাদ দেওয়া এবং পরিবর্তন করা

৩. একাধিক পৃষ্ঠা যোগ করা

৪. ওয়াটার-মার্ক যুক্ত করা

৫. ফর্ম তৈরি করা

৬. লিংক যুক্ত করা

৭. ডিজিটাল স্বাক্ষর যুক্ত করা

তবে, এর মধ্যে বেশিরভাগ এডিট এর অপশন গুলো আপনি যখন একটি পিডিএফ ফাইল তৈরি করবেন তখন করতে পারবেন। কিন্তু অন্য কেউ পড়ে এটি এডিট করার সময় এর মধ্যে সকল কাজগুলো করতে পারবে না তবে অল্প কিছু কাজ করা সম্ভব। বর্তমান সময়ে পিডিএফ ফাইল এডিট এর অনেকগুলো ওয়েবসাইট আছে। এর মধ্যে বিনামূল্যে পাওয়া যায় এবং সব থেকে বেশি এডিট এর কাজ করা যায় এমন একটি ওয়েবসাইট আজকে আপনাদেরকে দিব।

৩. পিডিএফ ফাইল এডিট করার সবচেয়ে সহজ উপায়

বিনামূল্যে এবং সবচেয়ে সহজ উপায়ে পিডিএফ ফাইল এডিট করার ওয়েবসাইটবর্তমানে অনলাইনে থাকা অনেকগুলো ওয়েবসাইট এর মাধ্যমে আপনি খুব সহজেই একটি পিডিএফ ফাইল এডিট করতে পারবেন। এর জন্য শুধুমাত্র আপনার কাছে একটি ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ থাকলেই হবে। যেহেতু এটি অনলাইনে থাকা কিছু ওয়েবসাইট এর মাধ্যমে খুব সহজে সম্পাদন করা যায় তাই এটি করার জন্য কোন অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হয় না। মোবাইল ফোনের সাহায্যে আপনি এটি যে কোন জায়গায়, যেকোনো সময়, যেকোনো ধরনের এডিট এর কাজ সম্পাদন করতে পারবেন। তবে, এক্ষেত্রে এটি ছোট পর্দায় হওয়ার কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে।

৪. বিনামূল্যে পিডিএফ ফাইল এডিট

বিনামূল্যে এবং সবচেয়ে সহজ উপায়ে পিডিএফ ফাইল এডিট করার ওয়েবসাইটএই ধরনের পিডিএফ ফাইল এডিট এর জন্য আপনাকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে। যেহেতু একটি পিডিএফ ফাইল তৈরি করার সময় সব ধরনের ব্যবস্থা এর মধ্যে দেওয়া গেলেও এডিট করার সময় সব ধরনের এডিট করা যায় না। এজন্য নিচে দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পিডিএফ ফাইল এর মধ্যে যে ধরনের এডিট গুলো করতে পারবেন তার একটি ছোট্ট তালিকা নিচে দেওয়া হল।

১. ওয়াটার মার্ক বাদ দিতে পারবেন

২. নতুন ওয়াটার মার্ক যুক্ত করতে পারবেন

৩. লেখা পরিবর্তন করতে পারবেন

৪. বিনামূল্যে ফাইলটি ডাউনলোড করতে পারবেন

৫. অতি অল্প সময়ে এডিট এর কাজ সম্পন্ন করতে পারবেন

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পিডিএফ ফাইল এডিট করলে এই ধরনের সুবিধা গুলো উপভোগ করতে পারবেন।

Website link:sejda.com

আমার আজকের টিউনটি এই পর্যন্তই ছিল। আশাকরি আমার আজকের টিউনের এই বিষয়বস্তু সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে টিউমেন্ট করে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।

Level 1

আমি সাদিক মাহমুদ। নবম শ্রেণী, নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ, নওগাঁ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

Whether you're a tech wiz or just starting out, I'm here to help you navigate the exciting world of technology. Feel free to ask me anything - no question is too basic! Let's explore the coolest tech together!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস