USB ক্যাবল দিয়ে অ্যান্ড্রয়েড এবং আইফোনকে কানেক্ট করুন টিভির সাথে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

ইন্টারনেট বা ওয়াই-ফাই দিয়ে আমরা ফোন টিভির সাথে কানেক্ট করে গেমিং বা মুভি হয়তো দেখতে পারি, তবে এটি খুব ভাল এক্সপেরিয়েন্স দেয় না। বেশিরভাগ সময় লোডিং এবং ল্যাটেন্সির জন্য গেমিং করেও মজা পাওয়া যায় না। এই সমস্যায় আপনি কিন্তু USB ক্যাবল ব্যবহার করতে পারেন।

USB ক্যাবল দিয়ে আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোনকে সহজেই টিভির সাথে কানেক্ট করে সেরা ভিডিও বা গেমিং অভিজ্ঞতা নিতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে DisplayPort অথবা MHL সম্বলিত USB-C পোর্ট এবং আইফোনের Lightning ক্যাবল দিয়ে ভিডিও শেয়ার করতে পারেন। এই ব্যবস্থায় স্ক্রিন মিরর সুবিধার পাশাপাশি ফোন থেকে ফটো এবং ভিডিও দেখতে পারেন টিভিতে।

ক্যাবল দিয়ে ভিডিও শেয়ারে এত সুবিধা থাকলেও কাজটি করা কিছুটা জটিল। আপনি এই কাজে ব্যবহার করতে হবে সঠিক ক্যাবলটি।

আজকের এই টিউনে আমরা জানব কীভাবে অ্যান্ড্রয়েড বা আইফোনকে টিভির সাথে USB ক্যাবল দিয়ে কানেক্ট করবেন।

কেন USB ক্যাবল দিয়ে কানেক্ট করবেন?

আপনি ভাবতে পারেন ওয়ারলেস প্রযুক্তি বাদ দিয়ে কেন, ক্যাবল দিয়ে কানেক্ট করা প্রয়োজন। USB ক্যাবল দিয়ে কানেক্ট করার সুবিধা আছে বেশ কয়টি। যেমন এ ক্ষেত্রে লেটেন্সি খুবই কম হবে গেমিং এর ক্ষেত্রে। ভিডিও দেখায় বাফারিং সমস্যা হবে না। আবার অনেক ক্ষেত্রে আপনার ওয়াইফাই সিগনাল দুর্বল হলেও এটি ভাল কাজ করবে।

USB ক্যাবল দিয়ে টিভি কানেক্ট করতে নিচের মেথড গুলো ব্যবহার করতে পারেন,

অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে

  • USB-C ক্যাবলের সাথে DisplayPort
  • USB  ক্যাবলের সাথে MHL (Mobile High-Definition Link)
  • USB ক্যাবলের সাথে SlimPort

আইফোন বা আইপ্যাডের ক্ষেত্রে

  • Lightning ক্যাবল

কীভাবে ফোন টিভির সাথে কানেক্ট করবেনে এটা নির্ভর করবে আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের ক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন মেথড ব্যবহার করতে হবে। আবার কাজের উপর ভিত্তি করেও মেথড আলাদা হতে পারে। যেমন আপনি যদি কেবল ফটো দেখতে চান, সেক্ষেত্রে চার্জিং ক্যাবল দিয়েই সেটা করতে পারবেন। কিন্তু স্ক্রিন মিরর করতে চাইলে USB এডাপ্টার লাগবে।

এখানে যে মেথড গুলো দিয়ে আলোচনা করা হবে সেগুলো প্রায় সব মডেলের টিভিতেই সাপোর্ট করবে যেমন Samsung, LG, ইত্যাদি। এমনকি নন স্মার্ট টিভিতেও সাপোর্ট করবে।

অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটকে টিভির সাথে কানেক্ট করা

তিন ভাবে অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটকে টিভির সাথে কানেক্ট করা যায়,

HDMI দিয়ে কানেক্ট করা

মডার্ন স্মার্ট ফোন গুলোতে দেয়া হয়েছে USB-C পোর্ট। এতে রয়েছে DisplayPort সুবিধা। আর এর মাধ্যমেই ফোন বা ট্যাবলেট থেকে টিভিতে স্ক্রিন শেয়ার করা যায়।

ফোনকে USB-C ক্যাবল দিয়ে কানেক্ট করুন এবং এটিকে উপযুক্ত ডকিং স্টেশনে কানেক্ট করুন যেখানে HDMI আউট রয়েছে। আপনি চাইলে সরাসরি USB-C To HDMI এডাপ্টারও ব্যবহার করতে পারেন।

MHL দিয়ে কানেক্ট করা

USB ক্যাবল দিয়ে HDMI টিভিতে ফোন কানেক্ট করার অন্যতম একটি সলিউশন হচ্ছ MHL। এই প্রযুক্তির মাধ্যমে ফোনকে টিভি সহ প্রজেক্টরেও কানেক্ট করা যায়।

এখান থেকে আপনি MHL সাপোর্ট ডিভাইসের লিংক দেখতে পারবেন।

HHL বা High Definition Link ব্যবহার করতে আপনার লাগবে,

  • MHL এনেভল ফোন
  • HDMI ক্যাবল
  • পাওয়ার ক্যাবল

আপনার ফোনের জন্য সঠিক MHL ক্যাবল পেতে গুগলে সার্চ করুন, MHL cable [your device name]

প্রথমে ফোনকে MHL এ কানেক্ট করুন। MHL এডাপ্টারের পাওয়ার সোর্স এর প্রয়োজন হয়। USB পোর্ট থেকে অথবা এক্সটারনাল সোর্স থেকে আপনাকে পাওয়ার সোর্স দিতে হবে।

প্রথম দিকের MHL এ পাওয়ার লাগলেও MHL 2.0 তে এটা জরুরি না। মোবাইল ডিভাইস থেকে পাওয়ার পেলেও পাওয়ার ক্যাবল কানেক্ট করা বুদ্ধিমানের কাজ।

এবার ফোনকে MHL দিয়ে টিভিতে কানেক্ট করুন। এটা প্লাগ এন্ড প্লে, কানেক্ট করলেও স্ক্রিন দেখতে পাবেন। সব মিলিয়ে MHL আপনাকে সেরা অভিজ্ঞতা দিতে পারবে।

SlimPort দিয়ে কানেক্ট করা

আপনার ফোনটি যদি একটু পুরনো মডেলের হয় তাহলে ব্যবহার করতে পারেন SlimPort ক্যাবল। এটা প্রায় MHL এর মত হলেও এখানে আউটপুট গুলো ভিন্ন।

MHL এ শুধু মাত্র HDMI থাকলেও SlimPort এ আপনি পাবেন HDMI, DVI, DisplayPort, এবং VGA। এর সুবিধা হচ্ছে পুরনো টিভি বা মনিটরেও ফোন কানেক্ট করতে পারবেন। এটা আলাদা পাওয়ার সোর্সেও প্রয়োজন নেই।

আপনার যা যা লাগবে,

  • SlimPort কম্পিটিবল ফোন
  • একটি micro-USB SlimPort ক্যাবল অথবা এডাপ্টার
  • HDMI, DVI, DisplayPort, অথবা VGA ক্যাবল

প্রথমে ফোনের সাথে Slimport এডাপ্টার কানেক্ট করুন এর পর এডাপ্টারে নির্দিষ্ট ক্যাবল দিয়ে সেটা মনিটরে যুক্ত করে দিন। এটাও প্লাগ এন্ড প্লে, কানেক্ট করলেও স্ক্রিন দেখতে পাবেন।

HDMI ছাড়া কানেক্ট করা

আপনার টিভিতে যদি HDMI না থাকে তাহলে কীভাবে ফোনের সাথে কানেক্ট করবেন? এক্ষেত্রে আপনার একটি ডেডিকেটেড এডাপ্টার লাগবে যা দিয়ে আপনি পুরনো মনিটরে ফোন কানেক্ট করবেন।

USB টু VGA এডাপ্টার : ফোনকে VGA টিভিতে কানেক্ট করতে একটি USB to VGA এডাপ্টার হলেই হবে।

ফোন টু RCA AV: RCA কানেকশন বা লাল, সাদা, হলুদ যে ক্যাবল আমরা ব্যবহার করি, এর জন্য আপনার প্রয়োজন হবে HDMI To RCA এডাপ্টার। চেইনটি হবে phone > USB Port to HDMI adapter > HDMI to RCA adapter > RCA to TV।

ফোন টু SCART: ফোনকে SCART টিভির সাথে কানেক্ট করতেও USB to HDMI এডাপ্টার এবং ডেডিকেটেড HDMI to SCART এডাপ্টার লাগবে। চেইনটি হবে ফোন > USB to HDMI adapter > HDMI to SCART adapter > SCART to TV।

আইফোন এবং আইপ্যাডকে কীভাবে কানেক্ট করবেন

আইফোন এবং আইপ্যাডকে USB ক্যাবল দিয়ে টিভির সাথে কানেক্ট করা অসম্ভব। এক্ষেত্রে আপনার আলাদা ক্যাবল ব্যবহার করতে হবে।

আপনার কাছে যদি iPhone 5 বা নতুন কোন ভার্সন তাহলে সেখানে Lightning কানেক্টর পাবেন। সুতরাং আইফোনকে টিভির সাথে কানেক্ট করতে আপনার প্রয়োজন হবে, HDMI আউটপুট সম্মিলিত Lightning Digital AV এডাপ্টার। অথবা Lightning to VGA এডাপ্টার। আর আপনার যদি পুরনো, 30 পিন পোর্টের আইফোন থাকে তাহলে 30 pin VGA এডাপ্টার ব্যবহার করতে পারেন।

আইপ্যাডের ক্ষেত্রে ও একই মেথড ব্যবহার করতে পারেন। iPad 3 অথবা আগের ডিভাইসে আপনি 30 pin দিয়ে স্ক্রিন মিরর করতে পারবেন।

অ্যাপলের অফিসিয়াল Lightning এডাপ্টারে আপনি অতিরিক্ত একটি Lightning পোর্ট পাবেন যা দিয়ে স্ক্রিন মিররের সময় ফোন চার্জ দিতে পারবেন।

ফোন থেকে কীভাবে টিভিতে ফাইল ট্রান্সফার করবেন

অধিকাংশ ক্ষেত্রে যেখানে টিভির সাথে ফোন কানেক্ট করা হয় স্ক্রিন মিরর করার ক্ষেত্রে, আপনি চাইলে সেখানে ফোনকে স্টোরেজ ডিভাইস হিসেবেও ব্যবহার করতে পারবেন। ফোনের ফটো ভিডিও দেখতে পারবেন টিভিতে।

সেক্ষেত্রে আপনার কম্পিটিবল মনিটর, টিভি, অথবা প্রজেক্টর লাগবে। মডার্ন প্রায় সব মনিটর USB স্টোরেজ সাপোর্ট করে। এটা তেমন জটিল প্রক্রিয়া না, আপনার লাগবে একটি USB ক্যাবল, USB ইনপুট টিভি।

আইফোন, আইপ্যাডের ক্ষেত্রে লাগবে Lightning ক্যাবল অথবা 30 pin ক্যাবল। এন্ড্রয়েডের লাগবে micro USB ক্যাবল অথবা USB-C ক্যাবল। ফোনের সাথে যে ক্যাবল পাওয়া যায় সেগুলো ভাল কাজ করবে।

ফটো দেখতে USB টু TV

মডার্ন অ্যান্ড্রয়েড ডিভাইস USB Mass Storage সাপোর্ট করে না। সুতরাং আপনার টিভি এটিকে ট্রু এক্সটার্নাল ড্রাইভ হিসেবে দেখবে না।

ধরি টিভি USB ইনপুটকে স্টোরেজ ডিভাইস হিসেবে ভাবতে পারে। সেক্ষেত্রে প্রথমে আপনার ফোনকে ক্যাবলের মাধ্যমে কানেক্ট করে সেটাকে টিভির সাথে যুক্ত করবেন এবং ফোনে Transfer files or Transfer photos (PTP) সিলেক্ট করে দেবেন। এটা করতে ফোনের নোটিফিকেশন বার ড্র‍্যাগ করে অপশনটি সিলেক্ট করে দিলেই হবে। তবে মনে রাখবেন সব মনিটর এটি সাপোর্ট করে না।

Samsung ফোনকে USB বা DeX দিয়ে টিভির সাথে কানেক্ট করা

Samsung ফ্ল্যাগশিপ ফোন গুলোতে আছে পিউর স্ক্রিন মিরর ব্যবস্থা। USB-C to HDMI ক্যাবল দিয়ে আপনি টিভিতে ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন।

Samsung Galaxy S8/S8+/Note 8 এবং এর পরের ডিভাইস গুলোকে টিভির সাথে কানেক্ট করতে USB-C to HDMI ক্যাবলই যথেষ্ট। প্রথমে ফোনের সাথে কানেক্ট করুন এরপর টিভিকে HDMI ক্যাবল দিয়ে কানেক্ট করুন।

তাছাড়া Samsung Galaxy S8, S9, এবং Note 8/9 ডিভাইস DeX সাপোর্ট করে। এটি এমন এক ব্যবস্থা যেখানে ফোন ব্যবহার করে বড় স্ক্রিনে ডেক্সটপ অভিজ্ঞতা পাওয়া যায়। সকল অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার এবং গ্যালারি এক্সেস করতে পারবেন এর মাধ্যমে।

Dex এনেভল ফোন টিভিতে কানেক্ট করতে আপনার একটি ডক ব্যবহার করতে হবে। তবে সম্প্রতি রিলিজ হওয়া Galaxy Note ফোন গুলোতে USB-C To HDMI ক্যাবল দিয়েই এই সুবিধা পাওয়া যায়।

আপনি ডক ব্যবহার করলে এটিকে ক্যাবলের মাধ্যমে পাওয়ার দিতে হবে।

শেষ কথা

ওয়াই-ফাই এর মাধ্যমে ফোনকে টিভির সাথে কানেক্ট করা গেলেও, ক্যাবল কানেকশনে বেশি সুবিধা আপনি পাবেন। আশা করছি এই টিউনটি আপনার ফোনকে সঠিক ভাবে USB দিয়ে টিভির সাথে কানেক্ট করার সুযোগ করে দেবে।

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 622 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস